ETV Bharat / bharat

Narendra Modi : জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী

author img

By

Published : Jun 24, 2021, 10:38 AM IST

এই বৈঠকের অ্যাজেন্ডা সম্পর্কে কোনও আভাস পিএমও অফিস থেকে দেওয়া হয়নি ৷ বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উপরাজ্যপাল মনোজ সিনহা এবং পিএমও অফিসের এমওএস জিতেন্দ্র সিং ৷

Narendra Modi : জম্মু কাশ্মীরের নেতাদের সঙ্গে আজ বৈঠকে প্রধান মন্ত্রী
Narendra Modi : জম্মু কাশ্মীরের নেতাদের সঙ্গে আজ বৈঠকে প্রধান মন্ত্রী

শ্রীনগর , 24 জুন : জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) নিয়ে সর্বদলীয় বৈঠক করার কথা গত সপ্তাহে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বেলা তিনটে থেকে শুরু হবে এই বৈঠক ৷ জম্মু-কাশ্মীরের 14 জন নেতার সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ৷ জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পর এটিই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক নেতাদের এত বড় বৈঠক ৷ বৈঠকে আমন্ত্রিত নেতারা ইতিমধ্যেই নয়াদিল্লি পৌঁছে গিয়েছেন ৷

পিপলস ডেমোক্রেটিকের মেহবুবা মুফতি (Mehbooba Mufti) , সিপিআইএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামি , সাজাদ লোন (Sajad Lone), আলতাফ বুখারি (Altaf Bukhari), বিজেপির রাভেন্দর রায়না (Ravender Raina), কভিন্দর গুপ্তা(Kavinder Gupta) এবং নির্মল সিং (Nirmal Singh) ইতিমধ্যেই নয়াদিল্লি পৌঁছে গিয়েছেন ৷ ন্যাশনাল কনফারেন্সের সভাপতি তথা সাংসদ ফারুক আবদুল্লা বৈঠকে অংশগ্রহণ করতে আজ সকালেই নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ৷

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, গুলাম নবি আজাদ, ফারুক আবদুল্লা আমন্ত্রিতদের মধ্যে অন্যতম ৷ এছাড়াও বৈঠকে আমন্ত্রিত রয়েছেন কংগ্রেসের তারা চন্দ, জিএ মীর, এনসি-র ওমর আবদুল্লা, জে-কে আপনি পার্টির আলতাফ বুখারি , বিজেপির রাভেন্দর রায়না, কভিন্দর গুপ্তা এবং নির্মল সিং, সিপিআইএমের মহম্মদ ইউসুফ তারিগামি, ন্যাশনাল পার্টির অধ্যক্ষ ভীম সিং, পিপলস ডেমোক্রেটিকের সাজাদ গনি ৷

এই বৈঠকের অ্যাজেন্ডা সম্পর্কে কোনও আভাস পিএমও অফিস থেকে দেওয়া হয়নি ৷ বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উপরাজ্যপাল মনোজ সিনহা, এবং পিএমও অফিসের এমওএস জিতেন্দ্র সিং ৷

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সঙ্গে কোনও আপস নয় : মেহবুবা

2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয় ৷ অবলুপ্ত করা হয় সংবিধানের 370 ধারা ৷ তার পর জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় ৷ জম্মু-কাশ্মীর ও লাদাখ (Ladakh) - দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয় ৷ রাজনৈতিক মহলে অনুমান, সম্ভবত জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) থেকে আবার রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ বিধানসভা নির্বাচনও হবে ৷ সেই নিয়েও আলোচনা শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী ৷

শ্রীনগর , 24 জুন : জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) নিয়ে সর্বদলীয় বৈঠক করার কথা গত সপ্তাহে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বেলা তিনটে থেকে শুরু হবে এই বৈঠক ৷ জম্মু-কাশ্মীরের 14 জন নেতার সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ৷ জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পর এটিই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক নেতাদের এত বড় বৈঠক ৷ বৈঠকে আমন্ত্রিত নেতারা ইতিমধ্যেই নয়াদিল্লি পৌঁছে গিয়েছেন ৷

পিপলস ডেমোক্রেটিকের মেহবুবা মুফতি (Mehbooba Mufti) , সিপিআইএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামি , সাজাদ লোন (Sajad Lone), আলতাফ বুখারি (Altaf Bukhari), বিজেপির রাভেন্দর রায়না (Ravender Raina), কভিন্দর গুপ্তা(Kavinder Gupta) এবং নির্মল সিং (Nirmal Singh) ইতিমধ্যেই নয়াদিল্লি পৌঁছে গিয়েছেন ৷ ন্যাশনাল কনফারেন্সের সভাপতি তথা সাংসদ ফারুক আবদুল্লা বৈঠকে অংশগ্রহণ করতে আজ সকালেই নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ৷

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, গুলাম নবি আজাদ, ফারুক আবদুল্লা আমন্ত্রিতদের মধ্যে অন্যতম ৷ এছাড়াও বৈঠকে আমন্ত্রিত রয়েছেন কংগ্রেসের তারা চন্দ, জিএ মীর, এনসি-র ওমর আবদুল্লা, জে-কে আপনি পার্টির আলতাফ বুখারি , বিজেপির রাভেন্দর রায়না, কভিন্দর গুপ্তা এবং নির্মল সিং, সিপিআইএমের মহম্মদ ইউসুফ তারিগামি, ন্যাশনাল পার্টির অধ্যক্ষ ভীম সিং, পিপলস ডেমোক্রেটিকের সাজাদ গনি ৷

এই বৈঠকের অ্যাজেন্ডা সম্পর্কে কোনও আভাস পিএমও অফিস থেকে দেওয়া হয়নি ৷ বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উপরাজ্যপাল মনোজ সিনহা, এবং পিএমও অফিসের এমওএস জিতেন্দ্র সিং ৷

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সঙ্গে কোনও আপস নয় : মেহবুবা

2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয় ৷ অবলুপ্ত করা হয় সংবিধানের 370 ধারা ৷ তার পর জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় ৷ জম্মু-কাশ্মীর ও লাদাখ (Ladakh) - দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয় ৷ রাজনৈতিক মহলে অনুমান, সম্ভবত জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) থেকে আবার রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ বিধানসভা নির্বাচনও হবে ৷ সেই নিয়েও আলোচনা শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.