ETV Bharat / bharat

হাসপাতালে চিকিৎসাধীন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর, আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী মোদি - কেসিআর

kCR Hospitalized:অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানেই চিকিৎসাধীন তিনি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 10:20 AM IST

Updated : Dec 8, 2023, 2:20 PM IST

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: নির্বাচনে বড় হারের পর অসুস্থ তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার রাতে ইরাভেলির বাস ভাবনে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কে চন্দ্রশেখর রাও ৷ দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সোমাজিগুডা এলাকার যশোদা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে ৷ সেখানেই প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিপ বোন ফ্যাক্চার হয়েছে ৷ আরও বেশ কিছু শারীরিক পরীক্ষার পর অপারেশন করা হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ কেসিআরের দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি জানান, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আঘাত পেয়েছেন শুনে আমি চিন্তিত । তাঁর দ্রুত সুস্থতা প্রার্থনা করছি ।

69 বছরের কে চন্দ্রশেখর রাও, যিনি কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনের ফলাফলে আশাহত হয়েছেন । বড় ব্যবধানেই কেসিআরের বিআরএস ভোটে পরাজিত হয়েছে । ভোট ফলের পাঁচ দিন কেটেছে । মানসিক ভাবেও খুব একটা স্থিতিশীল ছিলেন না তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর বলেই খবর ।

  • Distressed to know that former Telangana CM Shri KCR Garu has suffered an injury. I pray for his speedy recovery and good health.

    — Narendra Modi (@narendramodi) December 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রায় 9 বছর তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছিলেন ৷ পর পর দু’বার মুখ্যমন্ত্রী পদে বসার পর আশা ছিল হয়ত তৃতীয়বারও তেলেঙ্গানার মসনদ বিআরএস-এর দখলে যাবে ৷ তবে রবিবার নির্বাচনের ফল বিআরএসের বিপক্ষে যায়। বিধানসভায় 119টি আসনের মধ্যে মাত্র 39 আসনে জয়ী হয়েছে বিআরএস ৷ নির্বাচনে পরাজয়ের পর রবিবার নিজেই পদত্যাগ পত্র জমা দেন কেচন্দ্রশেখর রাও ৷ 64টি আসনে জিতে হায়দরাবাদি বিরিয়ানির স্বাদ নিয়েই তেলেঙ্গানায় সরকার গঠন করেছে কংগ্রেস । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রেভন্ত রেড্ডি ৷

তেলেঙ্গনাকে নতুন রাজ্য তৈরি করাই ছিল বিআরএস প্রধান কেসিআরের অ্যাজেন্ডা ৷ 2001 সাল থেকে তিনি তেলেঙ্গানাকে নতুন রাজ্য হিসাবে দাবি করেন ৷ 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল তেলেঙ্গানা । সেই বছর বিধানসভা ভোটে তাঁর দল বিআরএস জেতার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেসিআর । দ্বিতীয় পর্ব 2018 সালের তেলেঙ্গানা ভোটে মুখ্যমন্ত্রী হিসাবে ফের ক্ষমতায় আসেন । তবে ‘হ্যাটট্রিক’ করতে পারলেন না চলতি বছরে বিধানসভা নির্বাচনে ।

আরও পড়ুন:

  1. আজ তেলেঙ্গানায় ভোট, সুষ্ঠভাবে নির্বাচনে তৎপর কমিশন
  2. কেসিআর-এর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা 100 পোলট্রি চাষির
  3. ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম 400 হবে, ইস্তেহারে ঘোষণা কেসিআর-এর

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: নির্বাচনে বড় হারের পর অসুস্থ তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার রাতে ইরাভেলির বাস ভাবনে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কে চন্দ্রশেখর রাও ৷ দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সোমাজিগুডা এলাকার যশোদা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে ৷ সেখানেই প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিপ বোন ফ্যাক্চার হয়েছে ৷ আরও বেশ কিছু শারীরিক পরীক্ষার পর অপারেশন করা হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ কেসিআরের দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি জানান, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আঘাত পেয়েছেন শুনে আমি চিন্তিত । তাঁর দ্রুত সুস্থতা প্রার্থনা করছি ।

69 বছরের কে চন্দ্রশেখর রাও, যিনি কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনের ফলাফলে আশাহত হয়েছেন । বড় ব্যবধানেই কেসিআরের বিআরএস ভোটে পরাজিত হয়েছে । ভোট ফলের পাঁচ দিন কেটেছে । মানসিক ভাবেও খুব একটা স্থিতিশীল ছিলেন না তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর বলেই খবর ।

  • Distressed to know that former Telangana CM Shri KCR Garu has suffered an injury. I pray for his speedy recovery and good health.

    — Narendra Modi (@narendramodi) December 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রায় 9 বছর তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছিলেন ৷ পর পর দু’বার মুখ্যমন্ত্রী পদে বসার পর আশা ছিল হয়ত তৃতীয়বারও তেলেঙ্গানার মসনদ বিআরএস-এর দখলে যাবে ৷ তবে রবিবার নির্বাচনের ফল বিআরএসের বিপক্ষে যায়। বিধানসভায় 119টি আসনের মধ্যে মাত্র 39 আসনে জয়ী হয়েছে বিআরএস ৷ নির্বাচনে পরাজয়ের পর রবিবার নিজেই পদত্যাগ পত্র জমা দেন কেচন্দ্রশেখর রাও ৷ 64টি আসনে জিতে হায়দরাবাদি বিরিয়ানির স্বাদ নিয়েই তেলেঙ্গানায় সরকার গঠন করেছে কংগ্রেস । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রেভন্ত রেড্ডি ৷

তেলেঙ্গনাকে নতুন রাজ্য তৈরি করাই ছিল বিআরএস প্রধান কেসিআরের অ্যাজেন্ডা ৷ 2001 সাল থেকে তিনি তেলেঙ্গানাকে নতুন রাজ্য হিসাবে দাবি করেন ৷ 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল তেলেঙ্গানা । সেই বছর বিধানসভা ভোটে তাঁর দল বিআরএস জেতার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেসিআর । দ্বিতীয় পর্ব 2018 সালের তেলেঙ্গানা ভোটে মুখ্যমন্ত্রী হিসাবে ফের ক্ষমতায় আসেন । তবে ‘হ্যাটট্রিক’ করতে পারলেন না চলতি বছরে বিধানসভা নির্বাচনে ।

আরও পড়ুন:

  1. আজ তেলেঙ্গানায় ভোট, সুষ্ঠভাবে নির্বাচনে তৎপর কমিশন
  2. কেসিআর-এর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা 100 পোলট্রি চাষির
  3. ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম 400 হবে, ইস্তেহারে ঘোষণা কেসিআর-এর
Last Updated : Dec 8, 2023, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.