ETV Bharat / bharat

কেসিআরের তৃতীয়বার তেলেঙ্গানা জয়! নাকি পরিবর্তন আনবে 3 কোটিরও বেশি ভোটার ?

Telangana Assembly Election 2023: আজ তেলেঙ্গানার সিদ্দিপেটে ভোট দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী কেসিআর ৷ 3 ডিসেম্বর তিনিই কি আবার সরকার গড়বেন ? নাকি হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস ছিনিয়ে নেবে তেলেঙ্গানার গদি ?

ETV Bharat
কে সি আর ফিরবেন নাকি কংগ্রেস সরকার গড়বে তেলেঙ্গানায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 2:02 PM IST

হায়দরাবাদ, 30 নভেম্বর: আজ এবছরের শেষ বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় ৷ 119টি আসনে 2 হাজার 220 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ সস্ত্রীক ভোট দিতে এলেন বিদায়ী মুখ্যমন্ত্রী কেসি আর ৷ তাঁর ভোট কেন্দ্র সিদ্দিপেটের চিন্তামাদাকা বিধানসভা কেন্দ্র ৷ এদিন সকালেই ভোট দেন কংগ্রেসের রাজ্য সভাপতি রেবন্ত রেড্ডি, কংগ্রেসের বিধায়ক পদপ্রার্থী মহম্মদ আজহারউদ্দিন ৷ ভোট দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমইআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি ৷

দেশের এই নবীনতম রাজ্যটিতে কে সরকার গড়বে ? তা জানা যাবে 3 ডিসেম্বর ৷ 2014 সালে কেন্দ্রে ইউপিএ সরকার থাকাকালীন অন্ধ্রপ্রদেশ ভেঙে এই রাজ্যের জন্ম হয় ৷ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ডঃ মনমোহন সিং ৷ শুরু থেকে কংগ্রেসকে হারিয়ে দু-দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন কে চন্দ্রশেখর রাও ৷

2023 সালের নির্বাচনের আগে দক্ষিণের এই রাজ্যে জাঁকজমকপূর্ণ প্রচার চালিয়েছে বিজেপি ৷ এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁরা স্বভাবতই বিআরএস ও কংগ্রেসকে মূল নিশানা করেছেন ৷ ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের সংরক্ষণ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির ৷

এদিকে দক্ষিণে কর্ণাটকে ফেরার পর তেলেঙ্গানায় সরকার গড়ার লক্ষ্যে বিজেপি, বিআরএসকে তুলোধনা করেছে কংগ্রেস ৷ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে দেশের প্রাচীনতম এই দলটি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জমানার উন্নয়নকে হাতিয়ার করে তুমুল প্রচার চালিয়েছে কংগ্রেস ৷ আর বিআরএসের বরাবর প্রধান নিশানায় থেকেছে কংগ্রেসই ৷

আবার ইন্দিরা গান্ধির সরকারের আমলে তেলেঙ্গানায় বহু মানুষকে হত্যা করা হয়েছে বলে কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালিয়েছে বিআরএস ৷ আর দু'দুবারের শাসকদলের হাতিয়ার উন্নয়ন ৷ বিশেষত চাষিদের জন্য 'রায়তুবন্ধু' খুবই জনপ্রিয়তা পোয়েছে ৷

বিআরএস প্রধান তথা বিদায়ী মুখ্যমন্ত্রী কেসি আর এবার দু'টি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ এক, তাঁর পুরনো কেন্দ্র গাজওয়েল এবং দ্বিতীয় কামারেড্ডি ৷ 2018 সালে গাজওয়েল থেকে 58 হাজার ভোটে জয়ী হয়ে দ্বিতীয় তেলেঙ্গানা সরকার গড়েছিলেন তিনি ৷ গাজওয়েলে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির এতেলা রাজেন্দর ৷ আর কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রেবন্ত রেড্ডি কামারেড্ডি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ ৷

এদিকে বিজেপি প্রার্থী এতেলা রাজেন্দর কামারেড্ডি ছাড়াও হুজুরাবাদ থেকে লড়ছেন ৷ অন্যদিকে কংগ্রেসের রেবন্ত রেড্ডি প্রার্থী হয়েছেন কোন্দানগল থেকে ৷ রাজ্যের আইটি মন্ত্রী কে টি রামা রাও সারকিলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র 2018 সালেও এই আসন থেকেই দাঁড়িয়েছিলেন ৷ সেবার 89 হাজার ভোটে জয়ী হন ৷

করুতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন লোকসভার সাংসদ অরবিন্দ ধর্মপুরী ৷ তাঁর প্রতিপক্ষ বিআরএসের কালভাকুন্তলা সঞ্জয় এবং কংগ্রেসের নরসিংহ রাও জুব্বাডি ৷ সব মিলিয়ে আজ তেলেঙ্গানা দখলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে বিআরএস, কংগ্রেস, বিজেপি আর এআইএমইআইএম ৷ হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এবার 9টি কেন্দ্রে প্রার্থী দিয়েছেন ৷ বিআরএস 119টি আসনে লড়ছে ৷ কংগ্রেস অবশ্য 118টি আসনে প্রার্থী দিয়েছে ৷ তেলেঙ্গানায় সরকার গড়ার ম্যাজিক ফিগার 60 ৷ ফিরবেন কেসি আর ? নাকি 10 বছর বাদে দক্ষিণের তথ্যপ্রযুক্তির দিক দিয়ে এগিয়ে থাকা এই রাজ্যে বদল আনবেন 3.36 কোটি ভোটার ?

আরও পড়ুন:

  1. ভোটের দীর্ঘ লাইন ! আমজনতার ভিড়ে আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, রাজামৌলি ও নাগার্জুন
  2. ভোট ময়দানেও আক্রমণাত্মক ব্যাটিংই অস্ত্র কংগ্রেস প্রার্থী আজহারউদ্দিনের
  3. শেষ মুহূর্তের প্রচারে তেলেঙ্গানায় রাহুল-প্রিয়াঙ্কা, হায়দরাবাদে অটোয় সওয়ার কংগ্রেস সাংসদ

হায়দরাবাদ, 30 নভেম্বর: আজ এবছরের শেষ বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় ৷ 119টি আসনে 2 হাজার 220 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ সস্ত্রীক ভোট দিতে এলেন বিদায়ী মুখ্যমন্ত্রী কেসি আর ৷ তাঁর ভোট কেন্দ্র সিদ্দিপেটের চিন্তামাদাকা বিধানসভা কেন্দ্র ৷ এদিন সকালেই ভোট দেন কংগ্রেসের রাজ্য সভাপতি রেবন্ত রেড্ডি, কংগ্রেসের বিধায়ক পদপ্রার্থী মহম্মদ আজহারউদ্দিন ৷ ভোট দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমইআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি ৷

দেশের এই নবীনতম রাজ্যটিতে কে সরকার গড়বে ? তা জানা যাবে 3 ডিসেম্বর ৷ 2014 সালে কেন্দ্রে ইউপিএ সরকার থাকাকালীন অন্ধ্রপ্রদেশ ভেঙে এই রাজ্যের জন্ম হয় ৷ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ডঃ মনমোহন সিং ৷ শুরু থেকে কংগ্রেসকে হারিয়ে দু-দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন কে চন্দ্রশেখর রাও ৷

2023 সালের নির্বাচনের আগে দক্ষিণের এই রাজ্যে জাঁকজমকপূর্ণ প্রচার চালিয়েছে বিজেপি ৷ এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁরা স্বভাবতই বিআরএস ও কংগ্রেসকে মূল নিশানা করেছেন ৷ ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের সংরক্ষণ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির ৷

এদিকে দক্ষিণে কর্ণাটকে ফেরার পর তেলেঙ্গানায় সরকার গড়ার লক্ষ্যে বিজেপি, বিআরএসকে তুলোধনা করেছে কংগ্রেস ৷ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে দেশের প্রাচীনতম এই দলটি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জমানার উন্নয়নকে হাতিয়ার করে তুমুল প্রচার চালিয়েছে কংগ্রেস ৷ আর বিআরএসের বরাবর প্রধান নিশানায় থেকেছে কংগ্রেসই ৷

আবার ইন্দিরা গান্ধির সরকারের আমলে তেলেঙ্গানায় বহু মানুষকে হত্যা করা হয়েছে বলে কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালিয়েছে বিআরএস ৷ আর দু'দুবারের শাসকদলের হাতিয়ার উন্নয়ন ৷ বিশেষত চাষিদের জন্য 'রায়তুবন্ধু' খুবই জনপ্রিয়তা পোয়েছে ৷

বিআরএস প্রধান তথা বিদায়ী মুখ্যমন্ত্রী কেসি আর এবার দু'টি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ এক, তাঁর পুরনো কেন্দ্র গাজওয়েল এবং দ্বিতীয় কামারেড্ডি ৷ 2018 সালে গাজওয়েল থেকে 58 হাজার ভোটে জয়ী হয়ে দ্বিতীয় তেলেঙ্গানা সরকার গড়েছিলেন তিনি ৷ গাজওয়েলে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির এতেলা রাজেন্দর ৷ আর কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রেবন্ত রেড্ডি কামারেড্ডি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ ৷

এদিকে বিজেপি প্রার্থী এতেলা রাজেন্দর কামারেড্ডি ছাড়াও হুজুরাবাদ থেকে লড়ছেন ৷ অন্যদিকে কংগ্রেসের রেবন্ত রেড্ডি প্রার্থী হয়েছেন কোন্দানগল থেকে ৷ রাজ্যের আইটি মন্ত্রী কে টি রামা রাও সারকিলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র 2018 সালেও এই আসন থেকেই দাঁড়িয়েছিলেন ৷ সেবার 89 হাজার ভোটে জয়ী হন ৷

করুতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন লোকসভার সাংসদ অরবিন্দ ধর্মপুরী ৷ তাঁর প্রতিপক্ষ বিআরএসের কালভাকুন্তলা সঞ্জয় এবং কংগ্রেসের নরসিংহ রাও জুব্বাডি ৷ সব মিলিয়ে আজ তেলেঙ্গানা দখলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে বিআরএস, কংগ্রেস, বিজেপি আর এআইএমইআইএম ৷ হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এবার 9টি কেন্দ্রে প্রার্থী দিয়েছেন ৷ বিআরএস 119টি আসনে লড়ছে ৷ কংগ্রেস অবশ্য 118টি আসনে প্রার্থী দিয়েছে ৷ তেলেঙ্গানায় সরকার গড়ার ম্যাজিক ফিগার 60 ৷ ফিরবেন কেসি আর ? নাকি 10 বছর বাদে দক্ষিণের তথ্যপ্রযুক্তির দিক দিয়ে এগিয়ে থাকা এই রাজ্যে বদল আনবেন 3.36 কোটি ভোটার ?

আরও পড়ুন:

  1. ভোটের দীর্ঘ লাইন ! আমজনতার ভিড়ে আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, রাজামৌলি ও নাগার্জুন
  2. ভোট ময়দানেও আক্রমণাত্মক ব্যাটিংই অস্ত্র কংগ্রেস প্রার্থী আজহারউদ্দিনের
  3. শেষ মুহূর্তের প্রচারে তেলেঙ্গানায় রাহুল-প্রিয়াঙ্কা, হায়দরাবাদে অটোয় সওয়ার কংগ্রেস সাংসদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.