মুম্বই, 27 ডিসেম্বর: সুস্থ আছেন বলিউড মেগাস্টার সলমন খান ৷ সংবাদ সংস্থা এএনআই’র মাধ্যমে শুভাকাঙ্খী এবং অনুরাগীদের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন তিনি (Salman Khan on Snake Bite) ৷ যেখানে তিনি জানিয়েছেন, তিনবার সাপটি তাঁকে কামড়ে ছিল এবং সেটি বিষধর বলে জানিয়েছেন সলমন (Salman Khan Says Snake was Venomous) ৷ শনিবার পানভেলের ফার্ম হাউসে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে সাপে কামড়ায় ৷ তৎক্ষণাত সলমনকে নভি মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ 6 ঘণ্টা হাসপাতালে থাকার পর রবিবার সকালেই বাড়ি ফিরেছেন বলিউডের ভাইজান ৷
সংবাদ সংস্থকে সলমন জানিয়েছেন, ‘‘একটি সাপ আমার ফার্ম হাউসে ঢুকে পড়েছিল ৷ সেটিকে আমি একটি লাঠি দিয়ে বের করার চেষ্টা করছিলাম ৷ কিন্তু, হঠাৎই সেটি আমার হাতে উঠে আসে ৷ সাপটি আমাকে তিনবার কামড় দেয় ৷ সেটিকে আমি ছাড়ানোর জন্য ধরে ফেলি (The Snake was Bit Salman Khan Thrice) ৷ আমি 6 ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলাম... এখন আমি সুস্থ ৷’’
আরও পড়ুন : Salman Khan gets bitten by snake : সাপে কামড়াল সলমনকে, জন্মদিনের আগে হাসপাতালে অভিনেতা
-
A snake had entered my farmhouse, I took it outside using a stick. Gradually it reached onto my hand. I then grabbed it to release, which is when it bit me thrice. It was a kind of poisonous snake. I was hospitalized for 6 hours...I am fine now: Actor Salman Khan on snake bite pic.twitter.com/cnDnUhglm5
— ANI (@ANI) December 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A snake had entered my farmhouse, I took it outside using a stick. Gradually it reached onto my hand. I then grabbed it to release, which is when it bit me thrice. It was a kind of poisonous snake. I was hospitalized for 6 hours...I am fine now: Actor Salman Khan on snake bite pic.twitter.com/cnDnUhglm5
— ANI (@ANI) December 27, 2021A snake had entered my farmhouse, I took it outside using a stick. Gradually it reached onto my hand. I then grabbed it to release, which is when it bit me thrice. It was a kind of poisonous snake. I was hospitalized for 6 hours...I am fine now: Actor Salman Khan on snake bite pic.twitter.com/cnDnUhglm5
— ANI (@ANI) December 27, 2021
আজ 27 ডিসেম্বর বলিউড মেগাস্টার সলমন খানের 56তম জন্মদিন ৷ সূত্রের খবর, পানভেলের ফার্ম হাউসে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে জন্মদিন পালনের জন্যই গিয়েছিলেন সলমন ৷ কিন্তু, জন্মদিনের আগে এই বিপদের সম্মুখীন হন তিনি ৷ তবে, প্রথমে জানা গিয়েছিল সলমনকে কামড়ানো সাপটি বিষধর ছিল না ৷ তবে, সলমন খানের দেওয়া বিবৃতি অনুযায়ী সেটি একপ্রকার বিষধর সাপ ছিল ৷ আর তা সত্যি হলে, জন্মদিনের আগে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বলিউডের ভাইজান ৷