ETV Bharat / bharat

Goa TMC Griha Laxmi Scheme : গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্পে মহিলাদের মাসে 5 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের - গৃহলক্ষ্মী প্রকল্প

কয়েকমাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ ওই নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারলে গোয়ায় লক্ষ্মীর ভান্ডারের আদলে গৃহলক্ষ্মী প্রকল্প চালু করতে চায় তৃণমূল ৷ প্রত্যেক বাড়ির গৃহকর্ত্রীকে এই প্রকল্পের আওতায় মাসে 5 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিল তারা (Rs 5000 per month to a woman of every household as guaranteed income support) ৷

tmc announces monthly 5 thousands dbt through griha laxmi scheme for goa women
Goa TMC Griha Laxmi Scheme : গোয়ার মহিলাদের মাসে 5 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের, ঘোষণা গৃহলক্ষ্মী প্রকল্পের
author img

By

Published : Dec 11, 2021, 2:09 PM IST

Updated : Dec 11, 2021, 5:15 PM IST

গোয়া, 12 ডিসেম্বর : বাংলার পর এবার গোয়ার মহিলা ভোটারদের মন জয় করার চেষ্টা শুরু করে দিল তৃণমূল কংগ্রেস ৷ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে সেখানে তারা চালু করতে চায় গৃহলক্ষ্মী প্রকল্প ৷ ওই রাজ্যে ক্ষমতায় এলে সেখানে প্রত্যেক বাড়ির গৃহকর্ত্রীদের এই প্রকল্পের আওতায় মাসে 5 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (tmc announces 5 thousand monthly dbt through griha laxmi scheme for goa women) ৷

আর কয়েকমাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ সেই নির্বাচনে ভাল ফল করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল ৷ ইতিমধ্যে সেখানকার বেশ কয়েকজন হেভিওয়েট কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ লিয়েন্ডার পেজের মতো তারকারাও যোগ দিয়েছেন ঘাসফুল শিবির ৷

এবার গোয়ার সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা শুরু করল তৃণমূল ৷ সেই প্রক্রিয়ায় প্রথমে তাদের টার্গেট গোয়ার মহিলারা ৷ শনিবার তাই গোয়ার মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্প ঘোষণা করল তৃণমূল ৷ এই প্রকল্পে সরাসরি প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে মাসে 5000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অর্থাৎ বছরে 60 হাজার টাকা পরিবার পিছু দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

এদিন গোয়ায় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এই প্রকল্পের কথা ঘোষণা করেছে ৷ সেখানে উপস্থিত ছিলেন দলের তরফে দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র ৷ তৃণমূল সূত্রে খবর, এই প্রকল্প রূপায়িত হলে গোয়ার সাড়ে তিন লক্ষ পরিবারের গৃহকর্ত্রী উপকৃত হবেন ।

মহিলাদের জন্য গতকাল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ঘোষণা করেছেন, তাঁদের দল ক্ষমতায় এলে গোয়ার সরকারি চাকরিতে 30 শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে ৷ তার পর তৃণমূলের এই প্রকল্পের ঘোষণা কার্যত কংগ্রেসকেই চ্যালেঞ্জ ছুড়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

এদিকে আগামিকাল গোয়া যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের এই সফরের আগে এই ঘোষণা তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

গোয়া, 12 ডিসেম্বর : বাংলার পর এবার গোয়ার মহিলা ভোটারদের মন জয় করার চেষ্টা শুরু করে দিল তৃণমূল কংগ্রেস ৷ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে সেখানে তারা চালু করতে চায় গৃহলক্ষ্মী প্রকল্প ৷ ওই রাজ্যে ক্ষমতায় এলে সেখানে প্রত্যেক বাড়ির গৃহকর্ত্রীদের এই প্রকল্পের আওতায় মাসে 5 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (tmc announces 5 thousand monthly dbt through griha laxmi scheme for goa women) ৷

আর কয়েকমাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ সেই নির্বাচনে ভাল ফল করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল ৷ ইতিমধ্যে সেখানকার বেশ কয়েকজন হেভিওয়েট কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ লিয়েন্ডার পেজের মতো তারকারাও যোগ দিয়েছেন ঘাসফুল শিবির ৷

এবার গোয়ার সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা শুরু করল তৃণমূল ৷ সেই প্রক্রিয়ায় প্রথমে তাদের টার্গেট গোয়ার মহিলারা ৷ শনিবার তাই গোয়ার মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্প ঘোষণা করল তৃণমূল ৷ এই প্রকল্পে সরাসরি প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে মাসে 5000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অর্থাৎ বছরে 60 হাজার টাকা পরিবার পিছু দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

এদিন গোয়ায় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এই প্রকল্পের কথা ঘোষণা করেছে ৷ সেখানে উপস্থিত ছিলেন দলের তরফে দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র ৷ তৃণমূল সূত্রে খবর, এই প্রকল্প রূপায়িত হলে গোয়ার সাড়ে তিন লক্ষ পরিবারের গৃহকর্ত্রী উপকৃত হবেন ।

মহিলাদের জন্য গতকাল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ঘোষণা করেছেন, তাঁদের দল ক্ষমতায় এলে গোয়ার সরকারি চাকরিতে 30 শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে ৷ তার পর তৃণমূলের এই প্রকল্পের ঘোষণা কার্যত কংগ্রেসকেই চ্যালেঞ্জ ছুড়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

এদিকে আগামিকাল গোয়া যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের এই সফরের আগে এই ঘোষণা তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

Last Updated : Dec 11, 2021, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.