ETV Bharat / bharat

Balasore Accident: বালসোরে পথ দুর্ঘটনায় মৃত বাংলার 3, আহত আরও 8 - বালসোর দুর্ঘটনা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ৷ আহত হয়েছেন আট জন ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরে (Balasore Accident) ৷

Balasore Accident
বালসোরে দুর্ঘটনায় মৃত 3
author img

By

Published : Nov 7, 2022, 12:13 PM IST

Updated : Nov 7, 2022, 12:43 PM IST

বালাসোর, 7 নভেম্বর: ওড়িশার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার তিনজনের ৷ আহত হয়েছেন আট জন ৷ ঘটনাটি ঘটেছে বালাসোরের জামুজহাদি চকের কাছে (Balasore Accident) ৷ যাত্রীরা একটি এসইউভি গাড়ি করে এ রাজ্য থেকে পুরীর দিকে যাচ্ছিল ৷ সেখানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ৷ আহতদের চিকিৎসা চলছে ৷

জানা গিয়েছে, সোমবার সকালে ওড়িশার বালাসোর জেলার সিমুলিয়ার জামুঝাদি চকের কাছে একটি ট্রাক ও এসইউভি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ৷ দুর্ঘটনায় কমপক্ষে তিনজন মারা যান ৷ মৃতদের মধ্যে দু'জনের নাম পার্বতী রাও ও শঙ্কর রাও ৷ বাকিদের নাম জানা চেষ্টা চলছে ৷

বালসোরে দুর্ঘটনায় মৃত 3

আরও পড়ুন: রণক্ষেত্র বালুরঘাট! শিশুকে ঘুড়ি কিনে দেবে বলে ডেকে নিয়ে গিয়ে 'খুন' প্রতিবেশীর

আরও জানা গিয়েছে, এসইউভি গাড়িটি পশ্চিমবঙ্গ থেকে পুরীতে মন্দির দর্শনের জন্য যাচ্ছিল । চালক নিয়ন্ত্রণ হারালে সামনে থেকে একটি তেলের ট্যাঙ্কার সামনের এসইউভি গাড়িটিকে ধাক্কা দেয় । এরপর ট্রাকটি আরেকটি গাড়িকেও ধাক্কা দেয় । ফলস্বরূপ এসইউভিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান ৷ তাঁদের চিকিৎসার জন্য সোরো হাসপাতালে ভর্তি করা হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

বালাসোর, 7 নভেম্বর: ওড়িশার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার তিনজনের ৷ আহত হয়েছেন আট জন ৷ ঘটনাটি ঘটেছে বালাসোরের জামুজহাদি চকের কাছে (Balasore Accident) ৷ যাত্রীরা একটি এসইউভি গাড়ি করে এ রাজ্য থেকে পুরীর দিকে যাচ্ছিল ৷ সেখানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ৷ আহতদের চিকিৎসা চলছে ৷

জানা গিয়েছে, সোমবার সকালে ওড়িশার বালাসোর জেলার সিমুলিয়ার জামুঝাদি চকের কাছে একটি ট্রাক ও এসইউভি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ৷ দুর্ঘটনায় কমপক্ষে তিনজন মারা যান ৷ মৃতদের মধ্যে দু'জনের নাম পার্বতী রাও ও শঙ্কর রাও ৷ বাকিদের নাম জানা চেষ্টা চলছে ৷

বালসোরে দুর্ঘটনায় মৃত 3

আরও পড়ুন: রণক্ষেত্র বালুরঘাট! শিশুকে ঘুড়ি কিনে দেবে বলে ডেকে নিয়ে গিয়ে 'খুন' প্রতিবেশীর

আরও জানা গিয়েছে, এসইউভি গাড়িটি পশ্চিমবঙ্গ থেকে পুরীতে মন্দির দর্শনের জন্য যাচ্ছিল । চালক নিয়ন্ত্রণ হারালে সামনে থেকে একটি তেলের ট্যাঙ্কার সামনের এসইউভি গাড়িটিকে ধাক্কা দেয় । এরপর ট্রাকটি আরেকটি গাড়িকেও ধাক্কা দেয় । ফলস্বরূপ এসইউভিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান ৷ তাঁদের চিকিৎসার জন্য সোরো হাসপাতালে ভর্তি করা হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Nov 7, 2022, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.