ETV Bharat / bharat

অসমের জাখালাবান্দা পুলিশের জালে 3 চোরাশিকারি - assam

অসমের জাখালাবান্দা পুলিশের জালে 3 চোরাশিকারি ৷ সোমবার ভোরে জাখালাবান্দা থানার ওসি নেতৃত্বে একটি দল অভিযান চালায় ৷ অভিযুক্তদের একজনের কাছ থেকে 303 ডিসেম্বলড রাইফেল বাজেয়াপ্ত হয়েছে ৷ সেই সঙ্গে একটি সাইলেন্সর ও 10টি 303 রাইফেলের কার্তুজ উদ্ধার হয়েছে ৷

three-poachers-arrested-in-assam-firearms-seized
অসমের জাখালাবান্দা পুলিশের জালে 3 চোরাশিকারি
author img

By

Published : Apr 19, 2021, 8:48 PM IST

কালিয়াবর (অসম), 19 এপ্রিল : অসমের জাখালাবান্দা পুলিশের জালে 3 চোরাশিকারি ৷ সোমবার ভোরে জাখালাবান্দা থানার পুলিশের একটি দল অভিযান চালায় ৷ জাখালাবান্দা ও বুরাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে এই 3 চোরাশিকারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গে পাচার ও চোরাশিকার রুখতে তৎপর বনদপ্তর

গ্রেফতার হওয়া ওই চোরাশিকারিদের পরিচয় হল, ডেনি ইয়েপথমি বয়স 27 বছর ৷ সে নাগাল্যান্ডের বাসিন্দা ৷ অসমের নাগাওন জেলার বাসিন্দা মহম্মদ আনোয়ার হোসেন ৷ তাঁর বয়স 23 বছর ৷ আর তৃতীয় অভিযুক্ত মহম্মদ রফিকুল ইসলাম রুপাহিহাটের বাসিন্দা ৷ অভিযুক্তদের একজনের কাছ থেকে 303 ডিসেম্বলড রাইফেল বাজেয়াপ্ত হয়েছে ৷ সেই সঙ্গে একটি সাইলেন্সর ও 10টি 303 রাইফেলের কার্তুজ উদ্ধার হয়েছে ৷ ওই চোরাশিকারিদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷

কালিয়াবর (অসম), 19 এপ্রিল : অসমের জাখালাবান্দা পুলিশের জালে 3 চোরাশিকারি ৷ সোমবার ভোরে জাখালাবান্দা থানার পুলিশের একটি দল অভিযান চালায় ৷ জাখালাবান্দা ও বুরাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে এই 3 চোরাশিকারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গে পাচার ও চোরাশিকার রুখতে তৎপর বনদপ্তর

গ্রেফতার হওয়া ওই চোরাশিকারিদের পরিচয় হল, ডেনি ইয়েপথমি বয়স 27 বছর ৷ সে নাগাল্যান্ডের বাসিন্দা ৷ অসমের নাগাওন জেলার বাসিন্দা মহম্মদ আনোয়ার হোসেন ৷ তাঁর বয়স 23 বছর ৷ আর তৃতীয় অভিযুক্ত মহম্মদ রফিকুল ইসলাম রুপাহিহাটের বাসিন্দা ৷ অভিযুক্তদের একজনের কাছ থেকে 303 ডিসেম্বলড রাইফেল বাজেয়াপ্ত হয়েছে ৷ সেই সঙ্গে একটি সাইলেন্সর ও 10টি 303 রাইফেলের কার্তুজ উদ্ধার হয়েছে ৷ ওই চোরাশিকারিদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.