ETV Bharat / bharat

Independence Special : জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড পোক্ত করেছিল বিপ্লবের ভিত - স্বাধীনতা সংগ্রাম

ভারতের স্বাধীনতা আন্দোলনে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের গুরুত্ব ছিল অপরিসীম ৷ এই ঘটনা ভারতবাসীকে বিপ্লবে উদ্বুদ্ধ করেছিল ৷ এই নৃশংস হত্য়াকাণ্ড পঞ্জাবের মাটিতে স্বাধীনতা আন্দোলনের ভিতকে আরও পোক্ত করেছিল ৷

The Jallianwala Bagh, a turning point of Indian freedom movement
Independence Special : জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড পোক্ত করেছিল বিপ্লবের ভিত
author img

By

Published : Sep 4, 2021, 6:05 AM IST

Updated : Sep 4, 2021, 11:36 AM IST

অমৃতসর, 4 সেপ্টেম্বর : ভারতের স্বাধীনতা আন্দোলনে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ এই নারকীয় ঘটনা স্বাধীনতা লাভের লড়াইকে আরও সঙ্গবদ্ধ করেছিল ৷ তবে সেই অভিশপ্ত দিনের অনেক আগে থেকেই আরও অনেক কিছুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ৷ 1913 সালের গদর আন্দোলন এবং 1914 সালের কোমাগাটা মারুর ঘটনা পঞ্জাবের বাসিন্দাদের মধ্যে বিপ্লবের ভাবনা জাগিয়ে তুলেছিল ৷ এদিকে, 1914 সালেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ৷ তাতে ব্রিটিশ বাহিনীর পক্ষে 1 লাখ 95 হাজার ভারতীয় সেনা যুদ্ধে যোগদান করেন ৷ তাঁদের মধ্যে 1 লাখ 10 হাজারই পঞ্জাবের মানুষ ছিলেন ৷ জাতীয়তাবাদ এবং দেশাত্মবোধ তাঁদের মধ্যে ভরপুর ছিল ৷ তাঁরা দুনিয়া দেখেছিলেন ৷ তাঁরা বুঝে গিয়েছিলেন দেশের অর্থ কী ? ব্রিটিশের ভয় ছিল, এই সেনারা যদি ক্ষেপে ওঠেন, তবে তাঁদের সামলানো কঠিন হয়ে যাবে ৷ তাঁদের ঠেকানোর মতো কঠোর কোনও আইন ব্রিটিশরাজের হাতে ছিল না ৷ পঞ্জাবের পরিস্থিতি বদলাচ্ছিল ৷ আর তাই ব্রিটিশ সরকারও নতুন আইন আনার কথা ভাবতে শুরু করে ৷ এই ভাবনাই রাওলাট আইনের পটভূমি তৈরি করে ৷ ব্রিটিশ সরকার এই বিষয়ে কথাবার্তা শুরু করতেই প্রতিবাদের পারদ চড়তে শুরু করে ৷ স্থানীয় সংবাদপত্রগুলিও তা ফলাও করে ছাপাতে শুরু করে ৷

আরও পড়ুন : Independence Special : ঝাড়খণ্ডের আদিবাসীদের পরাক্রমে অস্ত্র সংবরণে বাধ্য হয়েছিল ব্রিটিশরা

সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে গোটা দেশে এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে ৷ পঞ্জাবের নানা অংশের প্রতিবাদ, বিক্ষোভ হয় ৷ অমৃতসরেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ দুই নেতাকে গ্রেফতার করার পর অমৃতসরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ কর্তা জয়মাল সিং, হল বাজার এবং উচা পুল এলাকায় 20 হাজারেরও বেশি মানুষ প্রতিবাদে সামিল হন ৷ কয়েকটি জায়গায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পরই জলন্ধর ক্য়ান্টনমেন্ট বোর্ড থেকে সেনা কর্তা জেনারেল আর ডায়ারকে ডেকে পাঠান পঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও’ডিউয়ার ৷

জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের ঠিক একদিন আগেই অমৃতসরে তাঁর বাহিনী নিয়ে টহল দেন জেনারেল আর ডায়ার ৷ অমৃতসরে কার্ফু ঘোষণা করেন তিনি ৷ সময় মতো তথ্য না পেয়ে মিটিংয়ের জন্য প্রচুর মানুষ জালিয়ানওয়ালা বাগে জমায়েত করেন ৷ এছাড়াও, বৈশাখী উপলক্ষেও দূর থেকে আসা বহু মানুষ শ্রী হরমিন্দর সাহিবে জড়ো হন ৷ গোবিন্দগড় পশু মেলায় অংশগ্রহণের জন্য আসা ব্যবসায়ীরাও সেখানে এসে পৌঁছন ৷ খুশহল সিং, মহম্মদ পেহলবান এবং মীর রিয়াজ-উল-হাসান প্রত্যেক মুহূর্তের খবর জেনারেল ডায়ারের কাছে পাঠাচ্ছিল ৷

জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড পোক্ত করেছিল বিপ্লবের ভিত

মিটিং শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ৷ কিন্তু অতিরিক্ত ভিড় দেখে তা দুপুর তিনটেতেই শুরু করে দেওয়া হয় ৷ বিকেল পাঁচটা থেকে সোওয়া পাঁচটার মধ্যে জেনারেল ডায়ার সেনা নিয়ে জালিয়ানওয়ালা বাগে পৌঁছয় ৷ সেনাদের মধ্যে গোর্খা রেজিমেন্ট ও আফগান রেজিমেন্টের 50 জনও ছিল ৷ বাগের ভিতরে ঢুকেই গুলি চালানোর নির্দেশ দেয় ডায়ার ৷ এই ঘটনায় আহতদের এক ফোঁটা জল পর্যন্ত দেওয়া হয়নি ৷ যদি সময় মতো আহতদের চিকিৎসা করা হত, তাহলে অনেককেই বাঁচানো সম্ভব হত ৷

আরও পড়ুন : Independence Special : ক্ষমতার পালাবদল থেকে স্বাধীনতা লাভ, বহু ইতিহাসের সাক্ষী আজমেঢ় দুর্গ

এই ঘটনার পরই গর্জে ওঠে গোটা ভারত ৷ চাপের মুখে জেনারেল ডায়ারকে সাসপেন্ড করে ব্রিটিশ সরকার ৷ তাকে চুপচাপ ব্রিটেনে ফেরত পাঠানো হয় ৷ 1940 সালের 13 মার্চ এই ঘটনার প্রতিশোধ নেন উধম সিং ৷ লন্ডনে মাইকেল ও’ডিউয়ারকে গুলি করেন তিনি ৷ জালিয়ানওয়ালা বাগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে 1961 সালে এক স্মৃতিশৌধ তৈরি করে ভারত সরকার ৷ সেটির উদ্বোধন করেন প্রাক্তন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ ৷

অমৃতসর, 4 সেপ্টেম্বর : ভারতের স্বাধীনতা আন্দোলনে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ এই নারকীয় ঘটনা স্বাধীনতা লাভের লড়াইকে আরও সঙ্গবদ্ধ করেছিল ৷ তবে সেই অভিশপ্ত দিনের অনেক আগে থেকেই আরও অনেক কিছুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ৷ 1913 সালের গদর আন্দোলন এবং 1914 সালের কোমাগাটা মারুর ঘটনা পঞ্জাবের বাসিন্দাদের মধ্যে বিপ্লবের ভাবনা জাগিয়ে তুলেছিল ৷ এদিকে, 1914 সালেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ৷ তাতে ব্রিটিশ বাহিনীর পক্ষে 1 লাখ 95 হাজার ভারতীয় সেনা যুদ্ধে যোগদান করেন ৷ তাঁদের মধ্যে 1 লাখ 10 হাজারই পঞ্জাবের মানুষ ছিলেন ৷ জাতীয়তাবাদ এবং দেশাত্মবোধ তাঁদের মধ্যে ভরপুর ছিল ৷ তাঁরা দুনিয়া দেখেছিলেন ৷ তাঁরা বুঝে গিয়েছিলেন দেশের অর্থ কী ? ব্রিটিশের ভয় ছিল, এই সেনারা যদি ক্ষেপে ওঠেন, তবে তাঁদের সামলানো কঠিন হয়ে যাবে ৷ তাঁদের ঠেকানোর মতো কঠোর কোনও আইন ব্রিটিশরাজের হাতে ছিল না ৷ পঞ্জাবের পরিস্থিতি বদলাচ্ছিল ৷ আর তাই ব্রিটিশ সরকারও নতুন আইন আনার কথা ভাবতে শুরু করে ৷ এই ভাবনাই রাওলাট আইনের পটভূমি তৈরি করে ৷ ব্রিটিশ সরকার এই বিষয়ে কথাবার্তা শুরু করতেই প্রতিবাদের পারদ চড়তে শুরু করে ৷ স্থানীয় সংবাদপত্রগুলিও তা ফলাও করে ছাপাতে শুরু করে ৷

আরও পড়ুন : Independence Special : ঝাড়খণ্ডের আদিবাসীদের পরাক্রমে অস্ত্র সংবরণে বাধ্য হয়েছিল ব্রিটিশরা

সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে গোটা দেশে এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে ৷ পঞ্জাবের নানা অংশের প্রতিবাদ, বিক্ষোভ হয় ৷ অমৃতসরেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ দুই নেতাকে গ্রেফতার করার পর অমৃতসরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ কর্তা জয়মাল সিং, হল বাজার এবং উচা পুল এলাকায় 20 হাজারেরও বেশি মানুষ প্রতিবাদে সামিল হন ৷ কয়েকটি জায়গায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পরই জলন্ধর ক্য়ান্টনমেন্ট বোর্ড থেকে সেনা কর্তা জেনারেল আর ডায়ারকে ডেকে পাঠান পঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও’ডিউয়ার ৷

জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের ঠিক একদিন আগেই অমৃতসরে তাঁর বাহিনী নিয়ে টহল দেন জেনারেল আর ডায়ার ৷ অমৃতসরে কার্ফু ঘোষণা করেন তিনি ৷ সময় মতো তথ্য না পেয়ে মিটিংয়ের জন্য প্রচুর মানুষ জালিয়ানওয়ালা বাগে জমায়েত করেন ৷ এছাড়াও, বৈশাখী উপলক্ষেও দূর থেকে আসা বহু মানুষ শ্রী হরমিন্দর সাহিবে জড়ো হন ৷ গোবিন্দগড় পশু মেলায় অংশগ্রহণের জন্য আসা ব্যবসায়ীরাও সেখানে এসে পৌঁছন ৷ খুশহল সিং, মহম্মদ পেহলবান এবং মীর রিয়াজ-উল-হাসান প্রত্যেক মুহূর্তের খবর জেনারেল ডায়ারের কাছে পাঠাচ্ছিল ৷

জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড পোক্ত করেছিল বিপ্লবের ভিত

মিটিং শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ৷ কিন্তু অতিরিক্ত ভিড় দেখে তা দুপুর তিনটেতেই শুরু করে দেওয়া হয় ৷ বিকেল পাঁচটা থেকে সোওয়া পাঁচটার মধ্যে জেনারেল ডায়ার সেনা নিয়ে জালিয়ানওয়ালা বাগে পৌঁছয় ৷ সেনাদের মধ্যে গোর্খা রেজিমেন্ট ও আফগান রেজিমেন্টের 50 জনও ছিল ৷ বাগের ভিতরে ঢুকেই গুলি চালানোর নির্দেশ দেয় ডায়ার ৷ এই ঘটনায় আহতদের এক ফোঁটা জল পর্যন্ত দেওয়া হয়নি ৷ যদি সময় মতো আহতদের চিকিৎসা করা হত, তাহলে অনেককেই বাঁচানো সম্ভব হত ৷

আরও পড়ুন : Independence Special : ক্ষমতার পালাবদল থেকে স্বাধীনতা লাভ, বহু ইতিহাসের সাক্ষী আজমেঢ় দুর্গ

এই ঘটনার পরই গর্জে ওঠে গোটা ভারত ৷ চাপের মুখে জেনারেল ডায়ারকে সাসপেন্ড করে ব্রিটিশ সরকার ৷ তাকে চুপচাপ ব্রিটেনে ফেরত পাঠানো হয় ৷ 1940 সালের 13 মার্চ এই ঘটনার প্রতিশোধ নেন উধম সিং ৷ লন্ডনে মাইকেল ও’ডিউয়ারকে গুলি করেন তিনি ৷ জালিয়ানওয়ালা বাগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে 1961 সালে এক স্মৃতিশৌধ তৈরি করে ভারত সরকার ৷ সেটির উদ্বোধন করেন প্রাক্তন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ ৷

Last Updated : Sep 4, 2021, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.