উজ্জয়িনী, 2 অক্টোবর: উৎসবের আবহেও অব্য়াহত সাম্প্রদায়িক বিবাদ ৷ রবিবার কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের (Bajrang Dal) তরফে দাবি করা হয়, ভিন্ন সম্প্রদায়ের তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে তারা ৷ সংগঠনের নেতাদের দাবি, ওই তিনজন তাঁদের ধর্মীয় পরিচয় গোপন করে একটি গরবার অনুষ্ঠানে ঢুকে পড়েছিলেন ৷ ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনী শহরে ৷
ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে ৷ শনিবার রাতে মাধবনগরের কালীদাস অ্যাকাডেমিতে গরবার আয়োজন করা হয়েছিল ৷ সেই মণ্ডপেই তিন যুবককে নিয়ে হঠাৎ হুলুস্হুল শুরু হয় ৷ জানা যায়, ওই তিন যুবক ভিন্ন সম্প্রদায়ের ৷ সেই পরিচয় গোপন করেই গরবার মণ্ডপে ঢুকেছিলেন তাঁরা ৷ শুধুমাত্র এই কারণেই তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় !
আরও পড়ুন: 60 বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে গরবায় অংশ নিলেন বিদেশমন্ত্রী
ওই একই ভিডিয়োয় দেখা যাচ্ছে, উন্মত্ত কিছু লোক এক যুবককে তাড়া করছে, তাঁকে হেনস্থা করছে ৷ আর বাকিরা সমানে চিৎকার করে যাচ্ছেন, "ওঁকে ছেড়ে দিন ৷ ওঁকে মারবেন না ৷" বজরং দলের জেলা আহ্বায়ক অঙ্কিত চৌবের দাবি, "গরবার মণ্ডপে কোথাও কোনও অশ্লীল গান বাজানো হচ্ছে কিনা, তা দেখার জন্যই মণ্ডপের ভিতর ঘুরছিলেন স্বেচ্ছাসেবকরা ৷ সেই সময়ে তিন যুবকের হদিশ পাওয়া যায় ৷ তাঁরা ভিন্ন সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও নিজেদের পরিচয় গোপন করেছিলেন ৷ এরপর জনতা ক্ষেপে গিয়ে তাঁদের মারধর করতে শুরু করেন ৷ আমাদের সংগঠনের সদস্যরাই তাঁদের উদ্ধার করে মাধবনগর থানার পুলিশের হাতে তুলে দেন ৷"
অঙ্কিতের দাবি, 'লাভ জিহাদ' ছড়াতেই এই ধরনের অনুষ্ঠানে ভিন্ন সম্প্রদায়ের যুবকরা ঢোকেন ৷ তবে, শনিবারের এই ঘটনায় কোনও পক্ষের তরফেই এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ পুলিশ সুপার বিনোদ কুমার একথা জানিয়েছেন ৷ তিনি বলেন, ওই তিন যুবককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন পুলিশকর্মীরা ৷ তারপর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷