নয়াদিল্লি, 20 এপ্রিল : স্থগিতাদেশ জারি করে আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ করল সুপ্রিম কোর্ট ৷ অশান্ত জাহাঙ্গিরপুরীতে আজ থেকে দু'দিনের বেআইনি ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযান শুরু করার কথা ছিল উত্তর দিল্লি পৌরনিগম বা এনএমডিসি-এর (NDMC) ৷ সেই মতো কাজও শুরু করেছিল বিজেপিশাসিত পৌরনিগম ৷ কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে তা বন্ধ হল (The Supreme Court stops Jahangirpuri anti-encroachment drive orders status quo) ৷ আজই এ বিষয়ে মামলা শুনতে রাজি হয়েছে দিল্লি হাইকোর্ট ৷ দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সাঙ্ঘি বলেছেন, "আমি এ বিষয়ে (বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া থামানো) কিছু বলছি না ৷ কিন্তু কর্তৃপক্ষ যেন তৈরি থাকে ৷"
এ প্রসঙ্গে নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর মেয়র রাজা ইকবাল সিং জানিয়েছেন, পৌরনিগম সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷ উৎখাতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ৷ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা বর্তমান পরিস্থিতিতে স্থিতাবস্থা জারি রেখেছেন ৷ প্রবীণ আইনজীবী দুশ্যান্ত দাবে উল্লেখ করেছেন, আজ দুপুর 2টো নাগাদ এই অভিযান শুরুর কথা থাকলেও সকাল 9টাতেই বুলডোজার নিয়ে হাজির হয় পৌরনিগম ৷ এমনকি অভিযুক্তদের কোনও বাধ্যতামূলক নোটিসও দেয়নি উত্তর দিল্লি পৌরনিগম কর্তৃপক্ষ ৷ আইনজীবী একে 'সম্পূর্ণ অনুমোদন ছাড়া এবং অসাংবিধানিক ধ্বংসাত্মক কার্যকলাপ' বলে উল্লেখ করেছেন ৷
আরও পড়ুন : Jahangirpuri Anti-Encroachment Drive : আজ জাহাঙ্গিরপুরীতে দখলদারি উচ্ছেদ অভিযান, সরব আপ নেতা
অন্যদিকে উত্তর-পশ্চিম দিল্লির সিভিল লাইনস-এর জোন চেয়ারম্যান নবীন ত্যাগী (Naveen Tyagi, Zone Chairman,Civil Lines, NorthWest Dist) অভিযোগ করেন, জাহাঙ্গিরপুরীতে বহু মানুষ আইন বিরুদ্ধ ভাবে ঘরবাড়ি তৈরি করে বাস করছেন ৷ তারা 'গুন্ডাগিরি'ও করে ৷ জাহাঙ্গিরপুরীর হিংসাত্মক ঘটনায় এঁদের মধ্য়ে অনেকের নাম রয়েছে ৷ বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হুমকি দিয়েছেন ত্যাগী ৷
জাহাঙ্গিরপুরীর এক বাসিন্দা জানান, বিগত 15 বছর ধরে তাঁর দোকান এখানে রয়েছে ৷ এর আগে কেউ কোনওদিন বেআইনি দোকান বলে কোনও অভিযোগ জানায়নি ৷ তবে শনিবার হনুমান জয়ন্তীতে দু'টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর এই সব হচ্ছে ৷
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার 16 এপ্রিল হনুমান জয়ন্তীর দিনে একটি শোভাযাত্রা ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ এতে উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গিরপুরী এলাকা ৷ পরে পাথর ছোড়াছুড়িও চলতে থাকে ৷ 8 জন পুলিশ কর্মী-সহ স্থানীয় অনেকেই জখম হয়েছেন ৷ এর পরেই এই অঞ্চলে দাঙ্গাবাজদের উচ্ছেদ করতে এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিজেপিশাসিত পৌরনিগম ৷ এর অভিযান থামাতে বিজেপি নেতাদের কাছে আবেদন জানান আপ নেতা তথা বিধায়ক আমানাতুল্লাহ খান ৷ তিনি টুইটারে ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করেন, অমিত শাহ দিল্লির শান্তিপূর্ণ আবহাওয়া নষ্ট করার চেষ্টা করছেন ৷
আরও পড়ুন : Delhi Jahangirpuri Clash : দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ধৃত 14