ETV Bharat / bharat

Kothari Share Scam: 54 কোটি টাকার শেয়ার কারচুপি, কলকাতার ব্যবসায়ীর অভিযোগে দূর্গ থেকে ধৃত 3 - সুরেশ কোযারি

প্রায় 54 কোটি টাকার শেয়ার দুর্নীতি মামলায় সুরেশ কোঠারি ও তাঁর ছেলে সিদ্ধার্থ কোঠারিকে গ্রেফতার করল সিবিআই ৷ কলকাতার প্রকাশ জয়সওয়াল তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 12, 2023, 10:38 PM IST

দূর্গ (ছত্তিশগড়), 12 মে: একটি শেয়ার স্ক্যাম মামলায় কলকাতার ব্যবসায়ী প্রকাশ জয়সওয়ালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ছত্তিশগড়ের দূর্গ থেকে আয়কর আইনজীবী সুরেশ কোঠারি ও তাঁর ছেলে সিদ্ধার্থ কোঠারিকে গ্রেফতার করল সিবিআই ৷ গ্রেফতার করা হয়েছে সুরেশ কোঠারির সিএ শ্রীপাল কোঠারিকে ৷ উল্লেখ্য, প্রকাশ জয়সওয়াল হাইকোর্টে অভিযোগ করেছিলেন তাঁর 54 কোটি টাকার শেয়ার কোঠারিরা দুর্নীতি করে নিয়ে নিয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতি আদালত সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় ৷

আদালতের নির্দেশের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই ৷ শুক্রবার দুর্গের পদ্মনাভপুরে সুরেশ কোঠারির বাড়িতে যায় 20 সদস্যের সিবিআই তদন্তকারী দল ৷ দীর্ঘ প্রায় 6 ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয় ৷ এদিনই ধৃতদের দূর্গের সিজেএম আদালতে তোলা হয় ৷ সেখানে ধৃতদের ট্রানজিট রিমান্ডে তিনদিনের জন্য কলকাতায় নিয়ে যাওয়ার আবেদন জানানো হয় ৷ সেই আবেদন মঞ্জুর করে আদালত ৷ এরপরেই ধৃতদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় সিবিআই ৷

এই প্রসঙ্গে প্রকাশ জয়সওয়ালের আইনজীবী অভিষেক দাস বৈষ্ণব বলেন,"কলকাতার বাসিন্দা প্রকাশ জয়সওয়াল ৷ উনি কোঠারি ভাইদের সংস্থা বিল্ডকনে 54 কোটি টাকা বিনিয়োগ করেন শেয়ারের মাধ্যমে ৷ কিন্তু কারচুপি করে ওই শেয়ার কোঠারিরা নিজেদের নামে করে নেন ৷ এরপর কলকাতার বড়তলা থানায় ভারতীয় দণ্ডবিধির 420, 467 ও 468 ধারায় মামলা রুজু হয় ৷ প্রায় আড়াই বছর পর এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল ৷"

প্রকাশ জয়সওয়ালের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতার করতে কলকাতা পুলিশের টিম 5 বার দূর্গে যায় ৷ কিন্তু স্থানীয় পুলিশের সহযোগিতা মেলেনি ৷ এরপর আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে ৷ এরপর এতদিনে ব্যবস্থা নেওয়া হল ৷ অভিযোগ, এদিন সিবিআই দল কোঠারিদের বাড়ি যাওয়ার আগে শ্রীপাল কোঠারি বেশকিছু গুরুত্বপূর্ণ নথিতে আগুন লাগিয়ে দেন ৷ এরপরেই সিবিআই-এর ফরেনসিক দল ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ৷

আরও পড়ুন: কর ফাঁকির অভিযোগে আয়কর হানা ম্যানকাইন্ড ফার্মার অফিসে

দূর্গ (ছত্তিশগড়), 12 মে: একটি শেয়ার স্ক্যাম মামলায় কলকাতার ব্যবসায়ী প্রকাশ জয়সওয়ালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ছত্তিশগড়ের দূর্গ থেকে আয়কর আইনজীবী সুরেশ কোঠারি ও তাঁর ছেলে সিদ্ধার্থ কোঠারিকে গ্রেফতার করল সিবিআই ৷ গ্রেফতার করা হয়েছে সুরেশ কোঠারির সিএ শ্রীপাল কোঠারিকে ৷ উল্লেখ্য, প্রকাশ জয়সওয়াল হাইকোর্টে অভিযোগ করেছিলেন তাঁর 54 কোটি টাকার শেয়ার কোঠারিরা দুর্নীতি করে নিয়ে নিয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতি আদালত সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় ৷

আদালতের নির্দেশের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই ৷ শুক্রবার দুর্গের পদ্মনাভপুরে সুরেশ কোঠারির বাড়িতে যায় 20 সদস্যের সিবিআই তদন্তকারী দল ৷ দীর্ঘ প্রায় 6 ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয় ৷ এদিনই ধৃতদের দূর্গের সিজেএম আদালতে তোলা হয় ৷ সেখানে ধৃতদের ট্রানজিট রিমান্ডে তিনদিনের জন্য কলকাতায় নিয়ে যাওয়ার আবেদন জানানো হয় ৷ সেই আবেদন মঞ্জুর করে আদালত ৷ এরপরেই ধৃতদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় সিবিআই ৷

এই প্রসঙ্গে প্রকাশ জয়সওয়ালের আইনজীবী অভিষেক দাস বৈষ্ণব বলেন,"কলকাতার বাসিন্দা প্রকাশ জয়সওয়াল ৷ উনি কোঠারি ভাইদের সংস্থা বিল্ডকনে 54 কোটি টাকা বিনিয়োগ করেন শেয়ারের মাধ্যমে ৷ কিন্তু কারচুপি করে ওই শেয়ার কোঠারিরা নিজেদের নামে করে নেন ৷ এরপর কলকাতার বড়তলা থানায় ভারতীয় দণ্ডবিধির 420, 467 ও 468 ধারায় মামলা রুজু হয় ৷ প্রায় আড়াই বছর পর এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল ৷"

প্রকাশ জয়সওয়ালের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতার করতে কলকাতা পুলিশের টিম 5 বার দূর্গে যায় ৷ কিন্তু স্থানীয় পুলিশের সহযোগিতা মেলেনি ৷ এরপর আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে ৷ এরপর এতদিনে ব্যবস্থা নেওয়া হল ৷ অভিযোগ, এদিন সিবিআই দল কোঠারিদের বাড়ি যাওয়ার আগে শ্রীপাল কোঠারি বেশকিছু গুরুত্বপূর্ণ নথিতে আগুন লাগিয়ে দেন ৷ এরপরেই সিবিআই-এর ফরেনসিক দল ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ৷

আরও পড়ুন: কর ফাঁকির অভিযোগে আয়কর হানা ম্যানকাইন্ড ফার্মার অফিসে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.