ETV Bharat / bharat

Vande Bharat Accident: বঙ্গযাত্রার দু'দিন আগেই বেসামাল বন্দে ভারত, সেমি বুলেটের ধাক্কায় শিশুর মৃত্যু

সেপ্টেম্বরে উদ্বোধনের পর একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস । বেশ কয়েকবার মোদির স্বপ্নের ট্রেন ধাক্কা মেরেছে গোরু-মোষকে । নভেম্বরে বন্দে ভারত প্রাণ কেড়েছিল এক মহিলার । এবার ফের বন্দে ভারতের ধাক্কায় প্রাণ গেল বছর তিনেকের এক শিশুর (Vande bharat train accident) ।

Etv Bharat
সেমি বুলেটের ধাক্কায় শিশুর মৃত্যু
author img

By

Published : Dec 28, 2022, 6:19 PM IST

কিরাতপুর (পঞ্জাব), 28 ডিসেম্বর: ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস । মঙ্গলবার সকাল 10টা নাগাদ মিনিটে কিরাতপুর সাহেবে বন্দে ভারত ট্রেনের ধাক্কায় 3 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, মৃতার বাবা স্থানীয় ব্যবসায়ী । তিনি জানিয়েছেন, তাঁরা কাজ করতে গিয়েছিলেন । মেয়েও সঙ্গেই ছিল । রেললাইন পেরোনোর সময় বন্দে ভারতের ধাক্কায় মেয়ে ছিটকে পড়ে । জিআরপি ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে 174 ধারায় মামলা দায়ের করেছে (Vande bharat Train Accident) ।

30 ডিসেম্বর । আর মাত্র দু'দিনের অপেক্ষা । শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের বাংলা সফর । হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) । পতাকা নাড়বেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু তার আগেই ফের দুর্ঘটনার কবলে তাঁর স্বপ্নের প্রকল্প ।

গত 30 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বন্দে ভারতের উদ্বোধন করেছিলেন। তার পর বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে বন্দে ভারত । দফায় দফায় ধাক্কা মেরেছে গরু-মোষকে । নভেম্বরে গুজরাতে বন্দে ভারতেরর ধাক্কায় এক মহিলার মৃত্যুও হয়েছে । তারপর ফের একবার দুর্ঘটনায় বন্দে ভারত ।

আরও পড়ুন: শহরবাসীর সামনে আত্মপ্রকাশ সেমি বুলেট ট্রেনের

কিরাতপুর (পঞ্জাব), 28 ডিসেম্বর: ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস । মঙ্গলবার সকাল 10টা নাগাদ মিনিটে কিরাতপুর সাহেবে বন্দে ভারত ট্রেনের ধাক্কায় 3 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, মৃতার বাবা স্থানীয় ব্যবসায়ী । তিনি জানিয়েছেন, তাঁরা কাজ করতে গিয়েছিলেন । মেয়েও সঙ্গেই ছিল । রেললাইন পেরোনোর সময় বন্দে ভারতের ধাক্কায় মেয়ে ছিটকে পড়ে । জিআরপি ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে 174 ধারায় মামলা দায়ের করেছে (Vande bharat Train Accident) ।

30 ডিসেম্বর । আর মাত্র দু'দিনের অপেক্ষা । শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের বাংলা সফর । হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) । পতাকা নাড়বেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু তার আগেই ফের দুর্ঘটনার কবলে তাঁর স্বপ্নের প্রকল্প ।

গত 30 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বন্দে ভারতের উদ্বোধন করেছিলেন। তার পর বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে বন্দে ভারত । দফায় দফায় ধাক্কা মেরেছে গরু-মোষকে । নভেম্বরে গুজরাতে বন্দে ভারতেরর ধাক্কায় এক মহিলার মৃত্যুও হয়েছে । তারপর ফের একবার দুর্ঘটনায় বন্দে ভারত ।

আরও পড়ুন: শহরবাসীর সামনে আত্মপ্রকাশ সেমি বুলেট ট্রেনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.