ETV Bharat / bharat

International Tiger Day: আন্তর্জাতির ব্যাঘ্র দিবসেই করবেট পার্কে বাঘিনীর মৃত্যু - বাঘিনীর মৃত্যু করবেট পার্কে

Tigress Death at Corbett Tiger Reserve in Ramnagar: জিম করবেট টাইগার রিজার্ভে বাঘিনীর মৃত্যু ঘিরে শোরগোল ৷ মৃত্যুর কারণ হিসেবে পারস্পরিক লড়াইয়ের বিষয়টি উঠে এসেছে ৷ তবে ময়নাতদন্তের পরই তা নিশ্চিত হওয়া যাবে বলে কর্তৃপক্ষের দাবি ৷

Tiger death in corbett Tiger Reserve
বাঘের মৃত্যু
author img

By

Published : Jul 29, 2023, 1:35 PM IST

Updated : Jul 29, 2023, 1:48 PM IST

রামনগর(উত্তরাখণ্ড), 29 জুলাই: আন্তর্জাতির ব্যাঘ্র দিবসে উত্তরাখণ্ডের জিম করবেট পার্কে বাঘিনীর মৃত্যু ৷ শনিবার সকালে এখানকার টাইগার রিজার্ভের ধেলা রেঞ্জের সাভালদে ব্রিজের নীচে বাঘিনীটিকে মৃত অবস্থায় পাওয়া যায় । খবর পেয়ে করবেট পার্ক কর্তৃপক্ষের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পাশাপাশি বাঘিনীর মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে পারস্পরিক লড়াইকে দায়ী করেছেন আধিকারিকরা।

আজ ভারতসহ সারা বিশ্বে ব্যাঘ্র দিবস পালিত হচ্ছে ৷ তারই মধ্যে বাঘিনীর মৃত্যুর খবরে আতঙ্কিত বন দফতরের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা। বাঘিনীটির শরীরে গভীর ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। এর জেরেই করবেট পার্কের কর্তৃপক্ষের প্রাথমিকভাবে অনুমান পারস্পরিক লড়াইয়ের এই বাঘিনীটির মৃত্যু হয়েছে । সূত্রের খবর, এই বাঘিনীর বয়স হয়েছিল প্রায় দু'বছর।

জানা গিয়েছে, আজ সকালে পার্কের ধেলা রেঞ্জে একটি বাঘিনীর মৃত্যুর খবর পায় করবেট কর্তৃপক্ষ । খবর পেয়ে করবেট পার্কের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বাঘিনীটিকে ভালো করে পরীক্ষা করে দেখেন ৷ এরপর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সেটিকে ময়নাতদন্তে পাঠানো হয় ।ঘটনাস্থলে পৌঁছে করবেট পার্কের ডিরেক্টর ধীরজ পাণ্ডে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বাঘিনীর মৃত্যুর কারঁ পারস্পরিক লড়াই। কারণ বাঘিনীর শরীরে কয়েকটি গভীর ক্ষত রয়েছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় বাঘের আনাগোনা চলছিল ।

আরও পড়ুন: 15 ফুট লম্বা বালির ভাস্কর্য! আন্তর্জাতিক 'ব্যাঘ্র' দিবসে তাক লাগালেন সুদর্শন

প্রসঙ্গত, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উৎযাপন হচ্ছে বিশ্বজুড়ে ৷ পিছিয়ে নেই ভারতও ৷ অন্য বছরের মতো এবারও বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে তাঁর শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন ৷ বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষে বালি দিয়ে 15 ফুট লম্বা একটি শার্দূল তৈরি করেছেন তিনি ৷ যা নজর কেড়েছে সকলের ৷

রামনগর(উত্তরাখণ্ড), 29 জুলাই: আন্তর্জাতির ব্যাঘ্র দিবসে উত্তরাখণ্ডের জিম করবেট পার্কে বাঘিনীর মৃত্যু ৷ শনিবার সকালে এখানকার টাইগার রিজার্ভের ধেলা রেঞ্জের সাভালদে ব্রিজের নীচে বাঘিনীটিকে মৃত অবস্থায় পাওয়া যায় । খবর পেয়ে করবেট পার্ক কর্তৃপক্ষের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পাশাপাশি বাঘিনীর মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে পারস্পরিক লড়াইকে দায়ী করেছেন আধিকারিকরা।

আজ ভারতসহ সারা বিশ্বে ব্যাঘ্র দিবস পালিত হচ্ছে ৷ তারই মধ্যে বাঘিনীর মৃত্যুর খবরে আতঙ্কিত বন দফতরের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা। বাঘিনীটির শরীরে গভীর ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। এর জেরেই করবেট পার্কের কর্তৃপক্ষের প্রাথমিকভাবে অনুমান পারস্পরিক লড়াইয়ের এই বাঘিনীটির মৃত্যু হয়েছে । সূত্রের খবর, এই বাঘিনীর বয়স হয়েছিল প্রায় দু'বছর।

জানা গিয়েছে, আজ সকালে পার্কের ধেলা রেঞ্জে একটি বাঘিনীর মৃত্যুর খবর পায় করবেট কর্তৃপক্ষ । খবর পেয়ে করবেট পার্কের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বাঘিনীটিকে ভালো করে পরীক্ষা করে দেখেন ৷ এরপর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সেটিকে ময়নাতদন্তে পাঠানো হয় ।ঘটনাস্থলে পৌঁছে করবেট পার্কের ডিরেক্টর ধীরজ পাণ্ডে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বাঘিনীর মৃত্যুর কারঁ পারস্পরিক লড়াই। কারণ বাঘিনীর শরীরে কয়েকটি গভীর ক্ষত রয়েছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় বাঘের আনাগোনা চলছিল ।

আরও পড়ুন: 15 ফুট লম্বা বালির ভাস্কর্য! আন্তর্জাতিক 'ব্যাঘ্র' দিবসে তাক লাগালেন সুদর্শন

প্রসঙ্গত, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উৎযাপন হচ্ছে বিশ্বজুড়ে ৷ পিছিয়ে নেই ভারতও ৷ অন্য বছরের মতো এবারও বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে তাঁর শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন ৷ বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষে বালি দিয়ে 15 ফুট লম্বা একটি শার্দূল তৈরি করেছেন তিনি ৷ যা নজর কেড়েছে সকলের ৷

Last Updated : Jul 29, 2023, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.