ETV Bharat / bharat

Budgam Encounter : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে নিকেশ 3 জঙ্গি - নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে নিকেশ 3 জঙ্গি

জম্মু-কাশ্মীরের বদগামে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষে মৃত্যু হল 3 জঙ্গির (Three Militants Killed in Budgam Encounter in Kashmir)

Kashmir Budgam Encounter
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে নিকেশ 3 জঙ্গি
author img

By

Published : Jan 7, 2022, 10:04 AM IST

শ্রীনগর, 7 জানুয়ারি : জম্মু-কাশ্মীরের বদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 3 জঙ্গি (Three Militants Killed in Budgam Encounter in Kashmir) ৷ বদগামের জালুসা গ্রামে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ ৷ কাশ্মীর পুলিশের আইজি জানিয়েছেন, তিন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে ছিল, তাদের প্রত্যককেই খতম করেছে নিরাপত্তা বাহিনী ৷ মৃতদের মধ্যে এক জঙ্গির নাম ওয়াসিম বলে জানা গিয়েছে ৷ সে শ্রীনগরের বাসিন্দা ছিল ৷ ঘটনাস্থল থেকে 3টি AK-56 রাইফেল উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন : পুলওয়ামায় নিকেশ 3 জইশ-ই-মহম্মদ জঙ্গি

স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জঙ্গিদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ, সেনা ও সিআরপিএফ বাহিনীর যৌথ দল ৷ জঙ্গিদের কাছাকাছি পৌঁছতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় বাহিনী ৷ শুরু হয় দু'পক্ষের গুলি বিনিময় ৷ প্রথমে মৃত্যু হয় এক জঙ্গির ৷ শুক্রবার সকালে আরও দুই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী ৷

নতুন বছরে ইতিমধ্য়েই কমপক্ষে 12টি জঙ্গি-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে কাশ্মীরে ৷ 10 জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে গত 7 দিনে ৷

শ্রীনগর, 7 জানুয়ারি : জম্মু-কাশ্মীরের বদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 3 জঙ্গি (Three Militants Killed in Budgam Encounter in Kashmir) ৷ বদগামের জালুসা গ্রামে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ ৷ কাশ্মীর পুলিশের আইজি জানিয়েছেন, তিন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে ছিল, তাদের প্রত্যককেই খতম করেছে নিরাপত্তা বাহিনী ৷ মৃতদের মধ্যে এক জঙ্গির নাম ওয়াসিম বলে জানা গিয়েছে ৷ সে শ্রীনগরের বাসিন্দা ছিল ৷ ঘটনাস্থল থেকে 3টি AK-56 রাইফেল উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন : পুলওয়ামায় নিকেশ 3 জইশ-ই-মহম্মদ জঙ্গি

স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জঙ্গিদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ, সেনা ও সিআরপিএফ বাহিনীর যৌথ দল ৷ জঙ্গিদের কাছাকাছি পৌঁছতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় বাহিনী ৷ শুরু হয় দু'পক্ষের গুলি বিনিময় ৷ প্রথমে মৃত্যু হয় এক জঙ্গির ৷ শুক্রবার সকালে আরও দুই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী ৷

নতুন বছরে ইতিমধ্য়েই কমপক্ষে 12টি জঙ্গি-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে কাশ্মীরে ৷ 10 জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে গত 7 দিনে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.