পটনা, 12 অগস্ট: মহারাষ্ট্রের পর রাজনৈতিক পালাবদলের সাক্ষী থেকে বিহার ৷ বিরোধীরা 'পাল্টিমার পলিটিক্স' বলে খোঁচা দিলেও অষ্টমবারের জন্য মসনদে বসেছেন সেই নীতীশ কুমার ৷ প্রবীণ নেতার ডেপুটি হয়েছেন লালু-পুত্র তেজস্বী যাদব ৷ এবার দুই বিহারীবাবু'র নজরে দিল্লির তখত ? অন্তত তেজস্বীর রাজধানী-সফর এবং সোনিয়া-সাক্ষাতের পর তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল (Tejashwi Yadav holds talks with Sonia Gandhi) ৷
দিনকয়েক পরেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ফ্লোর টেস্ট দিতে হবে বিহারের বর্তমান সরকারকে ৷ তারমধ্যেই এদিন 'বিরোধী ঐক্য' রক্ষার বার্তা দিয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ করেন তেজস্বী যাদব ৷ মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি রাজ্যের অন্যান্য শরিকদের মধ্যে মন্ত্রীপদ ভাগাভাগি করার কথাও আলোচনা করেন তাঁরা ।
সোনিয়া-সাক্ষাতের পরেই এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন তেজস্বী ৷ লালু-পুত্র বলেন, "বিজেপি রাজ্যে 19 লক্ষ চাকরি দেওয়ার কথা বলেছিল ৷ 19টি চাকরিও দিয়েছে ? দেশেও 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ৷ কিন্তু মাত্র 80 লাখ চাকরি দিয়েছে ৷" এদিন কাশ্মীর সমস্যা নিয়েও মুখ খোলেন তিনি ৷ তেজস্বীর অভিযোগ, অনুচ্ছেদ 370 সরানোর পর বিজেপি বলেছিল যে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হবে । কিন্তু কোনও পরিবর্তন দেখা যাচ্ছে ? কাশ্মীরকে আরও বিচ্ছিন্ন করছে বিজেপি ৷
আরও পড়ুন : 'চব্বিশ নিয়ে ভাবুন', অষ্টমবারের জন্য মসনদে বসে মোদিকে হুঁশিয়ারি নীতীশের
বিহারের দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নীতীশ কুমার ৷ শপথ নিয়েই 'নয়া' মুখ্যমন্ত্রী বলেছিলেন, "উনি 2014 সালে জিতেছিলেন ৷ কিন্তু এখন 2024 নিয়ে চিন্তা করা উচিত ৷ আমি চাই 2024 সালের জন্য সবাই (বিরোধীরা) একত্রিত হোক ।" তারপরেই এদিন দশ জনপথে দুই নেতার সাক্ষাৎ বিহারের রাজনৈতিক সমীকরণকে অন্য মাত্রা দিল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷