ETV Bharat / bharat

India Repatriates Pakistani Prisoners : কারাবাস শেষ, নিজেদের দেশে ফিরলেন ভারতে বন্দি তিন পাকিস্তানি - পাকিস্তানে বন্দি ভারতীয় মৎস্যজীবী

শনিবার ভারত তিনজন পাকিস্তানি বন্দিকে ছেড়ে দিল ৷ এদের মধ্যে ছিলেন সমীরা আবদুল রহমান ৷ মেয়ের হাত ধরে পাকিস্তানে নিজের বাড়ি গেলেন তিনি (India Repatriates Pakistani Prisoners) ৷

Pakistani Prisoner Sameera returns home
আতারি ওয়াঘা সীমান্ত
author img

By

Published : Mar 27, 2022, 1:41 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ : মেয়াদ ফুরিয়েছে, পাকিস্তানে বাড়ি ফিরলেন তিন কয়েদি ৷ শনিবার আতারি-ওয়াঘা সীমান্ত দিয়ে তিন জন পাকিস্তানি কয়েদিকে দেশে ফেরাল ভারত ৷ 26 মার্চ সমীরা আবদুল রহমান, মুরতজা আশগর আলি এবং আহমেদ রাজা পাকিস্তানে ফিরে গিয়েছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক (Three Pakistani prisoners return to Pakistan through Attari-Wagah border) ৷

সমীরাকে (Sameera Abdul Rehman) নিতে এসেছিল তাঁর 4 বছরের মেয়ে সানা ফতিমা ৷ ভারত তিন বন্দিকে মুক্তি দেওয়ায় পাকিস্তানও ভারতীয় বন্দি, মৎস্যজীবীদের দ্রুত ছেড়ে দেওয়া, ফিরিয়ে দেওয়ার মতো মানবিক বিষয়গুলি গুরুত্ব দিক বলে জানিয়েছে বিদেশমন্ত্রক ৷ একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, "সরকার এখনও অবধি পাকিস্তানের জেলে থাকা একজন ভারতীয় নাগরিক এবং 20 জন মৎস্যজীবীকে ফিরিয়ে আনতে পেরেছে ৷"

আরও পড়ুন : India Pakistan exchange list of nuclear installations : পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা আদানপ্রদান করল ভারত-পাকিস্তান

আতারি সীমান্তের এক আধিকারিক জানান, কেরালায় পালাক্কাড়ে পাকিস্তানি মহিলা সমীরা তাঁর স্বামী মহম্মদ শিহাবের দেখা পান ৷ কাতারে তাঁদের দু'জনের সাক্ষাৎ হয়েছিল ৷ শিহাব সমীরাকে 2016-র সেপ্টেম্বরে নেপাল সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসে ৷ কিন্তু সমীরার কাছে তখন ভিসা ছিল না ৷ 2017-র মে মাসে সমীরাকে গ্রেফতার করে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় ৷ তিনি বেঙ্গালুরু জেলে ছিলেন ৷ সমীরার স্বামী জামিনে মুক্তি পেয়ে গায়েব হয়ে গিয়েছেন ৷ তাঁর আর কোনও সন্ধান পাওয়া যায়নি ৷

পাকিস্তানে পা রাখার আগে সমীরা বললেন, "আমি খুব খুশি ৷ শেষমেশ পাকিস্তানে ফিরে যাচ্ছি মেয়েকে সঙ্গে নিয়ে ৷ আমার মেয়ে ভারতে জন্মগ্রহণ করেছে ৷ ভারতীয় কর্তৃপক্ষ জেলে থাকার সময় আমার এবং আমার মেয়ের ভালভাবেই দেখাশোনা করেছে ৷" তিনি ভারতীয় আধিকারিক, স্বরাষ্ট্র মন্ত্রককেও ধন্যবাদ জানিয়েছেন ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি স্বরাষ্ট্র মন্ত্রক, অন্য আধিকারিকদের কাছে কৃতজ্ঞ ৷ তাঁরা আমায় মেয়েকে নিয়ে পাকিস্তানে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছেন ৷"

নয়াদিল্লি, 27 মার্চ : মেয়াদ ফুরিয়েছে, পাকিস্তানে বাড়ি ফিরলেন তিন কয়েদি ৷ শনিবার আতারি-ওয়াঘা সীমান্ত দিয়ে তিন জন পাকিস্তানি কয়েদিকে দেশে ফেরাল ভারত ৷ 26 মার্চ সমীরা আবদুল রহমান, মুরতজা আশগর আলি এবং আহমেদ রাজা পাকিস্তানে ফিরে গিয়েছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক (Three Pakistani prisoners return to Pakistan through Attari-Wagah border) ৷

সমীরাকে (Sameera Abdul Rehman) নিতে এসেছিল তাঁর 4 বছরের মেয়ে সানা ফতিমা ৷ ভারত তিন বন্দিকে মুক্তি দেওয়ায় পাকিস্তানও ভারতীয় বন্দি, মৎস্যজীবীদের দ্রুত ছেড়ে দেওয়া, ফিরিয়ে দেওয়ার মতো মানবিক বিষয়গুলি গুরুত্ব দিক বলে জানিয়েছে বিদেশমন্ত্রক ৷ একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, "সরকার এখনও অবধি পাকিস্তানের জেলে থাকা একজন ভারতীয় নাগরিক এবং 20 জন মৎস্যজীবীকে ফিরিয়ে আনতে পেরেছে ৷"

আরও পড়ুন : India Pakistan exchange list of nuclear installations : পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা আদানপ্রদান করল ভারত-পাকিস্তান

আতারি সীমান্তের এক আধিকারিক জানান, কেরালায় পালাক্কাড়ে পাকিস্তানি মহিলা সমীরা তাঁর স্বামী মহম্মদ শিহাবের দেখা পান ৷ কাতারে তাঁদের দু'জনের সাক্ষাৎ হয়েছিল ৷ শিহাব সমীরাকে 2016-র সেপ্টেম্বরে নেপাল সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসে ৷ কিন্তু সমীরার কাছে তখন ভিসা ছিল না ৷ 2017-র মে মাসে সমীরাকে গ্রেফতার করে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় ৷ তিনি বেঙ্গালুরু জেলে ছিলেন ৷ সমীরার স্বামী জামিনে মুক্তি পেয়ে গায়েব হয়ে গিয়েছেন ৷ তাঁর আর কোনও সন্ধান পাওয়া যায়নি ৷

পাকিস্তানে পা রাখার আগে সমীরা বললেন, "আমি খুব খুশি ৷ শেষমেশ পাকিস্তানে ফিরে যাচ্ছি মেয়েকে সঙ্গে নিয়ে ৷ আমার মেয়ে ভারতে জন্মগ্রহণ করেছে ৷ ভারতীয় কর্তৃপক্ষ জেলে থাকার সময় আমার এবং আমার মেয়ের ভালভাবেই দেখাশোনা করেছে ৷" তিনি ভারতীয় আধিকারিক, স্বরাষ্ট্র মন্ত্রককেও ধন্যবাদ জানিয়েছেন ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি স্বরাষ্ট্র মন্ত্রক, অন্য আধিকারিকদের কাছে কৃতজ্ঞ ৷ তাঁরা আমায় মেয়েকে নিয়ে পাকিস্তানে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.