রাতলাম (মধ্যপ্রদেশ), 1 এপ্রিল: রাক্ষস রাজ রাবণের নাক কাটা হয় এখানে ৷ এটাই উৎসব মধ্যপ্রদেশের চিলকানা গ্রামে ৷ দশমুণ্ডধারী রাবণের কুশপুত্তলিকা পোড়ানোর রীতি সবাই জানে ৷ কিন্তু এখানে লঙ্কাধিপতির নাক কেটে উৎসব পালিত হয় গ্রামে ৷ প্রতি বছর এই অভিনব উৎসবে রাবণের নাক কাটা দেখতে হাজির হন হাজার হাজার মানুষ ৷
এটা নিছক উৎসব নয় ৷ এর মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চান গ্রামবাসীরা ৷ মহিলাদের শ্রদ্ধা করতে না পারলে তাঁর কঠিন শাস্তি হবে, তাঁকে ভুগতে হবে ৷ দুনিয়ার কাছে এই কথা জানাতে চায় গ্রামবাসীরা ৷ এ যেন রামায়ণের আরেকটা ঘটনাকে মনে করিয়ে দেয় ৷ রামচন্দ্রের ভাই লক্ষ্মণ রাবণের বোন শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন ৷ আর বোনের অপমানের প্রতিশোধ নিতে সীতাকে অপহরণ করে তুলে নিয়ে গিয়েছিলেন লঙ্কার রাজা রাবণ ৷ আর এই নিয়েই রাম-রাবণের যুদ্ধ বাঁধে ৷ যা আমাদের সবারই জানা ৷
শারদীয়া নবরাত্রিতে সারা দেশে লঙ্কাধিপতি দশাননের কুশপত্তলিকা পুড়িয়ে অশুভ শক্তির নাশ করা হয় ৷ চৈত্র নবরাত্রিতে মধ্যপ্রদেশের রাতলাম গ্রামে এই রীতির প্রচলন থাকলেও তা একটু আলাদা ৷ দশকের পর দশক ধরে রাক্ষসরাজ রাবণের নাক কেটে উৎসব পালিত হয় এখানে ৷ যা দেখতে বহু সংখ্যক মানুষ জড়ো হন ৷ একদল রামের সেনা এবং আরেকদল রাবণের সৈন্যবাহিনী ৷ দুই দল মুখোমুখি হয় ৷ তাঁরা নিজেদের মধ্যে মজার কথার তীর ছোড়াছুড়ি করেন ৷ একদল সেনা লঙ্কার ভগবানের হয়ে যুদ্ধ করে ৷ আরেকদল ভগবান শ্রীরামের ধর্ম পালন করে ৷
দু'পক্ষের মধ্যে বাগযুদ্ধ চলতে থাকে ৷ প্রতি বছর শ'য়ে শ'য়ে ভক্তরা রাতলামের চিকলানা গ্রামে কলিযুগ, সত্যযুগের গল্প বলতে থাকেন ৷ প্রথমে, ভগবান শ্রীরামের একটি মিছিল ঘোরে গোটা গ্রামে ৷ তারপর, রাম ও রাবণের সেনারা একে অপরের মুখোমুখি হয় ৷ পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠলে রামের সেনারা রাবণের বাহিনীকে আক্রমণ করে ৷ এরপর একটা বর্শা দিয়ে লঙ্কাধিপতি রাবণের নাক কাটা হয় ৷ বিগত 100 বছরেরও বেশি সময় ধরে এই রীতি চলে আসছে ৷
একজন মহিলার অপমানের ফলস্বরূপ রাবণ মা সীতাকে অপহরণ করেছিলেন ৷ তাই দশনানেরও নাক কেটে তাঁর সম্মানহানি করা হয় ৷ আশপাশের গ্রাম থেকে বিশাল সংখ্যায় দর্শনার্থী, ভক্তরা আসেন ৷ তাঁরা এই উৎসবে অংশ নেন ৷ মজার মজার কথাগুলোর আনন্দ উপভোগ করেন ৷ এই উৎসব ঘিরে দু'দিনের একটি মেলাও বসে গ্রামটিতে ৷ যদিও এই রীতি বার্তা দেয়, কোনওভাবে নারীশক্তির অপমান করলে তাকে সমাজেও অপমানিত হতে হবে ৷
আরও পড়ুন: সুরাতের মন্দিরে 19 কেজি রামায়ণের সোনার প্রতিকৃতি, দর্শন মেলে কেবল রামনবমীতেই