ETV Bharat / bharat

Bajrang Dal: পরিচয় গোপন করে গরবার মণ্ডপে, তিন যুবককে পুলিশের হাতে তুলে দিল বজরং দল

ধর্মীয় পরিচয় গোপন করে গরবা মণ্ডপে ঢুকে পড়ায় ভিন্ন সম্প্রদায়ের তিন যুবককে পুলিশের হাতে তুলে দিল বজরং দল (Bajrang Dal) ৷ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনী শহরের ঘটনা ৷

Three non hindus youth handed over to police by Bajrang Dal in Madhya Pradesh for entering garba venue
Bajrang Dal: 'পরিচয় গোপন করে গরবার মণ্ডপে', তিন যুবককে পুলিশের হাতে তুলে দিল বজরং দল
author img

By

Published : Oct 2, 2022, 5:12 PM IST

উজ্জয়িনী, 2 অক্টোবর: উৎসবের আবহেও অব্য়াহত সাম্প্রদায়িক বিবাদ ৷ রবিবার কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের (Bajrang Dal) তরফে দাবি করা হয়, ভিন্ন সম্প্রদায়ের তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে তারা ৷ সংগঠনের নেতাদের দাবি, ওই তিনজন তাঁদের ধর্মীয় পরিচয় গোপন করে একটি গরবার অনুষ্ঠানে ঢুকে পড়েছিলেন ৷ ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনী শহরে ৷

ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে ৷ শনিবার রাতে মাধবনগরের কালীদাস অ্যাকাডেমিতে গরবার আয়োজন করা হয়েছিল ৷ সেই মণ্ডপেই তিন যুবককে নিয়ে হঠাৎ হুলুস্হুল শুরু হয় ৷ জানা যায়, ওই তিন যুবক ভিন্ন সম্প্রদায়ের ৷ সেই পরিচয় গোপন করেই গরবার মণ্ডপে ঢুকেছিলেন তাঁরা ৷ শুধুমাত্র এই কারণেই তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় !

আরও পড়ুন: 60 বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে গরবায় অংশ নিলেন বিদেশমন্ত্রী

ওই একই ভিডিয়োয় দেখা যাচ্ছে, উন্মত্ত কিছু লোক এক যুবককে তাড়া করছে, তাঁকে হেনস্থা করছে ৷ আর বাকিরা সমানে চিৎকার করে যাচ্ছেন, "ওঁকে ছেড়ে দিন ৷ ওঁকে মারবেন না ৷" বজরং দলের জেলা আহ্বায়ক অঙ্কিত চৌবের দাবি, "গরবার মণ্ডপে কোথাও কোনও অশ্লীল গান বাজানো হচ্ছে কিনা, তা দেখার জন্যই মণ্ডপের ভিতর ঘুরছিলেন স্বেচ্ছাসেবকরা ৷ সেই সময়ে তিন যুবকের হদিশ পাওয়া যায় ৷ তাঁরা ভিন্ন সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও নিজেদের পরিচয় গোপন করেছিলেন ৷ এরপর জনতা ক্ষেপে গিয়ে তাঁদের মারধর করতে শুরু করেন ৷ আমাদের সংগঠনের সদস্যরাই তাঁদের উদ্ধার করে মাধবনগর থানার পুলিশের হাতে তুলে দেন ৷"

অঙ্কিতের দাবি, 'লাভ জিহাদ' ছড়াতেই এই ধরনের অনুষ্ঠানে ভিন্ন সম্প্রদায়ের যুবকরা ঢোকেন ৷ তবে, শনিবারের এই ঘটনায় কোনও পক্ষের তরফেই এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ পুলিশ সুপার বিনোদ কুমার একথা জানিয়েছেন ৷ তিনি বলেন, ওই তিন যুবককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন পুলিশকর্মীরা ৷ তারপর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷

উজ্জয়িনী, 2 অক্টোবর: উৎসবের আবহেও অব্য়াহত সাম্প্রদায়িক বিবাদ ৷ রবিবার কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের (Bajrang Dal) তরফে দাবি করা হয়, ভিন্ন সম্প্রদায়ের তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে তারা ৷ সংগঠনের নেতাদের দাবি, ওই তিনজন তাঁদের ধর্মীয় পরিচয় গোপন করে একটি গরবার অনুষ্ঠানে ঢুকে পড়েছিলেন ৷ ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনী শহরে ৷

ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে ৷ শনিবার রাতে মাধবনগরের কালীদাস অ্যাকাডেমিতে গরবার আয়োজন করা হয়েছিল ৷ সেই মণ্ডপেই তিন যুবককে নিয়ে হঠাৎ হুলুস্হুল শুরু হয় ৷ জানা যায়, ওই তিন যুবক ভিন্ন সম্প্রদায়ের ৷ সেই পরিচয় গোপন করেই গরবার মণ্ডপে ঢুকেছিলেন তাঁরা ৷ শুধুমাত্র এই কারণেই তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় !

আরও পড়ুন: 60 বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে গরবায় অংশ নিলেন বিদেশমন্ত্রী

ওই একই ভিডিয়োয় দেখা যাচ্ছে, উন্মত্ত কিছু লোক এক যুবককে তাড়া করছে, তাঁকে হেনস্থা করছে ৷ আর বাকিরা সমানে চিৎকার করে যাচ্ছেন, "ওঁকে ছেড়ে দিন ৷ ওঁকে মারবেন না ৷" বজরং দলের জেলা আহ্বায়ক অঙ্কিত চৌবের দাবি, "গরবার মণ্ডপে কোথাও কোনও অশ্লীল গান বাজানো হচ্ছে কিনা, তা দেখার জন্যই মণ্ডপের ভিতর ঘুরছিলেন স্বেচ্ছাসেবকরা ৷ সেই সময়ে তিন যুবকের হদিশ পাওয়া যায় ৷ তাঁরা ভিন্ন সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও নিজেদের পরিচয় গোপন করেছিলেন ৷ এরপর জনতা ক্ষেপে গিয়ে তাঁদের মারধর করতে শুরু করেন ৷ আমাদের সংগঠনের সদস্যরাই তাঁদের উদ্ধার করে মাধবনগর থানার পুলিশের হাতে তুলে দেন ৷"

অঙ্কিতের দাবি, 'লাভ জিহাদ' ছড়াতেই এই ধরনের অনুষ্ঠানে ভিন্ন সম্প্রদায়ের যুবকরা ঢোকেন ৷ তবে, শনিবারের এই ঘটনায় কোনও পক্ষের তরফেই এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ পুলিশ সুপার বিনোদ কুমার একথা জানিয়েছেন ৷ তিনি বলেন, ওই তিন যুবককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন পুলিশকর্মীরা ৷ তারপর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.