শিবমোগা (কর্ণাটক), 27 ফেব্রুয়ারি: বিমানে যাতায়াতে কোনও শ্রেণিভেদ থাকবে না ৷ বিমানে ওঠা সকলের জন্যই সুলভ হবে ৷ কার্যত এই বিষয়টি বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সোমবার বলেছেন, "হাওয়াই চপ্পল পরা লোকেদেরও 'হাওয়াই জাহাজ'-এ ভ্রমণ করা উচিত ।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, এমনটা যে হতে চলেছে, তা নিয়ে তিনি নিশ্চিত ৷ এদিন কর্ণাটকের শিবমোগায় বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (PM Modi Inaugurates Shivamogga Airport) ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
পাশাপাশি তিনি বিমান নির্মাণেও মেড-ইন-ইন্ডিয়ার কথা তুলে ধরেছেন ৷ বলেছেন, "আগামী দিনে ভারতের হাজার হাজার বিমানের প্রয়োজন হবে এবং মেড-ইন-ইন্ডিয়া যাত্রীবাহী বিমানের দিন বেশি দূরে নয় ।" মোদি কংগ্রেসেরও সমালোচনা করেছেন ৷ আর তা করতে তিনি টেনে এনেছেন এয়ার ইন্ডিয়ার (Air India) প্রসঙ্গ ৷ তিনি বলেন, "2014 সাল পর্যন্ত এয়ার ইন্ডিয়া প্রায়ই নেতিবাচক কারণে আলোচিত হয়েছে ৷ সেই দলের শাসনকালে সংস্থাটি কেলেঙ্কারির জন্য আলোচিত হয়েছে ।"
এছাড়া প্রধানমন্ত্রী জানান, শিবমোগা বিমানবন্দরের উদ্বোধন এমন একটি সময় হল, যখন ভারতে বিমানে যাতায়াতে আগ্রহ সর্বকালের উচ্চতায় রয়েছে । তিনি এই নিয়ে কংগ্রেসের সমালোচনা করেছেন (Modi Slams Congress) ৷ কংগ্রেস আমলে বিমান পরিবহণকে লাভজনক করার কোনও চেষ্টাই করা হয়নি বলে তিনি অভিযোগ করেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, তাঁর সরকার ছোট শহরগুলিতে বিমানবন্দর নির্মাণের জন্য জোর দিয়েছে ৷ তার জন্য ব্যয় বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে ৷ তাঁর দাবি, 2014 সাল পর্যন্ত স্বাধীনতার প্রথম সাত দশকে ভারতে 74টি বিমানবন্দর ছিল ৷ গত নয় বছরে আরও 74টি বিমানবন্দর তৈরি করা হয়েছে ৷ এর ফলে অনেক ছোট শহরকে বিমান পরিবহণের সঙ্গে সংযুক্ত করা গিয়েছে ।
এদিন আবার ছিল দক্ষিণ ভারতের এই রাজ্যে বিজেপির শক্তিশালী নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার (Karnataka BJP Leader BS Yediyurappa) 80 তম জন্মদিন ৷ তিনি শিবমোগা জেলারই বাসিন্দা ৷ এদিন মোদির সঙ্গে তিনিও মঞ্চে উপস্থিত ছিলেন ৷ উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি ইয়েদুরাপ্পার জন্মদিন পালনের জন্য সাধারণ মানুষকে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেন ৷ জনজীবনে ইয়েদুরাপ্পার অবদানের কথাও কর্ণাটকের মানুষকে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, কর্ণাটক বিধানসভায় ইয়েদুরাপ্পার সাম্প্রতিক বক্তৃতা সকলকে অনুপ্রাণিত করেছে ৷
আগামী মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Elections 2023) ৷ 2018 সালে একক বৃহত্তম দল হয়েও সরকার গড়তে পারেনি বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েও 13 দিনের মাথায় পদত্যাগ করতে হয় ইয়েদুরাপ্পাকে ৷ তার পর কংগ্রেস ও জেডিএস জোট সরকার তৈরি করে ৷ পরে অবশ্য কংগ্রেস ও জেডিএসে ভাঙনের জেরে বিজেপির সরকার তৈরি হয় ৷ মুখ্যমন্ত্রী হন ইয়েড্ডি ৷ পরে তাঁকে সরিয়ে বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রী করা হয় ৷
সেই নিয়ে ইয়েড্ডি ও তাঁর অনুগামীরা ক্ষুব্ধ বলে খবর ৷ তাই এদিন আগাগোড়া এই নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাড়তি গুরুত্ব দিয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের ৷ পাশাপাশি উন্নয়নের প্রচারও চলছে জোর ৷ চলতি বছরে এই নিয়ে পাঁচবার কর্ণাটক সফর করলেন প্রধানমন্ত্রী ৷ প্রতিবারই কোনও না কোনও প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি ৷ এদিন 450 কোটি টাকা ব্যয়ে তৈরি নতুন বিমানবন্দরের উদ্বোধন করলেন তিনি ৷ জানা গিয়েছে, প্রতি ঘণ্টায় এই বিমানবন্দরের যাত্রী টার্মিনাল থেকে 300 যাত্রী যাতায়াত করতে পারবেন ৷
আরও পড়ুন: ব্যবসায়িক ক্ষেত্রে গ্রিন এনার্জির সম্ভাবনা সোনার খনির চেয়ে কম নয়, দাবি প্রধানমন্ত্রীর