ETV Bharat / bharat

Statue in Memory of Mother: মায়ের স্মৃতিতে মূর্তি গড়লেন জুনাগড়ের তিন বোন - International Womens Day

মা তাঁদের অনুপ্রেরণা ছিলেন। ছিলেন প্রাণশক্তিও ৷ তাই মায়ের মৃত্যুর পর বাড়িতে তাঁর মূর্তি তৈরি করলেন তিন বোন (Statue in Memory of Mother) ৷ গুজরাতের জুনাগড়ের ঘটনায় সাড়া পড়ে গিয়েছে শহরে ৷

Statue in Memory of Mother ETV BHARAT
Statue in Memory of Mother
author img

By

Published : Mar 5, 2023, 12:11 PM IST

জুনাগড় (গুজরাত), 5 মার্চ: গুজরাতের জুনাগড়ের যোশী পরিবারের তিন বোন মায়ের ভালবাসা এবং যত্নের প্রতিদান দিতে একটি চমৎকার উদাহরণ তৈরি করলেন ৷ হীরাবেনের মৃত্যুর পর, তাঁর স্মৃতিতে পূর্ণাবয়ব একটি মূর্তি তৈরি করিয়েছেন তিন মেয়ে (Gujarat Joshi Family Made Statue in Memory of mother) ৷ শীতল, জাহ্নবি এবং কল্পনা তাঁদের মায়ের স্মৃতিতে বাড়ির ভিতরেই সেই মূর্তি তৈরি করিয়েছেন ৷ ঠিক এই জায়গটাতেই অবসর সময়ে বসতেন মা ৷ সেখানেই বসল মূর্তি ৷ তাঁরা জানিয়েছেন, মায়ের উপস্থিতি তাঁদের মধ্যে একটা আলাদা উৎসাহ তৈরি করে ৷

উল্লেখ্য, দেড় বছর আগে জুনাগড়ের যোশী পরিবার তাঁদের বাড়িতে একটি সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল ৷ কিন্তু, সেদিন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হীরাবেনের মৃত্যু হয় ৷ শীতল, জাহ্নবি এবং কল্পনা তাঁদের মাকে হারিয়ে ভেঙে পড়েন ৷ তাঁরা জানিয়েছেন, হীরাবেন তাঁদের কাছে সবকিছু ছিলেন ৷ তাঁদের তিন বোনের যত্নে কোনও খামতি রাখতেন না ৷ মা ছিলেন শীতল, জাহ্নবি এবং কল্পনার জীবনের অনুপ্রেরণা ৷

কিন্তু, সেই পরিস্থিতি থেকে নিজেদের সামলে তিন বোন সিদ্ধান্ত নেন, মায়ের স্মৃতিতে কিছু করবেন ৷ আর তাই মায়ের একটি মূর্তি তৈরি করিয়েছেন তাঁরা ৷ সেই মূর্তির সামনে দাঁড়ালে 2 বছর আগের সব স্মৃতি তাঁদের সামনে ফুটে ওঠে বলে জানিয়েছেন শীতল ৷ এমনকি মায়ের মূর্তির সামনে বসেই তাঁরা তিনবেলার খাবার খান ৷ এতে তাঁদের মনে শান্তি আসে ৷ এইভাবে, তিন বোনের মনে পড়ে যা, কীভাবে তাদের মা সেই দিনগুলিতে তাঁর দৈনন্দিন কাজ করতেন,খেয়াল রাখতেন ৷

আরও পড়ুন: বাবার স্মৃতি রক্ষা করতে মূর্তি গড়ে মন্দির তেলেঙ্গানায়

এমনকী কোনও সমস্যা হলে হীরাবেন কী প্রতিক্রিয়া হত এবং তা সামাল দিতেন, সেই সব স্মৃতি তাঁদের মায়ের মূর্তির সামনে এলে মনে পড়ে যায় ৷ এমনকি আজও তিন বোন কোনও সমস্যায় পড়লে, তাঁদের মা থাকলে কী করতেন তা চিন্তা করেন ৷ এভাবেই মায়ের মূর্তিকে নিজেদের জীবনের চালিকা শক্তি হিসেবে কাজে লাগিয়েছেন শীতল, জাহ্নবি এবং কল্পনা ৷

জুনাগড় (গুজরাত), 5 মার্চ: গুজরাতের জুনাগড়ের যোশী পরিবারের তিন বোন মায়ের ভালবাসা এবং যত্নের প্রতিদান দিতে একটি চমৎকার উদাহরণ তৈরি করলেন ৷ হীরাবেনের মৃত্যুর পর, তাঁর স্মৃতিতে পূর্ণাবয়ব একটি মূর্তি তৈরি করিয়েছেন তিন মেয়ে (Gujarat Joshi Family Made Statue in Memory of mother) ৷ শীতল, জাহ্নবি এবং কল্পনা তাঁদের মায়ের স্মৃতিতে বাড়ির ভিতরেই সেই মূর্তি তৈরি করিয়েছেন ৷ ঠিক এই জায়গটাতেই অবসর সময়ে বসতেন মা ৷ সেখানেই বসল মূর্তি ৷ তাঁরা জানিয়েছেন, মায়ের উপস্থিতি তাঁদের মধ্যে একটা আলাদা উৎসাহ তৈরি করে ৷

উল্লেখ্য, দেড় বছর আগে জুনাগড়ের যোশী পরিবার তাঁদের বাড়িতে একটি সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল ৷ কিন্তু, সেদিন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হীরাবেনের মৃত্যু হয় ৷ শীতল, জাহ্নবি এবং কল্পনা তাঁদের মাকে হারিয়ে ভেঙে পড়েন ৷ তাঁরা জানিয়েছেন, হীরাবেন তাঁদের কাছে সবকিছু ছিলেন ৷ তাঁদের তিন বোনের যত্নে কোনও খামতি রাখতেন না ৷ মা ছিলেন শীতল, জাহ্নবি এবং কল্পনার জীবনের অনুপ্রেরণা ৷

কিন্তু, সেই পরিস্থিতি থেকে নিজেদের সামলে তিন বোন সিদ্ধান্ত নেন, মায়ের স্মৃতিতে কিছু করবেন ৷ আর তাই মায়ের একটি মূর্তি তৈরি করিয়েছেন তাঁরা ৷ সেই মূর্তির সামনে দাঁড়ালে 2 বছর আগের সব স্মৃতি তাঁদের সামনে ফুটে ওঠে বলে জানিয়েছেন শীতল ৷ এমনকি মায়ের মূর্তির সামনে বসেই তাঁরা তিনবেলার খাবার খান ৷ এতে তাঁদের মনে শান্তি আসে ৷ এইভাবে, তিন বোনের মনে পড়ে যা, কীভাবে তাদের মা সেই দিনগুলিতে তাঁর দৈনন্দিন কাজ করতেন,খেয়াল রাখতেন ৷

আরও পড়ুন: বাবার স্মৃতি রক্ষা করতে মূর্তি গড়ে মন্দির তেলেঙ্গানায়

এমনকী কোনও সমস্যা হলে হীরাবেন কী প্রতিক্রিয়া হত এবং তা সামাল দিতেন, সেই সব স্মৃতি তাঁদের মায়ের মূর্তির সামনে এলে মনে পড়ে যায় ৷ এমনকি আজও তিন বোন কোনও সমস্যায় পড়লে, তাঁদের মা থাকলে কী করতেন তা চিন্তা করেন ৷ এভাবেই মায়ের মূর্তিকে নিজেদের জীবনের চালিকা শক্তি হিসেবে কাজে লাগিয়েছেন শীতল, জাহ্নবি এবং কল্পনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.