ETV Bharat / bharat

Kavitha skips ED Interrogation: স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখিয়ে ইডির হাজিরা এড়ালেন কবিতা - তেলঙ্গানার এমএলসি কে কবিতা

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর (Telangana CM KCR)-এর মেয়ে কে কবিতাকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED) ৷ বৃহস্পতিবার তাঁকে আবার ডাকা হয় ৷ কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখিয়ে এদিন তিনি হাজিরা এড়িয়েছেন ৷

Kavitha skips ED Interrogation
Kavitha skips ED Interrogation
author img

By

Published : Mar 16, 2023, 2:34 PM IST

হায়দরাবাদ (তেলঙ্গানা), 16 মার্চ: স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণ দেখিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের (Enforcement Directorate) হাজিরা এড়ালেন তেলঙ্গানার এমএলসি কে কবিতা (Telangana MLC K Kavitha) ৷ বৃহস্পতিবার তাঁর দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল ৷ তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর কন্যা কে কবিতাকে চলতি মাসের 11 তারিখ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Scam) জিজ্ঞাসাবাদ করেছিল ইডি ৷ তার পর তাঁকে আবার আজ হাজির হতে বলা হয়েছিল ৷

কিন্তু ইমেল করে ইডিকে তিনি হাজির না হওয়ার কথা জানিয়েদেন তিনি (Kavitha skips ED Interrogation) ৷ সেখানে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ যেমন তিনি করেছেন, একই সঙ্গে সুপ্রিম কোর্টে একটি মামলার বিষয়ও উল্লেখ করেছেন ৷ তবে আইনজীবী ভরতের মারফত তিনি ইডির তরফে চাওয়া প্রয়োজনীয় নথি তদন্তকারীদের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

দিল্লির এই আবগারি দুর্নীতি মামলায় ইডি যে নোটিশ দিয়েছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন ৷ সিআরপিসির 160 ধারার পরিপন্থী ৷ তাই সমন বাতিল করা উচিত ৷ তিনি একজন মহিলা হওয়ায়, তাঁর বাড়িতে এসেই ইডির তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত ৷ তিনি অভিযোগ করেন যে অভিযুক্তের বিরুদ্ধে ইডি থার্ড ডিগ্রি ব্যবহার করছে ৷ তাই তাঁর উপরও নির্যাতনের ঝুঁকি রয়েছে । ইডি যেন তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তেমন নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদলতে করা আবেদনে জানান কবিতা ৷

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে তাঁর আইনজীবীরা এই মামলাটি উল্লেখ করেছেন ও জরুরি শুনানির জন্য বলেন । কিন্তু প্রধান বিচারপতি অবিলম্বে শুনানি করতে অস্বীকার করেন এই মাসের 24 তারিখ পর্যন্ত শুনানি স্থগিত করেছেন ।

তবে কবিতা গতকাল বুধবারই দিল্লি পৌঁছেছেন । তেলঙ্গানার মন্ত্রী কেটিআর, হরিশ রাও, ইরাবেলি দয়াকর রাও, শ্রীনিবাস গৌড়, সত্যবতী রাঠোড় ও বহু বিআরএস জনপ্রতিনিধি তাঁর সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন । কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণ দেখিয়ে আজ ইডি-র সামনে হাজির হননি তিনি । এই নিয়ে এখনও ইডির তরফে কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে গোপন যোগ ! শনিবার সকালে ইডি কার্যালয়ে গেলেন কে কবিতা

হায়দরাবাদ (তেলঙ্গানা), 16 মার্চ: স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণ দেখিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের (Enforcement Directorate) হাজিরা এড়ালেন তেলঙ্গানার এমএলসি কে কবিতা (Telangana MLC K Kavitha) ৷ বৃহস্পতিবার তাঁর দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল ৷ তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর কন্যা কে কবিতাকে চলতি মাসের 11 তারিখ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Scam) জিজ্ঞাসাবাদ করেছিল ইডি ৷ তার পর তাঁকে আবার আজ হাজির হতে বলা হয়েছিল ৷

কিন্তু ইমেল করে ইডিকে তিনি হাজির না হওয়ার কথা জানিয়েদেন তিনি (Kavitha skips ED Interrogation) ৷ সেখানে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ যেমন তিনি করেছেন, একই সঙ্গে সুপ্রিম কোর্টে একটি মামলার বিষয়ও উল্লেখ করেছেন ৷ তবে আইনজীবী ভরতের মারফত তিনি ইডির তরফে চাওয়া প্রয়োজনীয় নথি তদন্তকারীদের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

দিল্লির এই আবগারি দুর্নীতি মামলায় ইডি যে নোটিশ দিয়েছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন ৷ সিআরপিসির 160 ধারার পরিপন্থী ৷ তাই সমন বাতিল করা উচিত ৷ তিনি একজন মহিলা হওয়ায়, তাঁর বাড়িতে এসেই ইডির তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত ৷ তিনি অভিযোগ করেন যে অভিযুক্তের বিরুদ্ধে ইডি থার্ড ডিগ্রি ব্যবহার করছে ৷ তাই তাঁর উপরও নির্যাতনের ঝুঁকি রয়েছে । ইডি যেন তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তেমন নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদলতে করা আবেদনে জানান কবিতা ৷

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে তাঁর আইনজীবীরা এই মামলাটি উল্লেখ করেছেন ও জরুরি শুনানির জন্য বলেন । কিন্তু প্রধান বিচারপতি অবিলম্বে শুনানি করতে অস্বীকার করেন এই মাসের 24 তারিখ পর্যন্ত শুনানি স্থগিত করেছেন ।

তবে কবিতা গতকাল বুধবারই দিল্লি পৌঁছেছেন । তেলঙ্গানার মন্ত্রী কেটিআর, হরিশ রাও, ইরাবেলি দয়াকর রাও, শ্রীনিবাস গৌড়, সত্যবতী রাঠোড় ও বহু বিআরএস জনপ্রতিনিধি তাঁর সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন । কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণ দেখিয়ে আজ ইডি-র সামনে হাজির হননি তিনি । এই নিয়ে এখনও ইডির তরফে কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে গোপন যোগ ! শনিবার সকালে ইডি কার্যালয়ে গেলেন কে কবিতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.