হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর : কোয়াড গোষ্ঠীর প্রথম সম্মেলন (Quad Summit) হবে আমেরিকার হোয়াইট হাউজে (White House) আর আমন্ত্রণকর্তা প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) ৷ 24 সেপ্টেম্বর প্রথম কোয়াড গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রীরা সশরীরে বৈঠকে অংশগ্রহণ করবেন ৷ উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (Prime Minister Scott Morrison of Australia), জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা (Prime Minister Yoshihide Suga of Japan) ৷
এর আগে মার্চে কোয়াড গোষ্ঠীর প্রথম বৈঠক হয় ভার্চুয়ালি ৷ সেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে (Indo-Pacific region) সুরক্ষিত ও তার গণতান্ত্রিক মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিজ্ঞা করে চারটি দেশ ৷
আরও পড়ুন : Joe Biden : 9/11-র বর্ষপূর্তিতে আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকার বার্তা বাইডেনের
আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত, এই 4টি দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা, কোভিড-19 মোকাবিলায় একসঙ্গে কাজ করা, জলবায়ু সঙ্কট, নতুন প্রযুক্তি তৈরি ও সাইবার ক্ষেত্রে অংশীদার হওয়া এই বৈঠকের উদ্দেশ্য ৷ এছাড়া ইন্দো-প্যাসিফিক (Indo-Pacific) অঞ্চলকে স্বাধীন ও উন্মুক্ত করাও বিশেষ গুরুত্ব পাবে বৈঠকে ৷
-
Prime Minister @narendramodi to visit USA for Quad Leaders’ Summit and High-level Segment of the 76th Session of the United Nations General Assembly.
— Arindam Bagchi (@MEAIndia) September 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Press release ➡️ https://t.co/BxCyVxkqHa
">Prime Minister @narendramodi to visit USA for Quad Leaders’ Summit and High-level Segment of the 76th Session of the United Nations General Assembly.
— Arindam Bagchi (@MEAIndia) September 14, 2021
Press release ➡️ https://t.co/BxCyVxkqHaPrime Minister @narendramodi to visit USA for Quad Leaders’ Summit and High-level Segment of the 76th Session of the United Nations General Assembly.
— Arindam Bagchi (@MEAIndia) September 14, 2021
Press release ➡️ https://t.co/BxCyVxkqHa
তবে এই বৈঠকের আরেকটি উল্লেখযোগ্য দিক হল, এই প্রথম কোয়াড বৈঠকে 4টি দেশের প্রধানমন্ত্রী শারীরিক ভাবে একে অপরের মুখোমুখি হবেন ৷ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দৌরাত্ম্য ছাড়াও নানাবিধ কার্যকলাপ বহু দেশেরই মাথাব্যথার কারণ ৷ এই অঞ্চলকে চিনের দখলদারি থেকে মুক্ত করার উদ্দেশ্যে এই গোষ্ঠী তৈরি হয়েছিল ৷