ETV Bharat / bharat

Apple Store in Delhi: মুম্বইয়ের পর নয়াদিল্লি, রাজধানীতে দেশের দ্বিতীয় অ্যাপল স্টোরের আত্মপ্রকাশ - সিইও টিম কুক

আরও হাতের মুঠোয় অ্যাপল ডিভাইস ৷ সিইও টিম কুকের হাত ধরে দিল্লিতে খুলে গেল দেশের দ্বিতীয় অ্যাপল স্টোর ৷ দিল্লির সিলেক্ট সিটি ওয়াক মলে স্টোরটি রয়েছে ।

Tim Cook inaugurates Apple Delhi store
অ্যাপল স্টোর
author img

By

Published : Apr 20, 2023, 1:42 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: বৃহস্পতিবার সিইও টিম কুকের হাত ধরে দিল্লিতেও খুলে গেল অ্যাপল স্টোর ৷ এটি ভারতে অ্যাপলের দ্বিতীয় স্টোর ৷ এর আগে মঙ্গলবার মুম্বইতে অ্যাপলের প্রথম স্টোরটি খুলেছে ৷ তারও উদ্বোধন করেছেন সিইও টিম কুক ৷ ওইদিনের মতো আজও দিল্লির সাকেতের সিলেক্ট সিটি ওয়াক মলে বাইরে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা ৷ টিম কুক নিজে স্টোরের দরজা খুলে সকল গ্রাহককে অ্যাপল স্টোরে আহ্বান জানান এদিন ৷

এই স্টোরটিতে একটি ডেডিকেটেড অ্যাপল পিকআপ স্টেশন রয়েছে ৷ যা গ্রাহকদের অনলাইনে অর্ডার করা এবং তাদের ডিভাইসগুলি সুবিধাজনক সময়ে স্টোর থেকে সংগ্রহ করাকে আরও সহজ করে তুলবে । অ্যাপল জানিয়েছে, স্টোরটিতে 70টিরও বেশি দক্ষ কর্মী রয়েছেন ৷ যারা ভারতের 18টি রাজ্য থেকে এসেছেন এবং সম্মিলিতভাবে 15টিরও বেশি ভাষায় কথা বলতে পারেন । অ্যাপল রিটেলর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেইড্রে ওব্রায়েন বলেন, "আমরা ভারতে দ্বিতীয় স্টোর খোলার মাধ্যমে দিল্লিতে আমাদের গ্রাহকদের কাছে অ্যাপলের সেরা ডিভাইসগুলিকে নিয়ে আসতে পেরে খুশি ৷"

অ্যাপল এক বিবৃতিতে বলেছে, তাদের কর্মীরা স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগ করে গ্রাহকদের মনের কথা জেনে প্রয়োজন অনুযায়ী পণ্য এবং পরিষেবাগুলি প্রদান করবে ৷ গ্রাহকদের সহায়তা করার জন্য উন্মুখ অ্যাপল স্টোরের কর্মীরা । প্রযুক্তিগত এবং হার্ডওয়্যারের বিষয়ে সহায়তায় গ্রাহকরা একজন বিশেষজ্ঞের সাহায্যের জন্য অ্যাপল সাকেতের জিনিয়াস বারে একটি রিজার্ভেশন করতে পারবেন বলে জানা গিয়েছে । টিম কুক মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (বিকেসি) অ্যাপলের ভারতের প্রথম স্টোরের দরজা খোলেন । বুধবার টুইটারে অ্যাপলের সিইও ওই স্টোরের উদ্বোধনের এখটি ছবি দেন এবং ক্যাপশনে লেখেন, "মুম্বইয়ের শক্তি, সৃজনশীলতা এবং আবেগ অবিশ্বাস্য ৷ আমরা ভারতে অ্যাপলের আমাদের প্রথম স্টোর খুলতে পেরে খুবই উত্তেজিত ।"

আরও পড়ুন: সিইও টিম কুকের হাতে মুম্বইতে খুলল দেশের প্রথম অ্যাপল স্টোর

নয়াদিল্লি, 20 এপ্রিল: বৃহস্পতিবার সিইও টিম কুকের হাত ধরে দিল্লিতেও খুলে গেল অ্যাপল স্টোর ৷ এটি ভারতে অ্যাপলের দ্বিতীয় স্টোর ৷ এর আগে মঙ্গলবার মুম্বইতে অ্যাপলের প্রথম স্টোরটি খুলেছে ৷ তারও উদ্বোধন করেছেন সিইও টিম কুক ৷ ওইদিনের মতো আজও দিল্লির সাকেতের সিলেক্ট সিটি ওয়াক মলে বাইরে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা ৷ টিম কুক নিজে স্টোরের দরজা খুলে সকল গ্রাহককে অ্যাপল স্টোরে আহ্বান জানান এদিন ৷

এই স্টোরটিতে একটি ডেডিকেটেড অ্যাপল পিকআপ স্টেশন রয়েছে ৷ যা গ্রাহকদের অনলাইনে অর্ডার করা এবং তাদের ডিভাইসগুলি সুবিধাজনক সময়ে স্টোর থেকে সংগ্রহ করাকে আরও সহজ করে তুলবে । অ্যাপল জানিয়েছে, স্টোরটিতে 70টিরও বেশি দক্ষ কর্মী রয়েছেন ৷ যারা ভারতের 18টি রাজ্য থেকে এসেছেন এবং সম্মিলিতভাবে 15টিরও বেশি ভাষায় কথা বলতে পারেন । অ্যাপল রিটেলর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেইড্রে ওব্রায়েন বলেন, "আমরা ভারতে দ্বিতীয় স্টোর খোলার মাধ্যমে দিল্লিতে আমাদের গ্রাহকদের কাছে অ্যাপলের সেরা ডিভাইসগুলিকে নিয়ে আসতে পেরে খুশি ৷"

অ্যাপল এক বিবৃতিতে বলেছে, তাদের কর্মীরা স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগ করে গ্রাহকদের মনের কথা জেনে প্রয়োজন অনুযায়ী পণ্য এবং পরিষেবাগুলি প্রদান করবে ৷ গ্রাহকদের সহায়তা করার জন্য উন্মুখ অ্যাপল স্টোরের কর্মীরা । প্রযুক্তিগত এবং হার্ডওয়্যারের বিষয়ে সহায়তায় গ্রাহকরা একজন বিশেষজ্ঞের সাহায্যের জন্য অ্যাপল সাকেতের জিনিয়াস বারে একটি রিজার্ভেশন করতে পারবেন বলে জানা গিয়েছে । টিম কুক মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (বিকেসি) অ্যাপলের ভারতের প্রথম স্টোরের দরজা খোলেন । বুধবার টুইটারে অ্যাপলের সিইও ওই স্টোরের উদ্বোধনের এখটি ছবি দেন এবং ক্যাপশনে লেখেন, "মুম্বইয়ের শক্তি, সৃজনশীলতা এবং আবেগ অবিশ্বাস্য ৷ আমরা ভারতে অ্যাপলের আমাদের প্রথম স্টোর খুলতে পেরে খুবই উত্তেজিত ।"

আরও পড়ুন: সিইও টিম কুকের হাতে মুম্বইতে খুলল দেশের প্রথম অ্যাপল স্টোর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.