ETV Bharat / bharat

Chhattisgarh Smallest Polling Booth: ভোটার মাত্র 5, ছত্তিশগড়ে দেশের সবচেয়ে ছোট ভোট কেন্দ্র - ভোট কেন্দ্র

ভোট কেন্দ্রটি ছত্তিশগড়ের প্রথম বিধানসভা কেন্দ্র ভরতপুর সোনহাটের শেরাদান্ড গ্রামে অবস্থিত। এটি চান্দা গ্রাম পঞ্চায়েতের অধীন একটি ছোট গ্রাম। ঘন জঙ্গলের মাঝে এই গ্রামে মাত্র তিনটি বাড়ি। সেখানে তিনজন পুরুষ ও দুইজন নারী-সহ মোট 11 জন বসবাস করেন। এর মধ্যে মোট পাঁচজনেরই কেবল ভোটাধিকার রয়েছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 10:17 PM IST

রায়পুর, 14 অক্টোবর: গণতন্ত্রে প্রতিটি ভোট মূল্যবান। তাই সরকার এবং নির্বাচন কমিশন ভোটারদের বারবার ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ যেমন করে, তেমনই ভোটাররা যাতে সচেতন হন তার জন্য প্রচারও চালয় ৷ সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ সেই পাঁচ রাজ্যের মধ্যে ছত্তিশগড়ও রয়েছে যেখানে দ্বিতীয় দফায় 7 এবং 17 নভেম্বর ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে ৷ নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তুি অনুয়ায়ী এই রাজ্যে এমন একটি ভোট কেন্দ্র রয়েছে, যা কার্যত খবরের শিরোনামে উঠে এসেছে ৷ কারণ ওই গ্রামে ভোটার রয়েছেন মাত্র পাঁচজন। তাই এটি রাজ্যের সবচেয়ে ছোট ভোট কেন্দ্র হিসেবে স্বীকৃত। দেশের সবচেয়ে ছোট ভোটকেন্দ্রগুলোর মধ্যে এটিও একটি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

ভোট কেন্দ্রটি ছত্তিশগড়ের প্রথম বিধানসভা কেন্দ্র ভরতপুর সোনহাটের শেরাদান্ড গ্রামে অবস্থিত। এটি চান্দা গ্রাম পঞ্চায়েতের অধীন একটি ছোট গ্রাম। ঘন জঙ্গলের মাঝে এই গ্রামে মাত্র তিনটি বাড়ি। সেখানে তিনজন পুরুষ ও দুইজন নারী-সহ মোট 11 জন বসবাস করেন। এর মধ্যে মোট পাঁচজনেরই কেবল ভোটাধিকার রয়েছে।

কমিশন সূত্রে খবর, এক দম্পতি প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন। 2008 সালে যখন এখানে মাত্র দু'জন ভোটার ছিল, সেই সময় একটি কুঁড়েঘরে একটি পৃথক ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল ৷ তখনই এই গ্রাম খবরে প্রথমবার আসে। বর্তমানে অবশ্য স্থায়ী ভবন নির্মাণ করা হয়েছে ভোট কেন্দ্রের জন্য ৷ প্রতি ক্ষেত্রের মতো ভোটগ্রহণের দুই দিন আগে নির্বাচনী কর্মকর্তারাও এখানে পৌঁছবেন বলে খবর। প্রতিবারই এখানে সকলেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলেো জানা গিয়েছে ৷ এদিকে, একই বিধানসভা কেন্দ্রের অধীনে কান্তোতে 12 জন এবং রেওয়ালায় 23 জন ভোটার রয়েছেন ৷

আরও পড়ুন: অরুণাচল প্রদেশে ভারতের সীমান্তের ওপারে সেনা ঘাঁটি চিনের

ছত্তিশগড়ে 90টি আসনের বিদানসবা নির্বাচন হবে দুই দফায় ৷ রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের করিশ্মা এবং কল্যাণমূলক প্রকল্প নিয়ে ফের একবার ক্ষমতায় ফেরার আশা কংগ্রেসের। অন্যদিকে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপিও কম আগ্রাসন দেখাচ্ছে না। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে 3 ডিসেম্বর।

রায়পুর, 14 অক্টোবর: গণতন্ত্রে প্রতিটি ভোট মূল্যবান। তাই সরকার এবং নির্বাচন কমিশন ভোটারদের বারবার ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ যেমন করে, তেমনই ভোটাররা যাতে সচেতন হন তার জন্য প্রচারও চালয় ৷ সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ সেই পাঁচ রাজ্যের মধ্যে ছত্তিশগড়ও রয়েছে যেখানে দ্বিতীয় দফায় 7 এবং 17 নভেম্বর ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে ৷ নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তুি অনুয়ায়ী এই রাজ্যে এমন একটি ভোট কেন্দ্র রয়েছে, যা কার্যত খবরের শিরোনামে উঠে এসেছে ৷ কারণ ওই গ্রামে ভোটার রয়েছেন মাত্র পাঁচজন। তাই এটি রাজ্যের সবচেয়ে ছোট ভোট কেন্দ্র হিসেবে স্বীকৃত। দেশের সবচেয়ে ছোট ভোটকেন্দ্রগুলোর মধ্যে এটিও একটি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

ভোট কেন্দ্রটি ছত্তিশগড়ের প্রথম বিধানসভা কেন্দ্র ভরতপুর সোনহাটের শেরাদান্ড গ্রামে অবস্থিত। এটি চান্দা গ্রাম পঞ্চায়েতের অধীন একটি ছোট গ্রাম। ঘন জঙ্গলের মাঝে এই গ্রামে মাত্র তিনটি বাড়ি। সেখানে তিনজন পুরুষ ও দুইজন নারী-সহ মোট 11 জন বসবাস করেন। এর মধ্যে মোট পাঁচজনেরই কেবল ভোটাধিকার রয়েছে।

কমিশন সূত্রে খবর, এক দম্পতি প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন। 2008 সালে যখন এখানে মাত্র দু'জন ভোটার ছিল, সেই সময় একটি কুঁড়েঘরে একটি পৃথক ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল ৷ তখনই এই গ্রাম খবরে প্রথমবার আসে। বর্তমানে অবশ্য স্থায়ী ভবন নির্মাণ করা হয়েছে ভোট কেন্দ্রের জন্য ৷ প্রতি ক্ষেত্রের মতো ভোটগ্রহণের দুই দিন আগে নির্বাচনী কর্মকর্তারাও এখানে পৌঁছবেন বলে খবর। প্রতিবারই এখানে সকলেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলেো জানা গিয়েছে ৷ এদিকে, একই বিধানসভা কেন্দ্রের অধীনে কান্তোতে 12 জন এবং রেওয়ালায় 23 জন ভোটার রয়েছেন ৷

আরও পড়ুন: অরুণাচল প্রদেশে ভারতের সীমান্তের ওপারে সেনা ঘাঁটি চিনের

ছত্তিশগড়ে 90টি আসনের বিদানসবা নির্বাচন হবে দুই দফায় ৷ রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের করিশ্মা এবং কল্যাণমূলক প্রকল্প নিয়ে ফের একবার ক্ষমতায় ফেরার আশা কংগ্রেসের। অন্যদিকে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপিও কম আগ্রাসন দেখাচ্ছে না। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে 3 ডিসেম্বর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.