ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিরথ সিং রাওয়াত - মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত

ফের মুখ্য়মন্ত্রীর খোঁজ উত্তরাখণ্ডে ৷ গতকাল রাতেই তিরথ সিং রাওয়াত পদত্যাগপত্র জমা দেন রাজ্যপালের কাছে ৷ 10 মার্চ ত্রিবেন্দ্র সিং রাওয়াতের জায়গায় তাঁকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি ৷ উপ-নির্বাচন নিয়ে সাংবিধানিক জটিলতার জন্য তাঁকে ইস্তফা দিতে হল ৷ তিনি অবশ্য উপনির্বাচনে অংশ না করার ক্ষেত্রে কোভিড-19 পরিস্থিতিকে দায়ী করেছেন ৷

ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত
ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত
author img

By

Published : Jul 3, 2021, 7:45 AM IST

দেরাদুন, 3 জুলাই : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat) ৷ শুক্রবার রাতে রাজ্যপাল বেবি রানি মৌর্যর (Governor Baby Rani Maurya) কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি ৷ ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বদলে 10 মার্চ রাজ্যের মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নেন গাড়ওয়ালের সাংসদ ৷ চার মাসের কম সময়ে ইস্তফা দিলেন তিনি ৷ এই বিষয়ে তিরথ জানিয়েছেন, আগামী বছরের নির্বাচন নিয়ে সাংবিধানিক জটিলতা চলছিল ৷ সেইকারণে ইস্তফা দেওয়াটা তার ঠিক মনে হয়েছে ৷ এর আগে ত্রিবেন্দ্র সিং রাওয়াতও মুখ্যমন্ত্রী হিসেবে সময়সীমা পূর্ণ করার আগেই ইস্তফা দিয়েছিলেন ৷

আরও পড়ুন : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিরথ ? কিন্তু কেন...

মন্ত্রী হওয়ার ছ'মাসের মধ্যে উপনির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তাঁর ৷ আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন ৷ তার আগে এই উপনির্বাচন সম্ভাবনা নিয়ে সাংবিধানিক জটিলতা চলছিল ৷ গত তিন দিন দিল্লিতে ছিলেন তিনি ৷ সেখানে শুক্রবার বিজেপি অধ্যক্ষ জেপি নাড্ডার সঙ্গে তাঁর 40 মিনিটের বৈঠক হয় ৷ তার পর থেকেই তাঁর মন্ত্রীত্ব নিয়ে জল্পনা চলছিল ৷ জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ ইস্তফা দেন রাওয়াত ৷ এ ছাড়া কোভিড-19 সংক্রমণকেও তাঁর পদত্যাগের অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি ৷ গদি ছাড়লেও দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন যে দল তাঁকে অন্য় কিছু কাজের দায়িত্ব দিয়েছে ৷

চার মাসের মাথায় উত্তরাখণ্ডের তৃতীয় মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে আজ 3টেয় দেরাদুনে বিজেপি-র বিধয়াকদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ৷ উত্তরাখণ্ডের বিজেপি নেতা মনবীর সিং চৌহান জানান এই বৈঠকের নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি মদন কৌশিক ৷ দলের তরফে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে নির্বাচিত করা হয়েছে ৷

দেরাদুন, 3 জুলাই : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat) ৷ শুক্রবার রাতে রাজ্যপাল বেবি রানি মৌর্যর (Governor Baby Rani Maurya) কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি ৷ ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বদলে 10 মার্চ রাজ্যের মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নেন গাড়ওয়ালের সাংসদ ৷ চার মাসের কম সময়ে ইস্তফা দিলেন তিনি ৷ এই বিষয়ে তিরথ জানিয়েছেন, আগামী বছরের নির্বাচন নিয়ে সাংবিধানিক জটিলতা চলছিল ৷ সেইকারণে ইস্তফা দেওয়াটা তার ঠিক মনে হয়েছে ৷ এর আগে ত্রিবেন্দ্র সিং রাওয়াতও মুখ্যমন্ত্রী হিসেবে সময়সীমা পূর্ণ করার আগেই ইস্তফা দিয়েছিলেন ৷

আরও পড়ুন : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিরথ ? কিন্তু কেন...

মন্ত্রী হওয়ার ছ'মাসের মধ্যে উপনির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তাঁর ৷ আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন ৷ তার আগে এই উপনির্বাচন সম্ভাবনা নিয়ে সাংবিধানিক জটিলতা চলছিল ৷ গত তিন দিন দিল্লিতে ছিলেন তিনি ৷ সেখানে শুক্রবার বিজেপি অধ্যক্ষ জেপি নাড্ডার সঙ্গে তাঁর 40 মিনিটের বৈঠক হয় ৷ তার পর থেকেই তাঁর মন্ত্রীত্ব নিয়ে জল্পনা চলছিল ৷ জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ ইস্তফা দেন রাওয়াত ৷ এ ছাড়া কোভিড-19 সংক্রমণকেও তাঁর পদত্যাগের অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি ৷ গদি ছাড়লেও দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন যে দল তাঁকে অন্য় কিছু কাজের দায়িত্ব দিয়েছে ৷

চার মাসের মাথায় উত্তরাখণ্ডের তৃতীয় মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে আজ 3টেয় দেরাদুনে বিজেপি-র বিধয়াকদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ৷ উত্তরাখণ্ডের বিজেপি নেতা মনবীর সিং চৌহান জানান এই বৈঠকের নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি মদন কৌশিক ৷ দলের তরফে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে নির্বাচিত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.