মুম্বই, 4 নভেম্বর: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে হুমকি ই-মেল পাঠানোর অভিযোগে শনিবার তেলঙ্গানা থেকে এক তরুণকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ । ধৃতের নাম গণেশ বনপারধি (19) ৷
আম্বানির কাছ থেকে কোটি টাকা দাবি করে একাধিক ইমেল পাঠানোর জন্য পুলিশ তাঁকে গ্রেফতার করেছে । একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, আম্বানি 28 অক্টোবর থেকে 3 নভেম্বরের মধ্যে তিনটি হুমকি ই-মেল পান ৷ সেখানে ই-মেল প্রেরকের জায়গায় নাম লেখা ছিল শাদাব খান ৷ প্রেরক আম্বানিকে পূর্ববর্তী ইমেলগুলি উপেক্ষা করার জন্য গুরুতর পরিণতির জন্য সতর্ক করেন ৷ পাশাপাশি আম্বানির থেকে 400 কোটি টাকা দাবি করেন ।
অভিযুক্ত বনপারধিকে শনিবার গ্রেফতার করে মুম্বইয়ের নিম্ন আদালতে পেশ করা হয়েছে । আদালত তাঁকে 8 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে । মুকেশ আম্বানি সর্বশেষ হুমকি ই-মেল পাঠানোর পরই তদন্তে তৎপর হয় পুলিশ ৷ তার পর তাঁকে গ্রেফতার করা হয় ৷
এর আগে আম্বানির কাছে 20 কোটি টাকা চাওয়া হয় ই-মেল মারফত ৷ না দিলে খুনের হুমকি দেওয়া হয় ৷ পরবর্তী ই-মেলে টাকার পরিমাণ বেড়ে হয় 200 কোটি ৷ শেষ ই-মেলটিতে 400 কোটি চাওয়া হয় ৷ গত 28 অক্টোবর প্রথম ই-মেল পাঠানো হয় ৷ তার পর গতকাল শুক্রবার শেষ ই-মেলটি পাঠানো হয় ৷
হুমকি ই-মেল পাওয়ার পর মুকেশ আম্বানির তরফে মুম্বইয়ের গামদেবী থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয় ৷ অভিযোগে, খুনের হুমকি ও টাকা চাওয়ার বিষয়টি জানানো হয় ৷ তার পর তদন্তে নামে পুলিশ ৷ ই-মেলের সূত্র ধরে তেলেঙ্গানায় গণেশের খোঁজ পায় পুলিশ ৷ শনিবার তাঁকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ গণেশকে জেরা করে জানতে চায়, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না !
আরও পড়ুন: তৃতীয়বার হুমকি-ইমেল মুকেশ আম্বানিকে ! এবার 400 কোটি টাকা দাবি