ETV Bharat / bharat

কৃষকদের জন্য এলওওসি-সি (লুক সি) অ্যাপ নিয়ে এল সিএসআইআরও

অ্যাপের মাধ্যমে সিএসএফ পদ্ধতি অনুযায়ী কোনও নির্দিষ্ট এলাকা, যেমন প্যাডক, অস্ট্রেলিয়ার কার্বন ক্রেডিট ইউনিট অনুযায়ী ছাড়ের পরিমাণ জানা যায় ।

author img

By

Published : Dec 16, 2020, 8:44 AM IST

LOOC-C
LOOC-C

হায়দরাবাদ, 16 ডিসেম্বর : কৃষকরা এখন অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরও দ্বারা উৎপাদিত একটি কৃষক সরঞ্জাম ব্যবহার করে কার্বন-হ্রাসকারী ক্রিয়াকলাপগুলির সম্ভাব্য সুযোগগুলি আরও ভালো ভাবে বুঝতে পারবেন । এলওওসি-সি (লুক সি) অ্যাপের মাধ্যমে কৃষকরা বিস্তারিত ভাবে বিশ্লেষণ করতে পারবেন যে তাঁদের কৃষিকাজের জমি ও কৃষিকাজের পদ্ধতি কীভাবে জলবায়ু সমাধান তহবিল (সিএসএফ) এর অধীনে ছাড়ের আওতায় আসতে পারে । সিএসআইআরও, অস্ট্রেলিয়া: এলওওসি-সি (লুক সি) অ্যাপের নতুন আপডেটে এখন মাটির কার্বন এবং গবাদি পশুর পরিচালনার পরিমাপ অন্তর্ভুক্ত করা হয়েছে ।

ওই অ্যাপের মাধ্যমে সিএসএফ পদ্ধতি অনুযায়ী কোনও নির্দিষ্ট এলাকা, যেমন প্যাডক, অস্ট্রেলিয়ার কার্বন ক্রেডিট ইউনিট অনুযায়ী ছাড়ের পরিমাণ জানা যায় । কৃষিক্ষেত্র থেকে যে কার্বন নির্গত হয়, তা পরিমাপ করার মডেল হল ন্যাশনাল কার্বন অ্যাকাউন্টিং মডেলের সর্বশেষ আপডেট । এই মডেলের সঙ্গেও কাজ করতে পারে ওই অ্যাপ । এর অর্থ হল এলওওসি-সি অ্যাপের ব্যবহারকারীরা একটা ছোঁয়াতেই কার্বনের পরিমাণের সবর্শেষ অবস্থান জেনে যেতে পারবেন ।

সিএসআইআরও-এর তরফে এলওওসি-সি-এর প্রজেক্ট লিডার পিটার ফিচ ব্যাখ্যা দিলেন যে এই অ্যাপের আসল উদ্দেশ্য হল কৃষকদের সাহায্য করা এবং জমির ব্যবস্থাপকরা লাভজনক ভাবে গ্রিন হাউজ গ্যাস নির্গমনে অংশগ্রহণ করতে পারবেন । আর কার্বনের পরিমাণ মান জেনে নিয়ে লাভের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন । ফিচ বলেন, "এলওওসি-সি হল অনন্য একটি অ্যাপ । এই অ্যাপের সাহায্যে দ্রুত জানা যেতে পারে যে আপনার ফার্মের জন্য কী ধরনের কার্বন ফার্মিং করা যায় । কোন ধরনের চাষের জন্য আপনার জমি উপযুক্ত এবং কী ধরনের লাভ সেখান থেকে পাওয়া যেতে পারে ।" তিনি বলেন, "এটাকে আমরা উচ্চ পর্যায়ের প্রযুক্তির মেলবন্ধনের শুরু হিসেবে দেখতে পারি । এর মাধ্যমে চাষিরা কার্বন ফার্মিংয়ের জন্য প্রয়োজনীয় বিকল্পের প্রাথমিক বিশ্লেষণ করা যায় । আর তার পর এর সঙ্গে সংযুক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে ।"

আরও পড়ুন : বায়োফ্লেক পদ্ধতিতে বাড়ির ছাদেই করা যাবে মাছ চাষ, সাহায্য করবে রাজ্য সরকার

অস্ট্রেলিয়ার এনআরএম অঞ্চলের সিইও ড. কেট অ্যান্ড্রুজ এই অ্যাপকে সমর্থন করছেন সেই 2019 সালের ডিসেম্বর থেকে । তখনই এই অ্যাপের সূচনা হয় । ড. অ্যান্ড্রুজ বলেন, "এখন বাজার ঠিক কী চাইছে, এই অ্যাপ তার সবচেয়ে বড় উদাহরণ । সহজ ভাবে এবং কোনও রকম বাধা ছাড়া কার্বন মার্কেটে সুযোগ তৈরি করছে ।" তিনি বলেন, "আপনি এটা বলতেই পারেন যে এই অ্যাপ তৈরি হয়েছে জমির মালিক ও প্রজেক্ট ডেভলপারদের থেকে তথ্য নিয়ে । এটা খুব ভালো লাগছে যে এই ধরনের একটি প্রোডাক্ট সিএসআইআরও-এর তরফ এসেছে ।" কুইন্সল্যান্ডের সরকার এই অ্যাপের গুরুত্ব দ্রুত বোঝার চেষ্টা করে । জমি পুনঃপ্রতিষ্ঠা তহবিলের কাজে এই অ্যাপকে তাঁরা অংশীদার করেছে ।

কার্বন ফার্মিং হল সেই পদ্ধতি যার মাধ্যমে জমির মালিকরা জাতীয় কার্বন নির্গমনকে কমাতে সাহায্য করেন । গাছ ও মাটিতে কার্বন ধরে রাখার মাধ্যমেই এই কাজ করা হয় । এর ফলে পরিবেশ ও চাষের কাজেও লাভ হয় । আবার কৃষকরাও এর থেকে টাকা পান । উদাহরণ হিসেবে বলা যায় যে গাছ লাগানো, গাছপালা সংরক্ষণের পরিবর্তে ফসলের জন্য পরিষ্কার করা, মাটির চাষ কমিয়ে দেওয়া বা পশুপালের চারণভূমির উন্নতি অন্তর্ভুক্ত থাকতে পারে । সিএসআইআরও একটি ডিজিটাল পরিষেবা তৈরি করেছে । যা অ্যাপের তথ্যকে কৃষি-প্রযুক্ত সংস্থাগুলির কাছে পৌঁছে দিচ্ছে । আর এর মাধ্যমে কার্বন সার্ভিস প্রোভাইডার তাদের প্রোডাক্ট ও পরিষেবার দাম নির্ধারণ করতে পারেন ।

হায়দরাবাদ, 16 ডিসেম্বর : কৃষকরা এখন অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরও দ্বারা উৎপাদিত একটি কৃষক সরঞ্জাম ব্যবহার করে কার্বন-হ্রাসকারী ক্রিয়াকলাপগুলির সম্ভাব্য সুযোগগুলি আরও ভালো ভাবে বুঝতে পারবেন । এলওওসি-সি (লুক সি) অ্যাপের মাধ্যমে কৃষকরা বিস্তারিত ভাবে বিশ্লেষণ করতে পারবেন যে তাঁদের কৃষিকাজের জমি ও কৃষিকাজের পদ্ধতি কীভাবে জলবায়ু সমাধান তহবিল (সিএসএফ) এর অধীনে ছাড়ের আওতায় আসতে পারে । সিএসআইআরও, অস্ট্রেলিয়া: এলওওসি-সি (লুক সি) অ্যাপের নতুন আপডেটে এখন মাটির কার্বন এবং গবাদি পশুর পরিচালনার পরিমাপ অন্তর্ভুক্ত করা হয়েছে ।

ওই অ্যাপের মাধ্যমে সিএসএফ পদ্ধতি অনুযায়ী কোনও নির্দিষ্ট এলাকা, যেমন প্যাডক, অস্ট্রেলিয়ার কার্বন ক্রেডিট ইউনিট অনুযায়ী ছাড়ের পরিমাণ জানা যায় । কৃষিক্ষেত্র থেকে যে কার্বন নির্গত হয়, তা পরিমাপ করার মডেল হল ন্যাশনাল কার্বন অ্যাকাউন্টিং মডেলের সর্বশেষ আপডেট । এই মডেলের সঙ্গেও কাজ করতে পারে ওই অ্যাপ । এর অর্থ হল এলওওসি-সি অ্যাপের ব্যবহারকারীরা একটা ছোঁয়াতেই কার্বনের পরিমাণের সবর্শেষ অবস্থান জেনে যেতে পারবেন ।

সিএসআইআরও-এর তরফে এলওওসি-সি-এর প্রজেক্ট লিডার পিটার ফিচ ব্যাখ্যা দিলেন যে এই অ্যাপের আসল উদ্দেশ্য হল কৃষকদের সাহায্য করা এবং জমির ব্যবস্থাপকরা লাভজনক ভাবে গ্রিন হাউজ গ্যাস নির্গমনে অংশগ্রহণ করতে পারবেন । আর কার্বনের পরিমাণ মান জেনে নিয়ে লাভের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন । ফিচ বলেন, "এলওওসি-সি হল অনন্য একটি অ্যাপ । এই অ্যাপের সাহায্যে দ্রুত জানা যেতে পারে যে আপনার ফার্মের জন্য কী ধরনের কার্বন ফার্মিং করা যায় । কোন ধরনের চাষের জন্য আপনার জমি উপযুক্ত এবং কী ধরনের লাভ সেখান থেকে পাওয়া যেতে পারে ।" তিনি বলেন, "এটাকে আমরা উচ্চ পর্যায়ের প্রযুক্তির মেলবন্ধনের শুরু হিসেবে দেখতে পারি । এর মাধ্যমে চাষিরা কার্বন ফার্মিংয়ের জন্য প্রয়োজনীয় বিকল্পের প্রাথমিক বিশ্লেষণ করা যায় । আর তার পর এর সঙ্গে সংযুক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে ।"

আরও পড়ুন : বায়োফ্লেক পদ্ধতিতে বাড়ির ছাদেই করা যাবে মাছ চাষ, সাহায্য করবে রাজ্য সরকার

অস্ট্রেলিয়ার এনআরএম অঞ্চলের সিইও ড. কেট অ্যান্ড্রুজ এই অ্যাপকে সমর্থন করছেন সেই 2019 সালের ডিসেম্বর থেকে । তখনই এই অ্যাপের সূচনা হয় । ড. অ্যান্ড্রুজ বলেন, "এখন বাজার ঠিক কী চাইছে, এই অ্যাপ তার সবচেয়ে বড় উদাহরণ । সহজ ভাবে এবং কোনও রকম বাধা ছাড়া কার্বন মার্কেটে সুযোগ তৈরি করছে ।" তিনি বলেন, "আপনি এটা বলতেই পারেন যে এই অ্যাপ তৈরি হয়েছে জমির মালিক ও প্রজেক্ট ডেভলপারদের থেকে তথ্য নিয়ে । এটা খুব ভালো লাগছে যে এই ধরনের একটি প্রোডাক্ট সিএসআইআরও-এর তরফ এসেছে ।" কুইন্সল্যান্ডের সরকার এই অ্যাপের গুরুত্ব দ্রুত বোঝার চেষ্টা করে । জমি পুনঃপ্রতিষ্ঠা তহবিলের কাজে এই অ্যাপকে তাঁরা অংশীদার করেছে ।

কার্বন ফার্মিং হল সেই পদ্ধতি যার মাধ্যমে জমির মালিকরা জাতীয় কার্বন নির্গমনকে কমাতে সাহায্য করেন । গাছ ও মাটিতে কার্বন ধরে রাখার মাধ্যমেই এই কাজ করা হয় । এর ফলে পরিবেশ ও চাষের কাজেও লাভ হয় । আবার কৃষকরাও এর থেকে টাকা পান । উদাহরণ হিসেবে বলা যায় যে গাছ লাগানো, গাছপালা সংরক্ষণের পরিবর্তে ফসলের জন্য পরিষ্কার করা, মাটির চাষ কমিয়ে দেওয়া বা পশুপালের চারণভূমির উন্নতি অন্তর্ভুক্ত থাকতে পারে । সিএসআইআরও একটি ডিজিটাল পরিষেবা তৈরি করেছে । যা অ্যাপের তথ্যকে কৃষি-প্রযুক্ত সংস্থাগুলির কাছে পৌঁছে দিচ্ছে । আর এর মাধ্যমে কার্বন সার্ভিস প্রোভাইডার তাদের প্রোডাক্ট ও পরিষেবার দাম নির্ধারণ করতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.