শ্রীহরিকোটা, 14 জুলাই: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ৷ তার পরই চাঁদের উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান ৷ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর এই মিশন শুরু হয়েছিল 2003 সালে ৷ এই নিয়ে তৃতীয়বার চন্দ্রযান পাঠাতে চলেছে ইসরো ৷ আগের দু’বার সাফল্য আসেনি ৷ এবার কী সফল হবে ভারতের মহাকাশ বিজ্ঞানীদের এই উদ্যোগ ? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন সকলেই ৷ তাই এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কোন পথে এগিয়ে আজ, শুক্রবার চাঁদের উদ্দেশে পাড়ি দেবে ভারতের চন্দ্রযান-3 ৷
- 15 অগস্ট, 2003: সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী ৷ তিনি চাঁদে ভারতের চন্দ্রযান পাঠানোর এই মিশনের কথা ঘোষণা করেছিলেন ৷
- 22 অক্টোবর, 2008: শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-1 উৎক্ষেপণ করা হয় ৷
- 8 নভেম্বর, 2008: লুনার ট্রান্সফার ট্যাজেক্টরিতে প্রবেশ করে চন্দ্রযান-1 ৷
- 14 নভেম্বর, 2008: চন্দ্রযান-1 থেকে বেরিয়ে আসে মুন ইমপ্যাক্ট প্রোব ৷ কিন্তু তা চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভেঙে পড়ে ৷ তবে ভেঙে পড়ার আগে চাঁদের পৃষ্ঠে জলের উপস্থিতির তথ্য ভারতের মহাকাশ বিজ্ঞানীদের কাছে এসেছিল ৷
- 28 অগস্ট, 2009: চন্দ্রযান-1 প্রকল্প বন্ধ করে দেয় ইসরো ৷
- 22 জুলাই, 2019: শ্রীহরিকোটার সতীশ ধাওয়ার স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-2 চাঁদের উদ্দেশে পাড়ি দেয় ৷
- 20 অগস্ট, 2019: চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-2 ৷
- 2 সেপ্টেম্বর, 2019: 100 কিলোমিটার চন্দ্র মেরু কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করার সময় বিক্রম ল্যান্ডারটি আলাদা হয়ে যায় ৷ ল্যান্ডার থেকে গ্রাউন্ড স্টেশনগুলির যোগাযোগ চাঁদের পৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার উচ্চতায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ।
- 14 জুলাই, 2023: আজ, শুক্রবার কিছুক্ষণ পর চন্দ্রযান-3 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে ৷
- 23/24 অগস্ট, 2023: ISRO-এর বিজ্ঞানীরা 23-24 অগস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার (সফট ল্যান্ডিং) পরিকল্পনা করেছেন, যাতে ভারত এই কৃতিত্ব অর্জনের জন্য এলিট দেশগুলির সারিতে আসতে পারে ৷
আরও পড়ুন: শুক্রেই চন্দ্রযানের উৎক্ষেপণ, তিরুপতিতে পুজো দিলেন ইসরোর চেয়ারম্যান-সহ বিজ্ঞানীরা