ETV Bharat / bharat

লকডাউনের পথে তেলাঙ্গানা ? মন্ত্রিসভার বৈঠক ডাকলেন কেসিআর - মুখ্যমন্ত্রী কে সি আর

করোনা সংক্রমণ রুখতে ফের লকডাউন জারি হয়েছে দেশের বেশ কিছু রাজ্যে ৷ তা সত্ত্বেও কমেনি সংক্রমণের হার ৷ তেলেঙ্গানাতেও সংক্রমণ বাড়ছে, আবার এটাই ধান চাষের মরশুম ৷ তাই কে সি আরও কি লকডাউনই বেছে নেবেন ৷ বৈঠক আজ ৷

মুখ্যমন্ত্রী কে সি আর
মুখ্যমন্ত্রী কে সি আর
author img

By

Published : May 11, 2021, 8:30 AM IST

Updated : May 11, 2021, 8:58 AM IST

হায়দ্রাবাদ (তেলাঙ্গানা) 11 মে : তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি আর তাঁর মন্ত্রীসভার সঙ্গে বাড়তে থাকা কোভিড-19 সংক্রমণ নিয়ে বৈঠক করবেন ৷

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানা গিয়েছে, আজ বেলা দুটোয় এই বৈঠকে রাজ্যে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে, তা রুখতে নতুন করে লকডাউন জারি করা উচিত হবে কি না, সে বিষয়ে আলোচনা হবে ৷

আরো পড়ুন: ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

বহু রাজ্যেই লকডাউন চলা সত্ত্বেও সংক্রমণের সংখ্যা কমেনি, তাই লকডাউন নিয়ে ভিন্ন মতও উঠে আসছে ৷ যদিও অনেকেই লকডাউন চালু করার পক্ষে মত দিচ্ছেন ৷ এই অবস্থায় লকডাউনের ভালো-মন্দ দিকগুলি বিবেচনা করার পাশাপাশি ধান চাষের মরশুমে এর ক্ষতিকর দিকগুলি নিয়েও আলোচনা হবে ৷

হায়দ্রাবাদ (তেলাঙ্গানা) 11 মে : তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি আর তাঁর মন্ত্রীসভার সঙ্গে বাড়তে থাকা কোভিড-19 সংক্রমণ নিয়ে বৈঠক করবেন ৷

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানা গিয়েছে, আজ বেলা দুটোয় এই বৈঠকে রাজ্যে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে, তা রুখতে নতুন করে লকডাউন জারি করা উচিত হবে কি না, সে বিষয়ে আলোচনা হবে ৷

আরো পড়ুন: ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

বহু রাজ্যেই লকডাউন চলা সত্ত্বেও সংক্রমণের সংখ্যা কমেনি, তাই লকডাউন নিয়ে ভিন্ন মতও উঠে আসছে ৷ যদিও অনেকেই লকডাউন চালু করার পক্ষে মত দিচ্ছেন ৷ এই অবস্থায় লকডাউনের ভালো-মন্দ দিকগুলি বিবেচনা করার পাশাপাশি ধান চাষের মরশুমে এর ক্ষতিকর দিকগুলি নিয়েও আলোচনা হবে ৷

Last Updated : May 11, 2021, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.