বারাণসী, 31 ডিসেম্বর: 2 নভেম্বর 'বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে'র ক্যাম্পাসে ম্যাথমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৷ যে মামলায় প্রায় দু’মাস পর অবশেষে তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ যে খবর প্রকাশ্যে আসতেই হইচই পরে যায় উত্তরপ্রদেশে ৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিএইচইউয়ের ছাত্রছাত্রীরা লাগাতার বিক্ষোভও করেছিলেন ৷ অবশেষে, প্রায় দু’মাস পরে সেই অভিযুক্তদের গ্রেফতার করেছে বারাণসী পুলিশ ৷ জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে সনাক্ত করা হয়েছে ৷ ধৃতদের বাড়ি বারাণসীর বিভিন্ন এলাকায় বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তদের জেরা চলছে বলে জানিয়েছে পুলিশ ৷
আইআইটি বিএইচইউ-এর ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং বিভাগের এক গণিতের বি টেক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা প্রকাশ্যে আসে প্রথমে ৷ কিন্তু, ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শ্লীলতাহানি নয় ৷ ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে ৷ ক্যাম্পাসের মধ্যেই এমন ঘটনায় ব্যাপাক চাঞ্চল্য ছড়ায় ৷ আইআইটি-র পড়ুয়ারা নিরাপত্তা ও অভিযুক্তের গ্রেফতারির দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৷ পুলিশ চাপের মুখে তদন্তে নেমে, অভিযুক্তদের সম্পর্কে কোনও তথ্যই পায়নি শুরুতে ৷ এমনকি ক্যাম্পাসের ভিতরে পড়ুয়াদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও একাধিক গাফিলতি সামনে আসে ৷
নির্যাতিতা ছাত্রী পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছেন, তিনি সেদিন প্রথমে গান্ধি স্মৃতি হোস্টেল মোড়ে যান ৷ সেখানে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা হয় ৷ তাঁরা দু’জনে করমানবীর বাবা মন্দিরের কাছে পৌঁছাতেই তিন যুবক বাইকে করে এসে তাঁদের রাস্তা আটকায় ৷ বাইক থামিয়ে দু’জনকে গালিগালাজ করতে শুরু করে ওই তিনজন ৷ ভয়ে তাঁর বন্ধু সেখান থেকে পালিয়ে যায় ৷ সেই সময় তিনিও পালানোর চেষ্টা করেন এবং সাহায্য চাওয়ার জন্য চিৎকার করতে শুরু করেন ৷ কিন্তু, বাইকে সওয়ার এক যুবক নেমে এসে তাঁর মুখ চেপে ধরে ৷
সেখান থেকে টানতে টানতে রাস্তার এক কোণে নিয়ে যায় নির্যাতিতাকে ৷ সেখানে তাঁকে বিবস্ত্র করা হয় বলে অভিযোগ ৷ তাঁদের মধ্যে একজন পুরো ঘটনার ভিডিয়ো করছিলেন বলে অভিযোগ ৷ পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে ৷ তদন্তে নেমে প্রায় 2 মাস পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার সময় অভিযুক্তরা যে বাইকটিতে ছিলেন, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷
আরও পড়ুন: