পালি(রাজস্থান), 6 মে: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রাজস্থান । শনিবার সকালে নর্দমা পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল তিন যুবকের । ঘটনাটি ঘটেছে পালি শহরের নতুন বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত একটি অনুষ্ঠান বাড়িতে ৷ নর্দমা পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসের ফলে ওই তিন যুবকেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । একই সঙ্গে গুরুতর অসুস্থ হয়েছেন আরও এক যুবক । তাঁর চিকিৎসা চলছে ।
ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ পুলিশ তিন যুবকের দেহ উদ্ধার করে স্থানীয় বাঙ্গার হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । সেই সঙ্গে আহত যুবককে হাসপাতালে ভরতি করা হয়েছে । পুলিশ জানিয়েছে, সেঞ্চুরিয়ন ম্যারেজ গার্ডেনে বর্জ্য ফেলার জন্য বাসস্ট্যান্ডের কাছে একটি নর্দমার চেম্বার তৈরি করা হয়েছে ৷ সেটি ভরাট হয়ে যায় ৷ শুক্রবার রাতে বিয়ের হলের কেয়ারটেকার সেটি পরিষ্কারের জন্য চারজন শ্রমিককে নিযুক্ত করেন ৷
পুলিশের অনুমান, ওই চারজনকে কোনও সরঞ্জাম ছাড়াই পরিষ্কার করতে নর্দমার চেম্বারের মধ্যে নামিয়ে দেওয়া হয় ৷ সেই নর্দমার চেম্বারে প্রচুর বর্জ্য ছিল ৷ যার কারণে সেখানে বিষাক্ত গ্যাস তৈরি হয় ৷ ওই গ্যাস শরীরে প্রবেশ করায় চারজনই অসুস্থ বোধ করে। ক্রমশ পরিস্থিতির অবনতি হতে থাকে। শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল তাঁদের । এরপরই তিনজন কর্মীর মৃত্যু হয় ৷ একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় ৷
অনেকক্ষণ হয়ে গেলেও তাঁরা উপরে উঠে না আসায় অন্য কর্মীরা পুলিশকে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে এসে বিশেষজ্ঞদের সহায়তায় তিনজনেরই দেহ উদ্ধার করে বাঙ্গার হাসপাতালে নিয়ে যায় । পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন বাল্মিকি বস্তির বাসিন্দা চেনারাম, মুকেশ বাল্মিকি এবং ভরত । একই সঙ্গে বাঙ্গার হাসপাতালে অসুস্থ যুবক হৃতিকের চিকিৎসা চলছে । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷
আরও পড়ুন: বেগুসরাইতে নদীর জলে ভেসে গেল পাঁচ কিশোর