ETV Bharat / bharat

Salman Khan on Snake Bite : তিনবার ছোবল ! এমনকি বিষধর ছিল সাপটি, জানালেন সলমন - Snake That Bit Salman Khan was Venomous

তাঁকে কামড়ানো সাপটি বিষধর ছিল (Salman Khan Says Snake was Venomous) ৷ এমনটাই জানালেন অভিনেতা সলমন খান (Salman Khan on Snake Bite) ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি ৷ এমনকি সাপটি তাঁকে তিনবার কামড় দিয়েছিল (The Snake was Bit Salman Khan Thrice) ৷ তবে, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বলিউডের ভাইজান ৷

Salman Khan
Salman Khan
author img

By

Published : Dec 27, 2021, 9:41 AM IST

মুম্বই, 27 ডিসেম্বর: সুস্থ আছেন বলিউড মেগাস্টার সলমন খান ৷ সংবাদ সংস্থা এএনআই’র মাধ্যমে শুভাকাঙ্খী এবং অনুরাগীদের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন তিনি (Salman Khan on Snake Bite) ৷ যেখানে তিনি জানিয়েছেন, তিনবার সাপটি তাঁকে কামড়ে ছিল এবং সেটি বিষধর বলে জানিয়েছেন সলমন (Salman Khan Says Snake was Venomous) ৷ শনিবার পানভেলের ফার্ম হাউসে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে সাপে কামড়ায় ৷ তৎক্ষণাত সলমনকে নভি মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ 6 ঘণ্টা হাসপাতালে থাকার পর রবিবার সকালেই বাড়ি ফিরেছেন বলিউডের ভাইজান ৷

সংবাদ সংস্থকে সলমন জানিয়েছেন, ‘‘একটি সাপ আমার ফার্ম হাউসে ঢুকে পড়েছিল ৷ সেটিকে আমি একটি লাঠি দিয়ে বের করার চেষ্টা করছিলাম ৷ কিন্তু, হঠাৎই সেটি আমার হাতে উঠে আসে ৷ সাপটি আমাকে তিনবার কামড় দেয় ৷ সেটিকে আমি ছাড়ানোর জন্য ধরে ফেলি (The Snake was Bit Salman Khan Thrice) ৷ আমি 6 ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলাম... এখন আমি সুস্থ ৷’’

আরও পড়ুন : Salman Khan gets bitten by snake : সাপে কামড়াল সলমনকে, জন্মদিনের আগে হাসপাতালে অভিনেতা

আজ 27 ডিসেম্বর বলিউড মেগাস্টার সলমন খানের 56তম জন্মদিন ৷ সূত্রের খবর, পানভেলের ফার্ম হাউসে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে জন্মদিন পালনের জন্যই গিয়েছিলেন সলমন ৷ কিন্তু, জন্মদিনের আগে এই বিপদের সম্মুখীন হন তিনি ৷ তবে, প্রথমে জানা গিয়েছিল সলমনকে কামড়ানো সাপটি বিষধর ছিল না ৷ তবে, সলমন খানের দেওয়া বিবৃতি অনুযায়ী সেটি একপ্রকার বিষধর সাপ ছিল ৷ আর তা সত্যি হলে, জন্মদিনের আগে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বলিউডের ভাইজান ৷

মুম্বই, 27 ডিসেম্বর: সুস্থ আছেন বলিউড মেগাস্টার সলমন খান ৷ সংবাদ সংস্থা এএনআই’র মাধ্যমে শুভাকাঙ্খী এবং অনুরাগীদের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন তিনি (Salman Khan on Snake Bite) ৷ যেখানে তিনি জানিয়েছেন, তিনবার সাপটি তাঁকে কামড়ে ছিল এবং সেটি বিষধর বলে জানিয়েছেন সলমন (Salman Khan Says Snake was Venomous) ৷ শনিবার পানভেলের ফার্ম হাউসে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে সাপে কামড়ায় ৷ তৎক্ষণাত সলমনকে নভি মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ 6 ঘণ্টা হাসপাতালে থাকার পর রবিবার সকালেই বাড়ি ফিরেছেন বলিউডের ভাইজান ৷

সংবাদ সংস্থকে সলমন জানিয়েছেন, ‘‘একটি সাপ আমার ফার্ম হাউসে ঢুকে পড়েছিল ৷ সেটিকে আমি একটি লাঠি দিয়ে বের করার চেষ্টা করছিলাম ৷ কিন্তু, হঠাৎই সেটি আমার হাতে উঠে আসে ৷ সাপটি আমাকে তিনবার কামড় দেয় ৷ সেটিকে আমি ছাড়ানোর জন্য ধরে ফেলি (The Snake was Bit Salman Khan Thrice) ৷ আমি 6 ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলাম... এখন আমি সুস্থ ৷’’

আরও পড়ুন : Salman Khan gets bitten by snake : সাপে কামড়াল সলমনকে, জন্মদিনের আগে হাসপাতালে অভিনেতা

আজ 27 ডিসেম্বর বলিউড মেগাস্টার সলমন খানের 56তম জন্মদিন ৷ সূত্রের খবর, পানভেলের ফার্ম হাউসে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে জন্মদিন পালনের জন্যই গিয়েছিলেন সলমন ৷ কিন্তু, জন্মদিনের আগে এই বিপদের সম্মুখীন হন তিনি ৷ তবে, প্রথমে জানা গিয়েছিল সলমনকে কামড়ানো সাপটি বিষধর ছিল না ৷ তবে, সলমন খানের দেওয়া বিবৃতি অনুযায়ী সেটি একপ্রকার বিষধর সাপ ছিল ৷ আর তা সত্যি হলে, জন্মদিনের আগে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বলিউডের ভাইজান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.