ETV Bharat / bharat

সরকারি প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ ধীর গতিতে কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের - খাদ্য সুরক্ষা

পরিযায়ী শ্রমিকদের খাদ্য সুরক্ষা, অর্থের জোগান সংক্রান্ত জনস্বার্থ মামলায় কেন্দ্র ও রাজ্যের ভূমিকা নিয়ে ফের একবার অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া খুবই ধীরে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতিরা ৷

The Supreme Court has expressed dissatisfaction with the registration process for providing government services to migrant workers
সরকারি প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ ধীর গতিতে কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের
author img

By

Published : May 24, 2021, 3:48 PM IST

নয়াদিল্লি, 24 মে : পরিযায়ী শ্রমিকদের সরকারি পরিষেবা প্রদানের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতির এম আর শাহ-এর ডিভিশন বেঞ্চ ৷ কেন পরিযায়ী শ্রমিকদের নাম সরকারি সুবিধার জন্য দ্রুত নথিভুক্ত হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতিরা ৷

সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, প্রতিটি প্রকল্পের সুবিধা যাতে ঠিকঠাকভাবে পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছায়, তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে ৷ সেই সঙ্গে সরকারের তরফে দেওয়া রেশন সহ নানান সুযোগ সুবিধা যাতে সুষ্ঠুভাবে গ্রাহকদের কাছে পৌঁছায়, তা সুনিশ্চিত করতে নজরদারি এবং তদারকির ব্যবস্থা করতে বলেছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের খাদ্য সুরক্ষা দিতে নির্দেশ জারির পথে সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের খাদ্যের সুরক্ষা, অর্থের জোগান এবং পরিবহণের সুবিধা সুনিশ্চিত করতে 3 সমাজসেবী সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ যে মামলার শুনানিতে আজ ফের একবার কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 24 মে : পরিযায়ী শ্রমিকদের সরকারি পরিষেবা প্রদানের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতির এম আর শাহ-এর ডিভিশন বেঞ্চ ৷ কেন পরিযায়ী শ্রমিকদের নাম সরকারি সুবিধার জন্য দ্রুত নথিভুক্ত হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতিরা ৷

সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, প্রতিটি প্রকল্পের সুবিধা যাতে ঠিকঠাকভাবে পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছায়, তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে ৷ সেই সঙ্গে সরকারের তরফে দেওয়া রেশন সহ নানান সুযোগ সুবিধা যাতে সুষ্ঠুভাবে গ্রাহকদের কাছে পৌঁছায়, তা সুনিশ্চিত করতে নজরদারি এবং তদারকির ব্যবস্থা করতে বলেছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের খাদ্য সুরক্ষা দিতে নির্দেশ জারির পথে সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের খাদ্যের সুরক্ষা, অর্থের জোগান এবং পরিবহণের সুবিধা সুনিশ্চিত করতে 3 সমাজসেবী সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ যে মামলার শুনানিতে আজ ফের একবার কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.