ETV Bharat / bharat

Udaipur Child Murder: বালিকাকে খুন করে সহবাস ! উদয়পুরের ঘটনায় গ্রেফতার প্রতিবেশী যুবক-সহ 3 - উদয়পুরের খবর

আট বছরের বালিকাকে খুন করে মৃতদেহের সঙ্গে সহবাস ! প্রতিবেশী যুবকের বিকৃত মানসিকতার শিকার একরত্তি ৷ উদয়পুরের ঘটনায় গ্রেফতার তিন ৷

three arrested in Udaipur Child Murder case
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 4, 2023, 7:39 PM IST

উদয়পুর, 4 এপ্রিল: বিকৃত যৌন চাহিদা তৃপ্ত করতেই আট বছরের বালিকাকে খুন করেছিলেন তার প্রতিবেশী ! পুলিশের কাছে জেরায় অভিযুক্ত জানিয়েছেন, প্রথমে তিনি মেয়েটিকে খুন করেন ৷ তারপর তার মৃতদেহের সঙ্গে সহবাস করেন ! রাজস্থানের উদয়পুরের ঘটনা চমকে দিয়েছে দুঁদে পুলিশ আধিকারিকদেরও ৷ তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছেন, অভিযুক্ত যুবকের এক বিশেষ ধরনের ভিডিয়ো গেমের প্রতি আসক্তি রয়েছে ৷ তিনি জানিয়েছেন, যে মেয়েটিকে তিনি খুন করেছেন, তাকে অপহরণ করার আগে পর্যন্ত তিনি ওই ভিডিয়ো গেমটিই খেলছিলেন ! এমনকী, ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ যখন তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল, তখনও অভিযুক্ত সেই ভিডিয়ো গেমেই মশগুল ছিলেন ! এসব দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত যুবক মানসিকভাবে মোটেও সুস্থ নন ৷

উল্লেখ্য, গত শনিবার বালিকাকে খুনের ঘটনাটি ঘটে ৷ সেই ঘটনার তদন্তে নেমে প্রতিবেশী এই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ যুবকের দাবি, এই ঘটনায় তাঁর অভিভাবকরাও যুক্ত রয়েছেন ! পুলিশের জেরায় অভিযুক্ত জানিয়েছেন, ঘটনার সময় বালিকা বাড়িতে একা ছিল ৷ সেই সময়েই মেয়েটিকে ভুলিয়ে বাইরে বের করে আনেন তিনি ৷ তারপর তাকে খুন করে নিজের বিকৃত যৌন কামনা পূর্ণ করেন ! ঘটনাটি ঘটে অভিযুক্তের বাড়িতে ৷ সেই সময় যুবকের বাবা-মা বাড়িতে ছিলেন না ৷ কিন্তু, ফিরে এসে বাড়ির ভিতর বালিকার দেহ দেখতে পান তাঁরা ৷ পুলিশে খবর দেওয়ার বদলে তাঁরা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার বন্দোবস্ত করেন ৷

ছেলেকে বাঁচাতে পৈশাচিক সিদ্ধান্ত নেন ওই দম্পতি ৷ তিনজনে মিলে বালিকার দেহ টুকরো টুকরো করেন ৷ তারপর তা ফেলে আসেন কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে ৷ এই ঘটনা জানার পর যুবকের বাবা-মাকেও গ্রেফতার করে পুলিশ ৷ তাঁদেরও হেফাজতে নিয়ে জেরা করা হয় ৷ উদয়পুরের পুলিশ সুপার বিকাশ শর্মা জানিয়েছেন, আপাতত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা ৷ সেই রিপোর্ট হাতে এলে আরও অনেক তথ্য পাওয়া যাবে ৷

আরও পড়ুন: উদয়পুরে শ্রদ্ধা-কাণ্ডের ছায়া ! নাবালিকাকে খুন করে 10 টুকরো করল যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় প্রথমে কোনও সূত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ কিন্তু, স্পিফার ডগের সাহায্য নিতেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায় ৷ বালিকার বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে তার খণ্ড খণ্ড দেহ উদ্ধার করা হয় ! পরবর্তীতে, প্রতিবেশী যুবক ও তাঁর বাবা-মাকে গ্রেফতার করা হয় ৷

উদয়পুর, 4 এপ্রিল: বিকৃত যৌন চাহিদা তৃপ্ত করতেই আট বছরের বালিকাকে খুন করেছিলেন তার প্রতিবেশী ! পুলিশের কাছে জেরায় অভিযুক্ত জানিয়েছেন, প্রথমে তিনি মেয়েটিকে খুন করেন ৷ তারপর তার মৃতদেহের সঙ্গে সহবাস করেন ! রাজস্থানের উদয়পুরের ঘটনা চমকে দিয়েছে দুঁদে পুলিশ আধিকারিকদেরও ৷ তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছেন, অভিযুক্ত যুবকের এক বিশেষ ধরনের ভিডিয়ো গেমের প্রতি আসক্তি রয়েছে ৷ তিনি জানিয়েছেন, যে মেয়েটিকে তিনি খুন করেছেন, তাকে অপহরণ করার আগে পর্যন্ত তিনি ওই ভিডিয়ো গেমটিই খেলছিলেন ! এমনকী, ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ যখন তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল, তখনও অভিযুক্ত সেই ভিডিয়ো গেমেই মশগুল ছিলেন ! এসব দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত যুবক মানসিকভাবে মোটেও সুস্থ নন ৷

উল্লেখ্য, গত শনিবার বালিকাকে খুনের ঘটনাটি ঘটে ৷ সেই ঘটনার তদন্তে নেমে প্রতিবেশী এই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ যুবকের দাবি, এই ঘটনায় তাঁর অভিভাবকরাও যুক্ত রয়েছেন ! পুলিশের জেরায় অভিযুক্ত জানিয়েছেন, ঘটনার সময় বালিকা বাড়িতে একা ছিল ৷ সেই সময়েই মেয়েটিকে ভুলিয়ে বাইরে বের করে আনেন তিনি ৷ তারপর তাকে খুন করে নিজের বিকৃত যৌন কামনা পূর্ণ করেন ! ঘটনাটি ঘটে অভিযুক্তের বাড়িতে ৷ সেই সময় যুবকের বাবা-মা বাড়িতে ছিলেন না ৷ কিন্তু, ফিরে এসে বাড়ির ভিতর বালিকার দেহ দেখতে পান তাঁরা ৷ পুলিশে খবর দেওয়ার বদলে তাঁরা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার বন্দোবস্ত করেন ৷

ছেলেকে বাঁচাতে পৈশাচিক সিদ্ধান্ত নেন ওই দম্পতি ৷ তিনজনে মিলে বালিকার দেহ টুকরো টুকরো করেন ৷ তারপর তা ফেলে আসেন কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে ৷ এই ঘটনা জানার পর যুবকের বাবা-মাকেও গ্রেফতার করে পুলিশ ৷ তাঁদেরও হেফাজতে নিয়ে জেরা করা হয় ৷ উদয়পুরের পুলিশ সুপার বিকাশ শর্মা জানিয়েছেন, আপাতত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা ৷ সেই রিপোর্ট হাতে এলে আরও অনেক তথ্য পাওয়া যাবে ৷

আরও পড়ুন: উদয়পুরে শ্রদ্ধা-কাণ্ডের ছায়া ! নাবালিকাকে খুন করে 10 টুকরো করল যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় প্রথমে কোনও সূত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ কিন্তু, স্পিফার ডগের সাহায্য নিতেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায় ৷ বালিকার বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে তার খণ্ড খণ্ড দেহ উদ্ধার করা হয় ! পরবর্তীতে, প্রতিবেশী যুবক ও তাঁর বাবা-মাকে গ্রেফতার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.