ETV Bharat / bharat

সিধির বাস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র ও মধ্যপ্রদেশ সরকারের

মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷

The Center and the state have announced financial assistance for bus accidents in Madhya Pradesh
মধ্যপ্রদেশের বাস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র ও রাজ্যের
author img

By

Published : Feb 16, 2021, 4:02 PM IST

Updated : Feb 16, 2021, 4:14 PM IST

সিধি (মধ্যপ্রদেশ), 16 ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের সিধিতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রের তরফে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তার ঘোষণা করা হয়েছে ৷ আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন ৷ পাশাপাশি সিধিতে এই বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ৷

  • PM @narendramodi has approved an ex-gratia of Rs. 2 lakh each from Prime Minister’s National Relief Fund for the next of kin of those who have lost their lives due to the bus accident in Sidhi, Madhya Pradesh. Rs. 50,000 would be given to those seriously injured.

    — PMO India (@PMOIndia) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালে মধ্যপ্রদেশের সিধি জেলায় রেওয়াগামী যাত্রীবাহী একটি বাস পটনা ব্রিজের কাছে সারদা খালে পড়ে যায় ৷ বাসটিতে 55 জন যাত্রী ছিলেন ৷ যার মধ্যে 7 জনকে জীবিত উদ্ধার করা গেলেও, 37 জনের মৃত্যু হয়েছে ৷ সিধির এই বাস দুর্ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ লিখেছেন, ‘‘মধ্যপ্রদেশের সিধিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই ৷ স্থানীয় প্রশাসন সক্রিয়তার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে ৷’’ এরপর আর একটি টুইট করে প্রধানমন্ত্রী নিহতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন ৷ সেখানে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷

  • Bus accident in MP’s Sidhi is horrific. Condolences to the bereaved families. The local administration is actively involved in rescue and relief work: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করে টুইট করেন ৷ তিনি লিখেছেন, ‘‘মধ্যপ্রদেশের সিধি জেলায় বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেছি ৷ স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজের জন্য সম্ভাব্য সব সহায়তা করছে। আমি নিহতদের গভীর সমবেদনা জানাচ্ছি এবং শীঘ্রই আহতদের দ্রুত সুস্থতার জন্য মঙ্গল কামনা করছি’’৷

  • मध्य प्रदेश के सीधी जिले में हुआ बस हादसा बहुत दुःखद है, मैंने मुख्यमंत्री @ChouhanShivraj जी से बात की है। स्थानीय प्रशासन राहत व बचाव के लिए हर संभव मदद पहुंचा रहा है। मैं मृतकों के परिजनों के प्रति गहरी संवेदनाएं व्यक्त करता हूँ व घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूँ।

    — Amit Shah (@AmitShah) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, মৃত 37

অন্যদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও জেলা প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছেন ৷ দুর্ঘটনাস্থানে তাঁর নির্দেশে দুই মন্ত্রী পৌঁছে গিয়েছেন ৷ তাঁরা উদ্ধারকাজের তদারকি করছেন ৷ এদিন শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘‘সিদ্ধির দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে আমি প্রশাসন ও উদ্ধারকাজে নিযুক্ত লোকদের সাথে নিয়মিত কথা বলছি । মন্ত্রী শ্রী তুলসী সিলাওয়াত এবং শ্রী রামখেলাভান প্যাটেল তৎক্ষণাৎ ঘটনাস্থানে পৌঁছে গিয়েছেন ৷’’ আরও একটি টু্​ইট করে তিনি গোটা ঘটনায় শোকপ্রকাশ করেন ৷ পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি ৷ সেখানে শিবরাজ সিং চৌহান লেখেন, ‘‘এই দুর্ঘটনায় আমাদের ভাই-বোনরা যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের প্রাথমিকভাবে 5 লাখ টাকা সহায়তা করা হবে ৷ আমার সবার কাছে আবেদন, ধৈর্য ধরুন ৷ শোকের এই মুহুর্তে আমি এবং রাজ্যের সব মানুষ আপনাদের সঙ্গে রয়েছে ।’’

  • सीधी की दुर्भाग्यपूर्ण घटना को लेकर मैं लगातार प्रशासन से और राहतकार्य में लगे हुए लोगों से चर्चा कर रहा हूँ।

    बहुत दुःखद है कि दुर्घटना में 18 लोगों की जान चली गई है। मन बहुत व्यथित है। बचावकार्य लगातार जारी है; कलेक्टर, कमिश्नर, आईजी, एसपी, एसडीआरएफ की टीम लगी हुई है। pic.twitter.com/TYPKV786Hf

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিধি (মধ্যপ্রদেশ), 16 ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের সিধিতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রের তরফে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তার ঘোষণা করা হয়েছে ৷ আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন ৷ পাশাপাশি সিধিতে এই বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ৷

  • PM @narendramodi has approved an ex-gratia of Rs. 2 lakh each from Prime Minister’s National Relief Fund for the next of kin of those who have lost their lives due to the bus accident in Sidhi, Madhya Pradesh. Rs. 50,000 would be given to those seriously injured.

    — PMO India (@PMOIndia) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালে মধ্যপ্রদেশের সিধি জেলায় রেওয়াগামী যাত্রীবাহী একটি বাস পটনা ব্রিজের কাছে সারদা খালে পড়ে যায় ৷ বাসটিতে 55 জন যাত্রী ছিলেন ৷ যার মধ্যে 7 জনকে জীবিত উদ্ধার করা গেলেও, 37 জনের মৃত্যু হয়েছে ৷ সিধির এই বাস দুর্ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ লিখেছেন, ‘‘মধ্যপ্রদেশের সিধিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই ৷ স্থানীয় প্রশাসন সক্রিয়তার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে ৷’’ এরপর আর একটি টুইট করে প্রধানমন্ত্রী নিহতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন ৷ সেখানে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷

  • Bus accident in MP’s Sidhi is horrific. Condolences to the bereaved families. The local administration is actively involved in rescue and relief work: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করে টুইট করেন ৷ তিনি লিখেছেন, ‘‘মধ্যপ্রদেশের সিধি জেলায় বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেছি ৷ স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজের জন্য সম্ভাব্য সব সহায়তা করছে। আমি নিহতদের গভীর সমবেদনা জানাচ্ছি এবং শীঘ্রই আহতদের দ্রুত সুস্থতার জন্য মঙ্গল কামনা করছি’’৷

  • मध्य प्रदेश के सीधी जिले में हुआ बस हादसा बहुत दुःखद है, मैंने मुख्यमंत्री @ChouhanShivraj जी से बात की है। स्थानीय प्रशासन राहत व बचाव के लिए हर संभव मदद पहुंचा रहा है। मैं मृतकों के परिजनों के प्रति गहरी संवेदनाएं व्यक्त करता हूँ व घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूँ।

    — Amit Shah (@AmitShah) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, মৃত 37

অন্যদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও জেলা প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছেন ৷ দুর্ঘটনাস্থানে তাঁর নির্দেশে দুই মন্ত্রী পৌঁছে গিয়েছেন ৷ তাঁরা উদ্ধারকাজের তদারকি করছেন ৷ এদিন শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘‘সিদ্ধির দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে আমি প্রশাসন ও উদ্ধারকাজে নিযুক্ত লোকদের সাথে নিয়মিত কথা বলছি । মন্ত্রী শ্রী তুলসী সিলাওয়াত এবং শ্রী রামখেলাভান প্যাটেল তৎক্ষণাৎ ঘটনাস্থানে পৌঁছে গিয়েছেন ৷’’ আরও একটি টু্​ইট করে তিনি গোটা ঘটনায় শোকপ্রকাশ করেন ৷ পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি ৷ সেখানে শিবরাজ সিং চৌহান লেখেন, ‘‘এই দুর্ঘটনায় আমাদের ভাই-বোনরা যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের প্রাথমিকভাবে 5 লাখ টাকা সহায়তা করা হবে ৷ আমার সবার কাছে আবেদন, ধৈর্য ধরুন ৷ শোকের এই মুহুর্তে আমি এবং রাজ্যের সব মানুষ আপনাদের সঙ্গে রয়েছে ।’’

  • सीधी की दुर्भाग्यपूर्ण घटना को लेकर मैं लगातार प्रशासन से और राहतकार्य में लगे हुए लोगों से चर्चा कर रहा हूँ।

    बहुत दुःखद है कि दुर्घटना में 18 लोगों की जान चली गई है। मन बहुत व्यथित है। बचावकार्य लगातार जारी है; कलेक्टर, कमिश्नर, आईजी, एसपी, एसडीआरएफ की टीम लगी हुई है। pic.twitter.com/TYPKV786Hf

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Feb 16, 2021, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.