ETV Bharat / bharat

Manipur Violence: রাস্তায় নগ্ন করে দুই মহিলাকে যৌন হেনস্তা মণিপুরে, নিন্দার ঝড় দেশজুড়ে

গত 4 মে'র একটি ভিডিয়ো বুধবার রীতিমতো ভাইরাল হয়ে যায় ৷ যেখানে দেখা যাচ্ছে, মণিপুরে দুই মহিলাকে সম্পূর্ণ নগ্ন করে দঁড়ি দিয়ে বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে ৷ শুধু তাই নয়, সেই সঙ্গে তাদের উপর একদল যুবকের যৌন নির্যাতন করতেও দেখা গিয়েছে সেই ভিডিয়োতে ৷ ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছে কংগ্রেস, আপ এবং তৃণমূল ৷

Etv Bharat
মহিলাকে রাস্তায় নৃশংস যৌন হেনস্থা মণিপুরে
author img

By

Published : Jul 19, 2023, 11:00 PM IST

ইম্ফল, 19 জুলাই: ফের উত্তপ্ত মণিপুর ৷ এবার রাস্তায় দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ ৷ এর সঙ্গেই চলেছে তাদের উপর নৃশংস অত্যাচার ৷ আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলগুলিও ৷ টুইট করে প্রধানমন্ত্রী মোদিকে বিঁধেছে তৃণমূল, আপ এবং কংগ্রেস ৷

গত 4 মে'র একটি ভিডিয়ো বুধবার রীতিমতো ভাইরাল হয়ে যায় ৷ যেখানে দেখা যাচ্ছে, মণিপুরে দুই মহিলাকে সম্পূর্ণ নগ্ন করে দঁড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে ৷ শুধু তাই নয়, সেই সঙ্গে তাদের উপর একদল যুবককে যৌন নির্যাতন করতেও দেখা যায় সেই ভিডিয়োতে ৷ যার জেরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজ্যে ৷ অভিযোগ, বিদ্রোহী সম্প্রদায়ের এক পরিবারের দুই মহিলাকে একদল পুরুষ নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছে ৷ এদিন আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (আইটিএলএফ) তাদের দুর্দশার কথা তুলে ধরতে প্রতিবাদ মিছিলেরও ডাক দেয় ৷ কিন্তু তার আগেই সোশাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে পড়ে।

আইটিএলএফ-এর একজন মুখপাত্র বলেন, "অত্যন্ত ঘৃণ্য দৃশ্য, যা গত 4 মে কাংপোকপি জেলায় ঘটেছিল ৷ দেখা যায়, একদল পুরুষ ক্রমাগত অসহায় ওই দুই মহিলার উপর অকথ্য যৌন নির্যাতন করছে ৷" ভিডিয়োয় ওই দুই মহিলা কেঁদে অভিযুক্তদের থেকে নিষ্কৃতির আবেদন করলেও তাতে কর্ণপাত করেনি অভিযুক্তরা ৷ যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক পুলিশ আধিকারিক ৷

  • Shocking to see very disturbing visuals of two women, reportedly from Kuki-Zo community, being paraded naked & sexually assaulted by group of men in Manipur.

    BJP is openly abetting atrocities on tribals & women.

    PM Modi is silent about Manipur INTENTIONALLY because he’s…

    — Saket Gokhale (@SaketGokhale) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, টুইট করে ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল ৷ এদিন তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, মণিপুরের এই ভিডিয়ো কার্যত হাড়হিম করে দেওয়ার মতো ঘটনা ৷ যেখানে কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে ৷ পুরুষদের একটি বড় দল যৌন নির্যাতনও করে বলে অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি মণিপুরে ফ্যাক্ট-ফাইন্ডিং দল এবং কমিশন পাঠাতে কেন্দ্র বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেছে তৃণমূল ৷ বিষয়টি নিয়ে এখনও কেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নীরব, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল ৷

আরও পড়ুন: অনেক হয়েছে মন কি বাত, এবার চাই মণিপুর কি বাত; ডেরেকের নিশানায় মোদি

তৃণমূলের তরফে টুইটে লেখা হয়েছে, "আমরা যদি মণিপুরের মহিলাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে না-পারি তবে বিজেপির নারী শক্তির সমস্ত দাবি ফাঁপা হয়ে যাবে। আবারও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ করছি, তিনি তার 78 দিনের নীরবতা ভেঙে মণিপুরের মানুষের পাশে দাঁড়ান ৷" গত 3 মে থেকে ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ মেইটি এবং কুকি উপজাতি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ চলছে ৷ মণিপুরে সেই হিংসায় এখন পর্যন্ত 160 জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর ৷

ইম্ফল, 19 জুলাই: ফের উত্তপ্ত মণিপুর ৷ এবার রাস্তায় দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ ৷ এর সঙ্গেই চলেছে তাদের উপর নৃশংস অত্যাচার ৷ আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলগুলিও ৷ টুইট করে প্রধানমন্ত্রী মোদিকে বিঁধেছে তৃণমূল, আপ এবং কংগ্রেস ৷

গত 4 মে'র একটি ভিডিয়ো বুধবার রীতিমতো ভাইরাল হয়ে যায় ৷ যেখানে দেখা যাচ্ছে, মণিপুরে দুই মহিলাকে সম্পূর্ণ নগ্ন করে দঁড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে ৷ শুধু তাই নয়, সেই সঙ্গে তাদের উপর একদল যুবককে যৌন নির্যাতন করতেও দেখা যায় সেই ভিডিয়োতে ৷ যার জেরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজ্যে ৷ অভিযোগ, বিদ্রোহী সম্প্রদায়ের এক পরিবারের দুই মহিলাকে একদল পুরুষ নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছে ৷ এদিন আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (আইটিএলএফ) তাদের দুর্দশার কথা তুলে ধরতে প্রতিবাদ মিছিলেরও ডাক দেয় ৷ কিন্তু তার আগেই সোশাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে পড়ে।

আইটিএলএফ-এর একজন মুখপাত্র বলেন, "অত্যন্ত ঘৃণ্য দৃশ্য, যা গত 4 মে কাংপোকপি জেলায় ঘটেছিল ৷ দেখা যায়, একদল পুরুষ ক্রমাগত অসহায় ওই দুই মহিলার উপর অকথ্য যৌন নির্যাতন করছে ৷" ভিডিয়োয় ওই দুই মহিলা কেঁদে অভিযুক্তদের থেকে নিষ্কৃতির আবেদন করলেও তাতে কর্ণপাত করেনি অভিযুক্তরা ৷ যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক পুলিশ আধিকারিক ৷

  • Shocking to see very disturbing visuals of two women, reportedly from Kuki-Zo community, being paraded naked & sexually assaulted by group of men in Manipur.

    BJP is openly abetting atrocities on tribals & women.

    PM Modi is silent about Manipur INTENTIONALLY because he’s…

    — Saket Gokhale (@SaketGokhale) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, টুইট করে ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল ৷ এদিন তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, মণিপুরের এই ভিডিয়ো কার্যত হাড়হিম করে দেওয়ার মতো ঘটনা ৷ যেখানে কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে ৷ পুরুষদের একটি বড় দল যৌন নির্যাতনও করে বলে অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি মণিপুরে ফ্যাক্ট-ফাইন্ডিং দল এবং কমিশন পাঠাতে কেন্দ্র বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেছে তৃণমূল ৷ বিষয়টি নিয়ে এখনও কেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নীরব, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল ৷

আরও পড়ুন: অনেক হয়েছে মন কি বাত, এবার চাই মণিপুর কি বাত; ডেরেকের নিশানায় মোদি

তৃণমূলের তরফে টুইটে লেখা হয়েছে, "আমরা যদি মণিপুরের মহিলাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে না-পারি তবে বিজেপির নারী শক্তির সমস্ত দাবি ফাঁপা হয়ে যাবে। আবারও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ করছি, তিনি তার 78 দিনের নীরবতা ভেঙে মণিপুরের মানুষের পাশে দাঁড়ান ৷" গত 3 মে থেকে ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ মেইটি এবং কুকি উপজাতি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ চলছে ৷ মণিপুরে সেই হিংসায় এখন পর্যন্ত 160 জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.