ETV Bharat / bharat

ছত্তিশগড়ের নারায়ণপুর থেকে গ্রেপ্তার 3 মাওবাদী - bomb blast in Akabeda Nednar check post

ফেব্রুয়ারি মাসে ছত্তিশগড়ের আকাবেদা নেদার চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ তাতে জড়িত সন্দেহে তিনজন মাওবাদীকে খুঁজছিল পুলিশ ৷ সোমবার তাদের গ্রেপ্তার করল ডিআরজি-র দল ৷

গ্রেপ্তার তিন নকশাল
গ্রেপ্তার তিন নকশাল
author img

By

Published : May 26, 2021, 2:30 PM IST

নারায়ণপুর, 26 মে : তিনজন মাওবাদীকে গ্রেপ্তার করল ছত্তিশগড়ের পুলিশবাহিনী ৷

24 ফেব্রুয়ারি ছত্তিশগড়ের নরায়ারণপুর জেলার আকাবেদা নেদার চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল লাখুরাম কোররাম, মাসু উসেন্দি, রাম উসেন্দিকে ৷ শেষে সোমবার নেদার, মুচনার, কালমানার গ্রাম থেকে তিনজনই পুলিশের জালে ধরা পড়ে ৷ কাঁকড়াঝোড় আর নারায়ণপুরের জেলার পুলিশ নিয়ে গঠিত ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ (ডিআরজি)-র একটি দল তল্লাশি চালিয়ে তাদের খুঁজে বার করে ৷

আরও পড়ুন : প্রত্যেক মন্ত্রী পৌঁছবে 2টি করে গ্রামে, সপ্তম বার্ষিকীতে কোভিড ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট বিজেপি

এক মাসের মধ্যে নারায়ণপুরের বিভিন্ন অঞ্চল থেকে 36-রও বেশি জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

নারায়ণপুর, 26 মে : তিনজন মাওবাদীকে গ্রেপ্তার করল ছত্তিশগড়ের পুলিশবাহিনী ৷

24 ফেব্রুয়ারি ছত্তিশগড়ের নরায়ারণপুর জেলার আকাবেদা নেদার চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল লাখুরাম কোররাম, মাসু উসেন্দি, রাম উসেন্দিকে ৷ শেষে সোমবার নেদার, মুচনার, কালমানার গ্রাম থেকে তিনজনই পুলিশের জালে ধরা পড়ে ৷ কাঁকড়াঝোড় আর নারায়ণপুরের জেলার পুলিশ নিয়ে গঠিত ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ (ডিআরজি)-র একটি দল তল্লাশি চালিয়ে তাদের খুঁজে বার করে ৷

আরও পড়ুন : প্রত্যেক মন্ত্রী পৌঁছবে 2টি করে গ্রামে, সপ্তম বার্ষিকীতে কোভিড ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট বিজেপি

এক মাসের মধ্যে নারায়ণপুরের বিভিন্ন অঞ্চল থেকে 36-রও বেশি জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.