নয়াদিল্লি, 24 মে : পরিযায়ী শ্রমিকদের সরকারি পরিষেবা প্রদানের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতির এম আর শাহ-এর ডিভিশন বেঞ্চ ৷ কেন পরিযায়ী শ্রমিকদের নাম সরকারি সুবিধার জন্য দ্রুত নথিভুক্ত হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতিরা ৷
সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, প্রতিটি প্রকল্পের সুবিধা যাতে ঠিকঠাকভাবে পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছায়, তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে ৷ সেই সঙ্গে সরকারের তরফে দেওয়া রেশন সহ নানান সুযোগ সুবিধা যাতে সুষ্ঠুভাবে গ্রাহকদের কাছে পৌঁছায়, তা সুনিশ্চিত করতে নজরদারি এবং তদারকির ব্যবস্থা করতে বলেছে শীর্ষ আদালত ৷
আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের খাদ্য সুরক্ষা দিতে নির্দেশ জারির পথে সুপ্রিম কোর্ট
প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের খাদ্যের সুরক্ষা, অর্থের জোগান এবং পরিবহণের সুবিধা সুনিশ্চিত করতে 3 সমাজসেবী সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ যে মামলার শুনানিতে আজ ফের একবার কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ৷