লখনপুর, 20 জানুয়ারি: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ (Farooq on Terrorism in Kashmir) এখনও বেঁচে আছে এবং এটি একমাত্র পাকিস্তানের সঙ্গে আলোচনার (Dialogue With Pakistan) মাধ্যমেই শেষ করা যেতে পারে । মত ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহর (Farooq Abdullah on terrorism in Kashmir)৷ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভারতে ঘৃণা ছড়ানো এবং দেশের অখণ্ডতাকে বিপন্ন করার অভিযোগও তোলেন তিনি ।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "আমি আমার নিজের রক্ত দিয়ে আপনাকে লিখে দিতে পারি যে সন্ত্রাসবাদ এখনও বেঁচে আছে ৷ পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু না হওয়া পর্যন্ত এটি শেষ হবে না । 16 বার আমাদের সীমান্তে এবং ভূমিতে প্রবেশ করেছে চিন ৷ তবু আপনারা তাদের সঙ্গে যখন কথা বলতে পারেন তখন পাকিস্তানের সঙ্গে কথা বলতে পিছপা হচ্ছেন কেন ?"
এনসি সভাপতি ফারুক আবদুল্লাহ এবং তাঁর দলের শীর্ষ নেতারা বৃহস্পতিবার রাহুল গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে জম্মু ও কাশ্মীরে প্রবেশের সময় স্বাগত জানিয়েছেন । কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা তার শেষ পর্বে বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্জাবের পাঠানকোট থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশ করেছে ।
পাকিস্তানের সঙ্গে আলোচনা করলেই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের অবসান ঘটাবে কি না এই প্রশ্নের জবাবে আবদুল্লাহ বলেন, "আমাদের চেষ্টা করতে হবে ৷ কিন্তু তারা (বিজেপি সরকার) অনিচ্ছুক । তাদের ভোটব্যাংকের জন্য মুসলমান ও হিন্দুদের মধ্যে একে অপরের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে হবে ।" এনসি নেতা অভিযোগ করেন, "তারা (বিজেপি) পাকিস্তানে বসবাসকারী হিন্দু ও আমাদের দেশের মুসলমানদের নিরাপত্তার তোয়াক্কা না করে ঘৃণা ছড়াচ্ছে ।"
আরও পড়ুন: নারাজ ফারুক আবদুল্লা, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি কি এবার ওমর !
মানুষের অন্তর থেকে ঘৃণা দূর না হলে ভারতের অখণ্ডতার সামনে বিপদ আসবে । এমনই মত ফারুক আবদুল্লাহের ৷ এ দিন দ্য কাশ্মীর ফাইলস ফিল্মকেও নিশানা করেন তিনি ৷ আবদুল্লাহ বলেন, "একটি ফিল্ম (দ্য কাশ্মীর ফাইলস) রিলিজ করা হয়েছে ঘৃণা ছড়ানোর জন্য এবং তাদের (কাশ্মীরি পণ্ডিতদের) দুর্দশাকে ভোট পাওয়ার জন্য ব্যবহার করা করা হয়েছে । তারা (বিজেপি) তাদের (কাশ্মীরি পণ্ডিতদের) প্রত্যাবর্তন এবং পুনর্বাসন নিয়ে হৈচৈ করছে, কিন্তু কী হল ? কাশ্মীরের যে লোকদের প্রধানমন্ত্রীর প্যাকেজের অধীনে চাকরি দেওয়া হয়েছিল... তাঁদের জীবনও সন্ত্রাসবাদের ঝুঁকিতে রয়েছে, কিন্তু সরকারের সে দিকে নজর নেই ।"
আবদুল্লাহ বলেছেন যে, কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদ শুরু হওয়ার পর থেকে, কাশ্মীরি পণ্ডিত এবং মুসলমান উভয়ই প্রভাবিত হয়েছে ৷ এমনকী ন্যাশনাল কনফারেন্সের বহু কর্মী এবং মন্ত্রীরাও নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি ।