ETV Bharat / bharat

Rape Case: নাবালিকাদের ঘুরতে নিয়ে যাওয়ার অজুহাতে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তিন যুবক - ধর্ষণের অভিযোগ

নাবালিকাদের গাড়িতে করে ঘুরতে নিয়ে যাওয়ার অছিলায় ধর্ষণের অভিযোগ ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিন যুবককে ৷

Rape case
ধর্ষণের অভিযোগ
author img

By

Published : Jun 27, 2023, 9:00 PM IST

গুমলা(ঝাড়খণ্ড), 27 জুন: তিন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে গুমলা জেলার বাসিয়া থানা এলাকায় ৷ জানা গিয়েছে, ফেসবুকে বন্ধুত্ব হয় তাদের ৷ এরপর তিন যুবক ওই তিন জন নাবালিকাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাবে বলে ডাকে ৷ সেই অজুহাতে ডেকে নিয়ে গাড়িতে করে জঙ্গলে গিয়ে তাদের ধর্ষণ করে বলে অভিযোগ । এই ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

বাসিয়ার এসডিপিও বিকাশ আনন্দ লাগুরি জানান, 26 জুন অর্থাৎ সোমবার রাতে ওখানকার গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানে যোগ দেয় ওই তিন জন নাবালিকা । তিন জন মেয়ের সঙ্গে আগে থেকেই ওই তিন ছেলের বন্ধুত্ব ছিল । ছেলগুলি ওই তিন কিশোরীকে একটি সাদা রঙের বোলেরো গাড়িতে বসিয়ে বাসিয়া থানা এলাকার ঘুনসেরা জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ।

বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয় ৷ পুলিশ তৎক্ষণাৎ ঘুনসেরা জঙ্গলে পৌঁছে ওই তিন কিশোরীকে উদ্ধার করে । পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর তার চিকিৎসা করাতে হাসপাতালে ভরতি করে । বিষয়টির গুরুত্ব বুঝে পুলিশ আধিকারিকরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান । এরপরেই তিনটি ছেলেকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে লিফটে নাবালিকাকে যৌন হেনস্তা, অভিযুক্ত ডেলিভারি বয়

গ্রেফতার হওয়া যুবকদের মধ্যে রয়েছে 22 বছর বয়সি মুন্না গোপ, 25 বছর বয়সি অমিত বারলাইভ এবং 29 বছর বয়সি অনিল ইন্দওয়ার । যুবকদের পাকড়াও করতে অভিযানে নামে বাসিয়া থানার ছোটু ওরাওঁ, পুয়ানি ঘনশ্যাম কুমার রবি, কনস্টেবল বিনিতা কুমারী ও রিজার্ভ ফোর্সের সদস্যরা । বর্তমানে পুলিশ তিন অভিযুক্তকেই গুমলা জেলে পাঠিয়েছে ।

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে লিফটে 10 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ডেলিবারি বয়ের বিরুদ্ধে ৷ মেয়েটি সেই সময় লিফটে করে টিউশন পড়তে শিক্ষকের বাড়ি যাচ্ছিল বলে জানা গিয়েছে ৷

গুমলা(ঝাড়খণ্ড), 27 জুন: তিন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে গুমলা জেলার বাসিয়া থানা এলাকায় ৷ জানা গিয়েছে, ফেসবুকে বন্ধুত্ব হয় তাদের ৷ এরপর তিন যুবক ওই তিন জন নাবালিকাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাবে বলে ডাকে ৷ সেই অজুহাতে ডেকে নিয়ে গাড়িতে করে জঙ্গলে গিয়ে তাদের ধর্ষণ করে বলে অভিযোগ । এই ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

বাসিয়ার এসডিপিও বিকাশ আনন্দ লাগুরি জানান, 26 জুন অর্থাৎ সোমবার রাতে ওখানকার গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানে যোগ দেয় ওই তিন জন নাবালিকা । তিন জন মেয়ের সঙ্গে আগে থেকেই ওই তিন ছেলের বন্ধুত্ব ছিল । ছেলগুলি ওই তিন কিশোরীকে একটি সাদা রঙের বোলেরো গাড়িতে বসিয়ে বাসিয়া থানা এলাকার ঘুনসেরা জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ।

বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয় ৷ পুলিশ তৎক্ষণাৎ ঘুনসেরা জঙ্গলে পৌঁছে ওই তিন কিশোরীকে উদ্ধার করে । পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর তার চিকিৎসা করাতে হাসপাতালে ভরতি করে । বিষয়টির গুরুত্ব বুঝে পুলিশ আধিকারিকরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান । এরপরেই তিনটি ছেলেকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে লিফটে নাবালিকাকে যৌন হেনস্তা, অভিযুক্ত ডেলিভারি বয়

গ্রেফতার হওয়া যুবকদের মধ্যে রয়েছে 22 বছর বয়সি মুন্না গোপ, 25 বছর বয়সি অমিত বারলাইভ এবং 29 বছর বয়সি অনিল ইন্দওয়ার । যুবকদের পাকড়াও করতে অভিযানে নামে বাসিয়া থানার ছোটু ওরাওঁ, পুয়ানি ঘনশ্যাম কুমার রবি, কনস্টেবল বিনিতা কুমারী ও রিজার্ভ ফোর্সের সদস্যরা । বর্তমানে পুলিশ তিন অভিযুক্তকেই গুমলা জেলে পাঠিয়েছে ।

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে লিফটে 10 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ডেলিবারি বয়ের বিরুদ্ধে ৷ মেয়েটি সেই সময় লিফটে করে টিউশন পড়তে শিক্ষকের বাড়ি যাচ্ছিল বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.