পালি(রাজস্থান), 21 ডিসেম্বর: একই পরিবারে আত্মঘাতী তিন সদস্য ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের পালি জেলার রোহাট থানার সাঁঝি গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামের ভল্লারাম মেঘওয়ালের একমাত্র ছেলে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন । বুধবার বিকেলে ভল্লারাম ছেলেকে নিয়ে রোহাট হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। মাঝপথে তিন বছরের ছেলে ভীমরাও মারা যায় ৷ পরিবারের সকল সদস্যের মাথায় আকাশ ভেঙে পড়ে । এরপর গ্রামে ফেরার পথে রাস্তাতেই আত্মহত্যা করে পরিবারের তিন সদস্য বলে জানা গিয়েছে (Three people died by suicide of a family) ।
ভল্লারাম, তাঁর স্ত্রী মীরা ও তাঁদের পাঁচ বছরের মেয়ে নিকিতাকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেন । ঘটনার খবর পেয়ে রোহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় সিং পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ৷ দেহগুলি রোহাট হাসপাতালের মর্গে রাখা হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান তাঁরা আত্মহত্যা করেছেন ৷ তবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ স্পষ্ট করে কিছু বলেনি ।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়
ফিলহালা থানার পুলিশ বিষয়টির তদন্ত করছে । একই পরিবারের চারজনের মৃত্যুতে রোহাত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । মৃত ভল্লারাম মেঘওয়ালের বাড়িতে পাঁচ সদস্যের আরও একজন তাঁর আট বছরের মেয়ে রয়েছে ৷ সে এই ঘটনার সময় স্কুলে ছিল বলে জানা গিয়েছে।