পটনা, 15 সেপ্টেম্বর: 400 টাকার দুধ নিয়ে ঝামেলার জেরে প্রাণ গেল তিনজনের ৷ জখম হলেন একজন ৷ বৃহস্পতিবার রাতে বিহারের ফতুহা জেলার সুরঙ্গাপার গ্রামে এই ঘটনা ঘটে ৷ তবে নেহাতই তুচ্ছ কারণে ঝামেলার এই পরিণতি হয়েছে তা নয় ৷ জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘকাল ধরে চলা দ্বন্দ্বেরই হিংসাত্মক ও মর্মান্তিক পরিণতি হয়েছে বৃহস্পতিবার ৷
এই সংঘর্ষে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে জয় সিং (50) ও শৈলেশ সিং (40) একই পরিবারের সদস্য ৷ বিরোধী পক্ষের মধ্যে প্রাণ গিয়েছে প্রদীপ (35)-এর ৷ আর সংঘর্ষে গুরুতর আহত চতুর্থ ব্যক্তি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিউ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷
পুলিশি তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিরোধের মূল কারণ হল একটি আর্থিক বিষয় । অভিযোগ, শৈলেশ এবং জয় সিংয়ের পরিবার তাঁদের প্রতিবেশীর কাছ থেকে দুধ কিনেছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের 400 টাকা ঋণ হয়ে যায় । বৃহস্পতিবার রাতে প্রদীপ তাঁর বকেয়া টাকা চাইলে তাই নিয়ে তাঁর সঙ্গে শৈলেশ ও জয়ের বচসা শুরু হয় ৷ মুহূর্তের মধ্যেই সেই ঝামেলা তীব্র আকার ধারণ করে ৷ দু পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ৷
ঘটনার খবর পেয়ে গ্রামীণ পুলিশ সুপার, ফতুহা উপ-পুলিশ সুপার-সহ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন । একটি এফআইআর দায়ের করা হয় ৷ পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে ।
আরও পড়ুন: দোকান খোলাকে কেন্দ্র করে বচসা, মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন মা !
ফতুয়ার এসডিপিও সিয়ারাম যাদবের কথায়, "ঘটনাটি একটি তুচ্ছ বিরোধের জের ধরে শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই উভয় পরিবার একে-অপরের উপর গুলি চালাতে শুরু করে ৷ যার ফলে তিনজন নিহত হন । মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আমরা বিষয়টির তদন্ত শুরু করেছি ৷"
এখনও পর্যন্ত এই ঘটনায় 12 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের কাছ থেকে একটি রাইফেল এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে । ফতুহা পুলিশ মৃতদেহগুলি তাদের দখলে নিয়েছে এবং ওই রাতেই নালন্দা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক থাকায় পুলিশি টহলদারি চলছে ৷
পুলিশ সূত্রগুলি অবশ্য বলেছে যে, দুই পরিবারের এই মর্মান্তিক দ্বন্দ্বের শিকড় লুকিয়ে রয়েছে তাদের মধ্য়ে জমি নিয়ে চলমান একটি বিরোধের মধ্যে ৷ যার ফলে দীর্ঘ সময় ধরেই দুই পরিবারের মধ্যে ছিল আদায়-কাঁচকলায় সম্পর্ক ৷
মাত্র 400 টাকার দুধের লেনদেন নিয়ে ঝগড়ায় এই মারাত্মক পরিণতির কারণে গোটা এলাকায় এখনও চাপা আতঙ্ক রয়েছে ৷