নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: দিল্লি, এনসিআর, হরিয়ানা ও পঞ্জাবের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালালো এনআইএ (NIA) ৷ জানা গিয়েছে, পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে (Terror Link in Sidhu Moosewala Murder) ওই সব জায়গার কয়েকটি মাফিয়া গ্যাং জড়িত রয়েছে ৷ আর তাদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে ৷ মূলত, শনিবার মুসেওয়ালা হত্যায় জড়িত শুটার দীপক মুন্ডি ও তার 2 সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে ৷ সিধু মুসেওয়ালাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো দুষ্কৃতীদের মধ্যে প্রধান অভিযুক্ত এই দীপক মুন্ডি ৷ তাকে জেরা করেই এই 4 জায়গার বিভিন্ন মাফিয়াদের খোঁজ পেয়েছে তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, তাদের সঙ্গে জঙ্গী যোগ রয়েছে ৷
বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের তদন্তে নেমে কয়েকটি মাফিয়া গ্যাংয়ের নাম তদন্তকারীদের হাতে আসে ৷ পরবর্তীতে জানা যায়, দিল্লি, এনসিআর, হরিয়ানা ও পঞ্জাবের সেই মাফিয়াদের জঙ্গি যোগ রয়েছে ৷ এর পরেই বিষয়টিতে এনআইএ তদন্ত শুরু করে ৷ তার পরেই এনআইএ এর নেতৃত্বে পঞ্জাব পুলিশ, দিল্লি পুলিশ অভিযান চালায় ৷ শনিবার পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত থেকে শুটার দীপক মুন্ডি এবং তার 2 সঙ্গীকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ ৷ এ নিয়ে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত 23 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ যাদের মধ্যে 6 জন শুটার রয়েছে ৷
পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়, ‘‘পঞ্জাব পুলিশ 6 নম্বর শুটারকে গ্রেফতার করেছে ৷ এই গ্যাংস্টাররা সম্পূর্ণ চক্রান্ত এবং পুরো অপারেশনের সঙ্গে জড়িত ছিল ৷’’ শনিবার মাঝরাতে দীপক মুন্ডি এবং তার 2 সঙ্গীকে বিমানে পঞ্জাবে নিয়ে যাওয়া হয়েছে ৷ মূলত, পঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের তরফে এই অভিযান চালানো হয়েছিল ৷ যার নেতৃত্ব ছিলেন, অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের এআইজি গুরমীত চৌহ্বান এবং ডিএসপি বিক্রম ব্রার ৷ তাঁরা মুন্ডিকে পঞ্জাবে নিয়ে আসেন ৷
আরও পড়ুন: বাংলার সীমানা থেকে গ্রেফতার মুসেওয়ালা খুনে আরও এক অভিযুক্ত
সাংবাদিক বৈঠক করে পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানান, দীপক মুন্ডিই গোটা ঘটনার মাস্টারমাইন্ড । সে গত 29 মে গায়ক সিধু মুসেওয়ালার উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছিল ৷ এই ঘটনায় মোট 35 জন অভিযুক্তের মধ্যে 23 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ আর 2 জন মারা গিয়েছে ৷ বাকিদের মধ্যে 4 জন দেশের বাইরে রয়েছে এবং 6 জন এখনও গা ঢাকা দিয়ে রয়েছে ৷