ETV Bharat / bharat

Terror Module Busted in Punjab: জঙ্গি মডিউল ফাঁস, 4 খালিস্তানি সমর্থককে গ্রেফতার পঞ্জাব পুলিশের - খালিস্তানি গোষ্ঠী বাব্বর খালসা ইন্টারন্যাশনাল

4 খালিস্তানি সমর্থককে গ্রেফতার করে বড়সড় জঙ্গি নাশকতার ছক ভেস্তে দিল পঞ্জাব পুলিশ ৷ তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে ছয়টি পিস্তল ও 275টি কার্তুজ ৷

Terror Module Busted in Punjab
খালিস্তানি সমর্থককে গ্রেফতার পঞ্জাব পুলিশের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 10:07 PM IST

চণ্ডীগড়, 28 অক্টোবর: জঙ্গি মডিউলের ছক বানচাল করল পঞ্জাব পুলিশ ৷ খালিস্তানি গোষ্ঠী বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর চার অপারেটিভকে পুলিশের জালে ৷ পুলিশ এই ঘটনায় ছয়টি পিস্তল ও 275টি কার্তুজ উদ্ধার করেছে ৷ শনিবার এমনটাই জানিয়েছেন পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব ৷ তিনি এক্সে এ বিষয়ে একটি পোস্ট করেন ৷ তাতে লেখেন, "কিছুজনকে লক্ষ্য করে সন্ত্রাসী মডিউলটির হ্যান্ডলারদের হত্যাকাণ্ড চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল । পুলিশ অপারেটিভদের গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে ছয়টি পিস্তল ও 275টি কার্তুজ উদ্ধার করা হয়েছে ।"

রাজ্য পুলিশের প্রধানের কথায়, মডিউলটিকে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হরবিন্দর রিন্দার দ্বারা সমর্থিত ৷ যারা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এর জন্য তাদের লজিস্টিক সহায়তা করেছিল । ডিজিপি গৌরব যাদব বলেন, "পাকিস্তান থেকে অস্ত্র পাচার করতে ড্রোন ব্যবহার করা হয়েছিল ।" পঞ্জাব ডিজিপি একটি বিবৃতিতে লিখেছেন, "পঞ্জাব পুলিশ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ৷"

প্রসঙ্গত, এই মাসের 17 তারিখে পঞ্জাবের বিশেষ অপারেশন সেল মোহালি রাজ্যে জঙ্গিদের একটি বড় ষড়যন্ত্র ব্যর্থ করে ৷ সন্ত্রাসী মডিউলের পর্দা ফাঁস করে জঙ্গি সন্দেহে দু'জনকে গ্রেফতার করেছিল । এই অভিযানে ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও 10টি কার্তুজ উদ্ধার করা হয় । পুলিশের দাবি, মডিউলটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হরবিন্দর রিন্দা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্যাংস্টার হ্যাপি পাসিয়া দ্বারা পরিচালিত হয়েছিল ।

আরও পড়ুন: দিল্লি পুলিশের জালে সন্দেহভাজন আইএস জঙ্গি শাহনওয়াজ

23 ফেব্রুয়ারি পঞ্জাবের আজনালা থানায় বিচ্ছিন্নতাবাদী কর্মীরা হামলা চালায় ৷ এরপর খালিস্তানি ইস্যুটি প্রধানত পুনরুত্থিত হয় ৷ ওয়ারিস দে পঞ্জাবের প্রধান অমৃতপাল সিংয়ের অনুগামীদের সঙ্গে খালিস্তানি সমর্থকরা আজনালা থানায় হামলা চালায় এবং তাঁকে পালাতে সাহায্য করে । এ ঘটনায় সেখানে পুলিশের ওপর হামলা করা হয় । এই ঘটনায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করে বিভিন্নমহল । বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পরে পঞ্জাবের আজনালা থানার ঘটনা সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, "এটি ঘটনা সম্পর্কে দু'বছর আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল ।"

(সংবাদ সংস্থা-পিটিআই)

চণ্ডীগড়, 28 অক্টোবর: জঙ্গি মডিউলের ছক বানচাল করল পঞ্জাব পুলিশ ৷ খালিস্তানি গোষ্ঠী বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর চার অপারেটিভকে পুলিশের জালে ৷ পুলিশ এই ঘটনায় ছয়টি পিস্তল ও 275টি কার্তুজ উদ্ধার করেছে ৷ শনিবার এমনটাই জানিয়েছেন পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব ৷ তিনি এক্সে এ বিষয়ে একটি পোস্ট করেন ৷ তাতে লেখেন, "কিছুজনকে লক্ষ্য করে সন্ত্রাসী মডিউলটির হ্যান্ডলারদের হত্যাকাণ্ড চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল । পুলিশ অপারেটিভদের গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে ছয়টি পিস্তল ও 275টি কার্তুজ উদ্ধার করা হয়েছে ।"

রাজ্য পুলিশের প্রধানের কথায়, মডিউলটিকে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হরবিন্দর রিন্দার দ্বারা সমর্থিত ৷ যারা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এর জন্য তাদের লজিস্টিক সহায়তা করেছিল । ডিজিপি গৌরব যাদব বলেন, "পাকিস্তান থেকে অস্ত্র পাচার করতে ড্রোন ব্যবহার করা হয়েছিল ।" পঞ্জাব ডিজিপি একটি বিবৃতিতে লিখেছেন, "পঞ্জাব পুলিশ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ৷"

প্রসঙ্গত, এই মাসের 17 তারিখে পঞ্জাবের বিশেষ অপারেশন সেল মোহালি রাজ্যে জঙ্গিদের একটি বড় ষড়যন্ত্র ব্যর্থ করে ৷ সন্ত্রাসী মডিউলের পর্দা ফাঁস করে জঙ্গি সন্দেহে দু'জনকে গ্রেফতার করেছিল । এই অভিযানে ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও 10টি কার্তুজ উদ্ধার করা হয় । পুলিশের দাবি, মডিউলটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হরবিন্দর রিন্দা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্যাংস্টার হ্যাপি পাসিয়া দ্বারা পরিচালিত হয়েছিল ।

আরও পড়ুন: দিল্লি পুলিশের জালে সন্দেহভাজন আইএস জঙ্গি শাহনওয়াজ

23 ফেব্রুয়ারি পঞ্জাবের আজনালা থানায় বিচ্ছিন্নতাবাদী কর্মীরা হামলা চালায় ৷ এরপর খালিস্তানি ইস্যুটি প্রধানত পুনরুত্থিত হয় ৷ ওয়ারিস দে পঞ্জাবের প্রধান অমৃতপাল সিংয়ের অনুগামীদের সঙ্গে খালিস্তানি সমর্থকরা আজনালা থানায় হামলা চালায় এবং তাঁকে পালাতে সাহায্য করে । এ ঘটনায় সেখানে পুলিশের ওপর হামলা করা হয় । এই ঘটনায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করে বিভিন্নমহল । বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পরে পঞ্জাবের আজনালা থানার ঘটনা সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, "এটি ঘটনা সম্পর্কে দু'বছর আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল ।"

(সংবাদ সংস্থা-পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.