বেঙ্গালুরু, 23 ফেব্রুয়ারি : ১০ দিনেরও কম সময়ের মধ্য়ে ফের ১০ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেল বেঙ্গালুরুতে। তাঁরা সকলেই এস জে আর ওয়াটারমার্ক অ্য়াপার্টমেন্টের বাসিন্দা।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই অ্য়াপার্টমেন্টটি রয়েছে মহাদেবপুরা জ়োনের আম্বালিপুরা এলাকার বেলান্দুরে। সেখানে ন'টি ব্লকে প্রায় ১৫০০ বাসিন্দা থাকেন। তার মধ্য়ে ছ'টি ব্লককে সম্পূর্ণরূপে কন্টেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে। বাকি ব্লকগুলি থেকে অবশ্য় কোনও কোভিড আক্রান্তের হদিশ পাওয়া যায়নি।
পৌর কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদ জানিয়েছেন, চলতি মাসের ১৫ তারিখ থেকে ২২ তারিখের মধ্য়ে ১০ জন কোভিড আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে । পরিস্থিতি মোকাবিলার জন্য় ইতিমধ্য়ে ন'টি মোবাইল টিম তৈরি করা হয়েছে। পাশাপাশি ৫০০ আর টি পি সি আর স্য়াম্পেল গ্রহণ করা হয়েছে । এ-প্রসঙ্গে তিনি আরও বলেন, "ওই কমপ্লেক্স চত্বর পরিষ্কার রাখার কাজ করা হচ্ছে। এবং চারজন চিকিৎসককে সেখানে রাখা হয়েছে।"
এর আগে 13 ফেব্রুয়ারি 42 জন পড়ুয়ার করোনা আক্রান্ত হন। তাঁরা প্রত্য়েকেই মঞ্জুশ্রী নার্সিং কলেজের পড়ুয়া। তাঁদের মধ্য়ে অধিকাংশই কেরালার বাসিন্দা। বেঙ্গালুরুতে করোনা ফের মাথাচারা দিয়ে ওঠায় চিন্তায় প্রশাসন। সূত্রের খবর, পরিস্থিতি সামলাতে কয়েকদিনের জন্য় লকডাউনে যেতে পারে সেখানকার প্রশাসন।