মুম্বই, 23 অক্টোবর : জিজ্ঞাসাবাদের জন্য দেরিতে পৌঁছানোয় কটাক্ষের মুখে পড়তে হল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ৷ সূত্রের খবর, শুক্রবার নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘণ্টা পর এনসিবি (Narcotics Control Bureau) আধিকারিকদের মুখোমুখি হন চাঙ্কি পাণ্ডের মেয়ে ৷ আর তাতেই তাঁকে তিরস্কার করেন এনসিবি-র (NCB) মুম্বইয়ের আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷
আরও পড়ুন : Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র
এনসিবি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মাদক মামলায় অনন্যাকে ডেকে পাঠানো হয়েছিল ৷ কথা ছিল, সকাল 11 টায় তাঁকে হাজিরা দিতে হবে এনসিবি-র গোয়েন্দাদের সামনে ৷ কিন্তু অনন্যা সেখানে পৌঁছন দুপুর 2 টোয় ৷ সঙ্গে ছিলেন তাঁর অভিনেতা বাবা চাঙ্কি পাণ্ডেও (Chunky Panday) ৷ সূত্রের দাবি, অনন্যার এই দেরিতে আগমনে বেজায় চটেন সমীর ৷ তিনি অভিনেত্রীকে বলেন, ‘‘আপনাকে বেলা 11 টায় আসতে বলা হয়েছিল ৷ আর আপনি এখন এসে পৌঁছলেন ৷ আধিকারিকরা এখানে এমনি এমনি বসে নেই ৷ তাঁরা এতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন ৷ এটা আপনার প্রযোজনা সংস্থা নয় ৷ এটা একটা কেন্দ্রীয় সংস্থার দফতর ৷ এবার থেকে যখন ডাকা হবে, তখনই আসবেন ৷’’
এরপর টানা বেশ কয়েক ঘণ্টা অনন্যাকে জিজ্ঞাসাবাদের পালা চলে ৷ শেষমেশ বিকেলে এনসিবি-র দফতর থেকে বের হন অভিনেত্রী ৷ এর আগে গত বৃহস্পতিবার মাদক সরবরাহের অভিযোগ অস্বীকার করেন অনন্যা ৷ তাঁর বিরুদ্ধে ওঠা মাদক সেবনের অভিযোগও খারিজ করে দেন তিনি ৷ এনসিবি-র একটি সূত্রের দাবি, আরিয়ান খানকে (Aryan Khan) মাদক সরবরাহের কথাও অস্বীকার করেছেন অনন্য়া ৷
আরও পড়ুন : শাহরুখ খানকে "দ্বিতীয় বাবা" মনে করেন এই অভিনেত্রী...
অন্যদিকে, সংবাদমাধ্যমের হাতে যে খবর এসেছে, সেই মোতাবেক, যে চ্যাটের সূত্র ধরে অনন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনসিবি, সেটি উদ্ধার হয়েছে আরিয়ানের মোবাইল থেকে ৷ 2018-19 সালের ওই চ্যাটে অনন্যা নাকি আরিয়ানকে মাদক পেতে সাহায্য করেছিলেন ৷ এনসিবি-র তরফে অন্তত এমনই দাবি করা হয়েছে ৷ তবে অনন্যা জেরায় এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন ৷