জম্মু , 12 এপ্রিল : জঙ্গিদের সঙ্গে সেনার লড়াইয়ে বারবার উত্তপ্ত হয়েছে জম্মু-কাশ্মীর ৷ ধর্মকে ঢাল করে বারবার সন্ত্রাস ছড়িয়েছে সন্ত্রাসবাদীরা ৷ ব্যবহার করেছে একের পর এক ধর্মীয় স্থান ৷ কাশ্মীরের পুলিশ সূত্রে খবর , 2021 এর 19 জুন পাম্পোরে , 2020 এর 1 জুলাই সোপারে , 2021 এর 9 এপ্রিল সন্ত্রাসের জন্য মসজিদের অপব্যবহার করেছে সন্ত্রাসবাদীরা ৷
সন্ত্রাসের কোনও ধর্ম নেই ৷ সন্ত্রাস মানবতাবিরোধী ৷ কিন্তু নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কিছু সংখ্যক মানুষ ধর্মকে ব্যবহার করছে ৷ মানবতাকে তিলে তিলে শেষ করছে ৷
কিছুদিন আগে কোরানের 26টি আয়াতের বিরুদ্ধে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ৷ তিনি বলেছিলেন, নির্দিষ্ট 26টি আয়াত মানবতা বিরুদ্ধ ৷ মানুষের মধ্যে পার্থক্যের সৃষ্টি করে ৷ এই আয়াত সন্ত্রাসবাদের প্রচার করে ৷ এই প্রসঙ্গেই কাশ্মীরের পুলিশ পরিদর্শক বিজয় কুমার বলেন, " মসজিদ ইন্তিজামিয়া, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের এই ধরনের কাজের নিন্দা করা উচিত ৷ "
আরও পড়ুন : বাস্তবের বীর-জারাদের মেলাতে এখনও বরফ গলল না দিল্লি-ইসলামাবাদের
পাশাপাশি তিনি বলেন, " 2020 সালের 19 জুন পাম্পোরে সেনা-জঙ্গির লড়াইয়ে নিকেশ হয়েছিল তিন জঙ্গি ৷ যারা মসজিদে আশ্রয় নিয়েছিল ৷ ফের 1 জুলাই সোপারের একটি মসজিদে আশ্রয় নিয়েছিল সন্ত্রাসবাদীরা ৷ সেসময় গুলির লড়াইয়ে প্রাণ হারাতে হয়েছিল এক সাধারণ নাগরিককে ৷ আহত হয়েছিলেন এক জওয়ান ৷ "