ETV Bharat / bharat

PM Modi ahead of Monsoon Session: 'খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়', বাদল অধিবেশন ফলপ্রসূ করার ডাক মোদির - সংসদের বাদল অধিবেশন

খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এ বারের বাদল অধিবেশন ৷ অধিবেশন শুরুর আগে সাংবাদিক সম্মেলন করে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi ahead of Monsoon Session)৷ অধিবেশন গঠনমূলক ও ফলপ্রসূ করার আহ্বান জানিয়েছেন তিনি ৷

"This period is very important": PM Modi ahead of Monsoon session of parliament
খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, বাদল অধিবেশন ফলপ্রসূ করার ডাক মোদির
author img

By

Published : Jul 18, 2022, 12:01 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই: গভীর ভাবে চিন্তাভাবনা করে সংসদের বাদল অধিবেশনকে গঠনমূলক ও ফলপ্রসূ করে তুলুন (This period is very important)৷ সব সাংসদের কাছে এমনই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi ahead of Monsoon Session)৷ এই অধিবেশনে দেশের নয়া রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি বেছে নিতে নির্বাচন হতে চলেছে, সে জন্য এই অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি ৷ এ বারের অধিবেশনে সব বিষয়ে খোলা মনে আলোচনা করার ডাক দিয়েছেন নমো ৷

বাদল অধিবেশন শুরুর আগে সাংবাদিক সম্মেলন করে সব সাংসদের কাছে সংসদের মর্যাদা রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রত্যেকের প্রয়াসেই সংসদ সঠিক ভাবে কাজ করে সেরা সিদ্ধান্ত নিতে পারে বলে মত তাঁর ৷ সেই কারণে এই অধিবেশনের পূর্ণ সময়টাই যাতে সঠিক ভাবে ব্যবহার করা যায় সেই আর্জি জানিয়েছেন তিনি ৷

এ ছাড়াও তিনি বলেন, চলতি বছর স্বাধানীতার 75 বছর উদযাপন করছে দেশ ৷ তাই তাঁর কথায়, "এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ ৷ এটা আজাদি কা অমৃত মহোৎসবের অধ্যায় ৷" আসন্ন 25 বছরে ভারত স্বাধীনতার 100 বছর পালন করবে ৷ সে জন্য আগামী দিনে কোন উচ্চতায় দেশকে নিয়ে যেতে হবে তার রূপরেখা এখন থেকেই তৈরি করে ফেলতে হবে বলে জানান প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত মোদি, কটাক্ষ কংগ্রেসের

15তম রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে আজ শুরু হল সংসদের বাদল অধিবেশন (Monsoon session of Parliament 2022)৷ এই অধিবেশনে প্রেস রেজিস্ট্রেশন পিরিয়ডিক্যালস বিল, 2022-সহ 24টি বিল আনা হতে পারে ৷ এ দিকে, 16টি গুরুতর বিষয়ে সংসদের বাদল অধিবেশনে আলোচনা চেয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ তার মধ্যে রয়েছে অগ্নিপথ প্রকল্প, দ্রব্যমূল্য বৃদ্ধি, চিনা অনুপ্রেবেশ, বিদেশনীতি, বন সংরক্ষণ আইনে বদল এবং কাশ্মীরী পণ্ডিত ও কংগ্রেস নেতাদের উপর আক্রমণ-সহ বিভিন্ন বিষয় ৷

নয়াদিল্লি, 18 জুলাই: গভীর ভাবে চিন্তাভাবনা করে সংসদের বাদল অধিবেশনকে গঠনমূলক ও ফলপ্রসূ করে তুলুন (This period is very important)৷ সব সাংসদের কাছে এমনই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi ahead of Monsoon Session)৷ এই অধিবেশনে দেশের নয়া রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি বেছে নিতে নির্বাচন হতে চলেছে, সে জন্য এই অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি ৷ এ বারের অধিবেশনে সব বিষয়ে খোলা মনে আলোচনা করার ডাক দিয়েছেন নমো ৷

বাদল অধিবেশন শুরুর আগে সাংবাদিক সম্মেলন করে সব সাংসদের কাছে সংসদের মর্যাদা রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রত্যেকের প্রয়াসেই সংসদ সঠিক ভাবে কাজ করে সেরা সিদ্ধান্ত নিতে পারে বলে মত তাঁর ৷ সেই কারণে এই অধিবেশনের পূর্ণ সময়টাই যাতে সঠিক ভাবে ব্যবহার করা যায় সেই আর্জি জানিয়েছেন তিনি ৷

এ ছাড়াও তিনি বলেন, চলতি বছর স্বাধানীতার 75 বছর উদযাপন করছে দেশ ৷ তাই তাঁর কথায়, "এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ ৷ এটা আজাদি কা অমৃত মহোৎসবের অধ্যায় ৷" আসন্ন 25 বছরে ভারত স্বাধীনতার 100 বছর পালন করবে ৷ সে জন্য আগামী দিনে কোন উচ্চতায় দেশকে নিয়ে যেতে হবে তার রূপরেখা এখন থেকেই তৈরি করে ফেলতে হবে বলে জানান প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত মোদি, কটাক্ষ কংগ্রেসের

15তম রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে আজ শুরু হল সংসদের বাদল অধিবেশন (Monsoon session of Parliament 2022)৷ এই অধিবেশনে প্রেস রেজিস্ট্রেশন পিরিয়ডিক্যালস বিল, 2022-সহ 24টি বিল আনা হতে পারে ৷ এ দিকে, 16টি গুরুতর বিষয়ে সংসদের বাদল অধিবেশনে আলোচনা চেয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ তার মধ্যে রয়েছে অগ্নিপথ প্রকল্প, দ্রব্যমূল্য বৃদ্ধি, চিনা অনুপ্রেবেশ, বিদেশনীতি, বন সংরক্ষণ আইনে বদল এবং কাশ্মীরী পণ্ডিত ও কংগ্রেস নেতাদের উপর আক্রমণ-সহ বিভিন্ন বিষয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.