নয়াদিল্লি, 19 অগস্ট: বিলকিস বানোর (BJP MLA CK Raulji) গণধর্ষণকারী ও তাঁর শিশুকন্যা-সহ পরিবারের 7 জন সদস্যের হত্যাকারীদের প্রশংসা করে এ বার বিতর্কে জড়ালেন গুজরাতের বিজেপি বিধায়ক (BJP MLA Praises Bilkis Bano Rapist)৷ গোধরার বিধায়ক সিকে রাউলজির মতে, ধর্ষকরা ব্রাহ্মণ (Brahmins)৷ তাদের স্বভাব-চরিত্রও বেশ ভালো ৷
যাবজ্জীবন সাজা হলেও সময়ের আগেই ছাড়া পেয়ে যান বিলকিস বানোর 11 জন ধর্ষক (Convicts in Bilkis Bano case)৷ তাদের মুক্তির পর গলায় মালা পরিয়ে মিষ্টি খাইয়ে অভ্যর্থনা জানানো নিয়ে তোলপাড় হয়েছে দেশ ৷ এ বার সেই বিতর্ককে আরও উস্কে দিয়ে ধর্ষকদের প্রশংসায় পঞ্চমুখ হলেন গোধরার বিজেপি বিধায়ক সিকে রাউলজি ৷ গুজরাত সরকারের যে কমিটি সর্বসম্মত ভাবে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই কমিটিতেই ছিলেন রাউলজি ৷ তাঁকেই বলতে শোনা গেল, "আমি জানি না তাঁরা কোনও অপরাধ করেছেন কি না ৷ তবে এ ক্ষেত্রে অপরাধের একটা অভিসন্ধি ছিল ৷"
বিজেপি বিধায়ক ওই সাক্ষাৎকারে আরও বলেছেন, "তাঁরা ব্রাহ্মণ ৷ আর ব্রাহ্মণদের স্বভাব-চরিত্র ভালো হয়, এটাই সর্বজনবিদিত ৷ হয়তো তাঁদের কোণঠাসা করে শাস্তি দেওয়ার বদ মতলব ছিল কারও ৷" সংশোধনাগারেও দোষীদের আচার-আচরণ বেশ ভালো ছিল বলে উল্লেখ করেন তিনি ৷ তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন নেট নাগরিকরা ৷
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা বিলকিস বানোর গণধর্ষণ ও 7 খুন, সাজাপ্রাপ্ত 11 জন দোষীর মুক্তি
তেলাঙ্গানা রাষ্ট্র সমিতির আহ্বায়ক ওয়াই সতীশ রেড্ডি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাউলজির সেই বক্তব্যের ভিডিয়ো পোস্ট করেছেন ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "বিজেপি এখন ধর্ষকদের ভালো সংস্কারের মানুষ হিসেবে চিহ্নিত করছে ৷ একটা দল সবচেয়ে নিচে এই জায়গাতে নামতে পারে ৷"
বিশেষ সিবিআই আদালত বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের গণহত্যার অভিযোগে 2008-এর 21 জানুয়ারি 11 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন হাজতবাসের নির্দেশ দেয় ৷ বোম্বে হাইকোর্টও এই নির্দেশ বহাল রাখে এবং 7 জন দোষীকে ছেড়ে দেওয়ার আবেদন খারিজ করে দেয় ৷ এরপর বেশ কয়েকটি আবেদন নিবেদনের পর অবশেষে গুজরাত সরকারের বিশেষ কমিটি এই 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ 76তম স্বাধীনতা দিবসে জেল থেকে মুক্তি পায় যশবন্তভাই নাই, গোবিন্দভাই নাই, শৈলেশ ভাট, বিপিন চন্দ্র যোশী, কেশরভাই ভোহানিয়া, প্রদীপ মোরধিয়া, বাকাভাই ভোহানিয়া, রাজুভাই সোনি, মিতেশ ভাট এবং রমেশ চন্দনা ৷