ETV Bharat / bharat

MLA Baiting Case: বিধায়কদের টোপ দেওয়ার মামলার তদন্তে স্থগিতাদেশ প্রত্যাহার তেলাঙ্গানা হাইকোর্টের

বিধায়কদের টোপ দেওয়ার (MLA Baiting Case) মামলার তদন্তে সিঙ্গল বেঞ্চ যে স্থগিতাদেশ দিয়েছিল তা প্রত্যাহার করে নিল তেলাঙ্গানা হাইকোর্ট (Telangana High Court)৷

Telangana High Court lifts stay on the investigation in the MLA baiting case
বিধায়কদের টোপ দেওয়ার মামলার তদন্তে স্থগিতাদেশ প্রত্যাহার তেলাঙ্গানা হাইকোর্টের
author img

By

Published : Nov 8, 2022, 7:53 PM IST

তেলাঙ্গানা, 8 নভেম্বর: টিআরএস বিধায়কদের টোপ দেওয়ার মামলায় (MLA Baiting Case) গুরুত্বপূর্ণ নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট (Telangana High Court)। এই মামলায় তদন্ত বন্ধের জন্য জারি করা আগের স্থগিতাদেশ তুলে নিল আদালত ৷ মইনাবাদ থানার পুলিশকে এই মামলাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

বিজেপি নেতা প্রেমেন্দ্র রেড্ডি বিধায়কদের টোপ দেওয়ার মামলায় হাইকোর্টে আবেদন করেছিলেন । দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর মইনাবাদে দায়ের করা মামলার তদন্ত স্থগিত করেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ । প্রেমেন্দ্র রেড্ডি পিটিশনে অনুরোধ করেছিলেন যে, এই মামলাটির তদন্ত সিবিআই বা বিশেষ তদন্ত সংস্থা করুক ।

আজ এই মামলার শুনানিতে তদন্ত বন্ধে আগের স্থগিতাদেশ বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এ বিষয়ে আদালতের বেঞ্চ বলেছে, এ ধরনের মামলায় দীর্ঘ সময় তদন্ত বন্ধ রাখা ঠিক নয় । হাইকোর্টের সর্বশেষ রায়ে বিধায়কদের টোপ দেওয়ার মামলায় তদন্তে গতি আনার পথ স্পষ্ট করেছে মইনাবাদ পুলিশ । হাইকোর্ট পুলিশকে তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এ মাসের 18 তারিখ পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে । হাইকোর্ট আজ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ায় তিন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা পৌঁছল তেলাঙ্গানায়, 3 দিনের বিরতিতে দিল্লির পথে রাহুল

তেলাঙ্গানায় টিআরএস বিধায়কদের কেনার বিষয়ে দরকষাকষির ঘটনায় রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছিল । গত সপ্তাহে বুধবার রাতে, সাইবরাবাদ পুলিশ তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হায়দরাবাদের মইনাবাদের শহরতলির আজিজনগরে তন্দুরের বিধায়ক পাইলট রোহিত রেড্ডির খামারবাড়িতে তল্লাশি চালায় । পুলিশের মতে, টিআরএস-এর আচামপেটা, পিনাপাকা, কোলহাপুর এবং তন্দুরের বিধায়ক, গুভভালা বালারাজু, রেগা কাঁথা রাও, হর্ষবর্ধন রেড্ডি এবং রোহিত রেড্ডিকে কেউ প্রলুব্ধ করেছিল ৷ এই বিধায়করা দলবদল করলে তাঁদের টাকা ও পদ দেওয়া হবে বলে লোভ দেখানো হয়েছিল । এই মামলায় রামচন্দ্র ভারতী, সিংহাজি ও নন্দ কুমারকে গ্রেফতার করা হয় ।

তেলাঙ্গানা, 8 নভেম্বর: টিআরএস বিধায়কদের টোপ দেওয়ার মামলায় (MLA Baiting Case) গুরুত্বপূর্ণ নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট (Telangana High Court)। এই মামলায় তদন্ত বন্ধের জন্য জারি করা আগের স্থগিতাদেশ তুলে নিল আদালত ৷ মইনাবাদ থানার পুলিশকে এই মামলাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

বিজেপি নেতা প্রেমেন্দ্র রেড্ডি বিধায়কদের টোপ দেওয়ার মামলায় হাইকোর্টে আবেদন করেছিলেন । দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর মইনাবাদে দায়ের করা মামলার তদন্ত স্থগিত করেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ । প্রেমেন্দ্র রেড্ডি পিটিশনে অনুরোধ করেছিলেন যে, এই মামলাটির তদন্ত সিবিআই বা বিশেষ তদন্ত সংস্থা করুক ।

আজ এই মামলার শুনানিতে তদন্ত বন্ধে আগের স্থগিতাদেশ বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এ বিষয়ে আদালতের বেঞ্চ বলেছে, এ ধরনের মামলায় দীর্ঘ সময় তদন্ত বন্ধ রাখা ঠিক নয় । হাইকোর্টের সর্বশেষ রায়ে বিধায়কদের টোপ দেওয়ার মামলায় তদন্তে গতি আনার পথ স্পষ্ট করেছে মইনাবাদ পুলিশ । হাইকোর্ট পুলিশকে তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এ মাসের 18 তারিখ পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে । হাইকোর্ট আজ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ায় তিন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা পৌঁছল তেলাঙ্গানায়, 3 দিনের বিরতিতে দিল্লির পথে রাহুল

তেলাঙ্গানায় টিআরএস বিধায়কদের কেনার বিষয়ে দরকষাকষির ঘটনায় রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছিল । গত সপ্তাহে বুধবার রাতে, সাইবরাবাদ পুলিশ তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হায়দরাবাদের মইনাবাদের শহরতলির আজিজনগরে তন্দুরের বিধায়ক পাইলট রোহিত রেড্ডির খামারবাড়িতে তল্লাশি চালায় । পুলিশের মতে, টিআরএস-এর আচামপেটা, পিনাপাকা, কোলহাপুর এবং তন্দুরের বিধায়ক, গুভভালা বালারাজু, রেগা কাঁথা রাও, হর্ষবর্ধন রেড্ডি এবং রোহিত রেড্ডিকে কেউ প্রলুব্ধ করেছিল ৷ এই বিধায়করা দলবদল করলে তাঁদের টাকা ও পদ দেওয়া হবে বলে লোভ দেখানো হয়েছিল । এই মামলায় রামচন্দ্র ভারতী, সিংহাজি ও নন্দ কুমারকে গ্রেফতার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.