ETV Bharat / bharat

Security Breach during PM Rally: মোদির সভায় নিরাপত্তায় ফাঁক, ড্রোন উড়িয়ে শ্রীঘরে তিন যুবক - ড্রোন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা চলাকালীন নিরাপত্তায় বড়সড় গলদ (Security Breach during PM Rally) ধরা পড়ল ৷ সংরক্ষিত আকাশসীমায় (No Drone Flying Zone) বিনা অনুমতিতে ড্রোন (Drone) উড়িয়ে শ্রীঘরে যেতে হল তিন যুবককে (Three Men Arrested) ৷ গুজরাতের (Gujarat) বাভলা (Bavla) এলাকার ঘটনা ৷

Three Men Arrested for Security Breach during PM Rally in Bavla of Gujarat
Security Breach during PM Rally: মোদির সভায় ড্রোন, কাজের বরাত পেয়ে শ্রীঘরে তিন যুবক
author img

By

Published : Nov 25, 2022, 2:30 PM IST

বাভলা (গুজরাত), 25 নভেম্বর: আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election 2022) উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা চলাকালীন নিরাপত্তায় বড়সড় ফাঁক (Security Breach during PM Rally) সামনে এল ! সংরক্ষিত আকাশসীমায় (No Drone Flying Zone) ড্রোন (Drone) ওড়ানোর অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গুজরাতের (Gujarat) বাভলা (Bavla) এলাকার একটি নির্বাচনী জনসভায় (Election Campaign) ৷ এমন কাণ্ড ঘটানোর জন্য ইতিমধ্যেই তিন যুবককে গ্রেফতার (Three Men Arrested) করেছে পুলিশ ৷

  • Gujarat | Police arrests, registers case against 3 people-Nikul Rameshbhai Parmar, Rakesh Kalubhai Bharvad & Rajeshkumar Mangilal Prajapati- for recording video using a drone & violating 'no drone fly zone' during the visit of PM Modi at Bavla today: Ahmedabad Police pic.twitter.com/B5tRz49dh0

    — ANI (@ANI) November 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মোদির সভা চলাকালীনই আকাশে ড্রোনটি উড়তে দেখেন সভাস্থলে ও তার আশপাশে মোতায়েন থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নামিয়ে আনা হয় ৷ বম্ব স্কোয়াডের সদস্যরা পরে ওই ড্রোনটিকে পরীক্ষা করে দেখেন ৷ তবে, তাতে কোনও বিস্ফোরক ছিল না ৷ বদলে ছিল দূর নিয়ন্ত্রিত ভিডিয়ো ক্যামেরা ৷ যার মাধ্যমে অনুমতি ছাড়াই মোদির সভা রেকর্ড করা হচ্ছিল ৷ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 128 নম্বর ধারায় মামলা রুজু করা হয় ৷ ধৃত তিন যুবক হলেন যথাক্রমে নিকুল রমেশভাই পরমার, রাকেশ কালুভাই ভারবদ এবং রাজেশকুমার মঙ্গিলাল প্রজাপতি ৷ এই তিনজনই বিনা অনুমতিতে প্রধানমন্ত্রীর সভা রেকর্ড করছিলেন বলে দাবি করেছে পুলিশ ৷

আরও পড়ুন: আমার কোনও 'অওকাত'ই নেই ! কংগ্রেসকে কড়া জবাব মোদির

ঘটনার তদন্তে নেমে অবশ্য চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের ৷ ধৃতদের জেরা করে তারা জানতে পারে, ওই দুই যুবককে মোদির সভা ক্য়ামেরাবন্দি করার বরাত দেওয়া হয়েছিল ! এবং সেই বরাত দিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতারাই ! ধৃতরা তিনজনই ভিডিয়োগ্রাফির ব্যবসা করেন ৷ পেশার তাগিদেই মোদির সভা চলাকালীন 'নো ড্রোন ফ্লাইং জোন'-এ ড্রোন ওড়ান তাঁরা ৷ কিন্তু, এর জন্য পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের অনুমোদন থাকা যে বাঞ্ছনীয়, তা মনে হয়নি তাঁদের ৷ ধৃতদের ধারণা ছিল, যেহেতু স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছ থেকেই তাঁরা এই কাজের বরাত পেয়েছেন, তাই কোনও সমস্য়া হবে না ৷ কিন্তু, এর জেরেই তাঁদের গ্রেফতার হতে হয় ৷ পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হয়েছে, ধৃতরা যে দাবি করেছেন, তা সত্যি ৷ এবং এর আগে তাঁরা কখনও কোনও অপরাধের সঙ্গে যুক্তও থাকেননি বলে জানা গিয়েছে ৷

বাভলা (গুজরাত), 25 নভেম্বর: আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election 2022) উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা চলাকালীন নিরাপত্তায় বড়সড় ফাঁক (Security Breach during PM Rally) সামনে এল ! সংরক্ষিত আকাশসীমায় (No Drone Flying Zone) ড্রোন (Drone) ওড়ানোর অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গুজরাতের (Gujarat) বাভলা (Bavla) এলাকার একটি নির্বাচনী জনসভায় (Election Campaign) ৷ এমন কাণ্ড ঘটানোর জন্য ইতিমধ্যেই তিন যুবককে গ্রেফতার (Three Men Arrested) করেছে পুলিশ ৷

  • Gujarat | Police arrests, registers case against 3 people-Nikul Rameshbhai Parmar, Rakesh Kalubhai Bharvad & Rajeshkumar Mangilal Prajapati- for recording video using a drone & violating 'no drone fly zone' during the visit of PM Modi at Bavla today: Ahmedabad Police pic.twitter.com/B5tRz49dh0

    — ANI (@ANI) November 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মোদির সভা চলাকালীনই আকাশে ড্রোনটি উড়তে দেখেন সভাস্থলে ও তার আশপাশে মোতায়েন থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নামিয়ে আনা হয় ৷ বম্ব স্কোয়াডের সদস্যরা পরে ওই ড্রোনটিকে পরীক্ষা করে দেখেন ৷ তবে, তাতে কোনও বিস্ফোরক ছিল না ৷ বদলে ছিল দূর নিয়ন্ত্রিত ভিডিয়ো ক্যামেরা ৷ যার মাধ্যমে অনুমতি ছাড়াই মোদির সভা রেকর্ড করা হচ্ছিল ৷ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 128 নম্বর ধারায় মামলা রুজু করা হয় ৷ ধৃত তিন যুবক হলেন যথাক্রমে নিকুল রমেশভাই পরমার, রাকেশ কালুভাই ভারবদ এবং রাজেশকুমার মঙ্গিলাল প্রজাপতি ৷ এই তিনজনই বিনা অনুমতিতে প্রধানমন্ত্রীর সভা রেকর্ড করছিলেন বলে দাবি করেছে পুলিশ ৷

আরও পড়ুন: আমার কোনও 'অওকাত'ই নেই ! কংগ্রেসকে কড়া জবাব মোদির

ঘটনার তদন্তে নেমে অবশ্য চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের ৷ ধৃতদের জেরা করে তারা জানতে পারে, ওই দুই যুবককে মোদির সভা ক্য়ামেরাবন্দি করার বরাত দেওয়া হয়েছিল ! এবং সেই বরাত দিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতারাই ! ধৃতরা তিনজনই ভিডিয়োগ্রাফির ব্যবসা করেন ৷ পেশার তাগিদেই মোদির সভা চলাকালীন 'নো ড্রোন ফ্লাইং জোন'-এ ড্রোন ওড়ান তাঁরা ৷ কিন্তু, এর জন্য পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের অনুমোদন থাকা যে বাঞ্ছনীয়, তা মনে হয়নি তাঁদের ৷ ধৃতদের ধারণা ছিল, যেহেতু স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছ থেকেই তাঁরা এই কাজের বরাত পেয়েছেন, তাই কোনও সমস্য়া হবে না ৷ কিন্তু, এর জেরেই তাঁদের গ্রেফতার হতে হয় ৷ পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হয়েছে, ধৃতরা যে দাবি করেছেন, তা সত্যি ৷ এবং এর আগে তাঁরা কখনও কোনও অপরাধের সঙ্গে যুক্তও থাকেননি বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.