ETV Bharat / bharat

Rape : উত্তরপ্রদেশে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত - Rape

নির্যাতিতা কিশোরী পুলিশকে বিবৃতি দিয়ে জানিয়েছে, 16 জানুয়ারি অভিযুক্তরা তাকে বারাণসীতে অপহরণ করেছিল এবং যেখানে তাকে বেশ কয়েকবার ধর্ষণও করা হয় ।

Rape
উত্তরপ্রদেশে নাবালিকাকে 'লাগাতার ধর্ষণ', গ্রেফতার অভিযুক্ত
author img

By

Published : Oct 23, 2021, 6:40 PM IST

বালিয়া, 23 অক্টোবর : আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ 2017 সালে 312টি সিটে জিতে ক্ষমতায় আসা যোগীর এখন অন্যতম মাথাব্যথা 'নারী-সুরক্ষা' ৷ তারমধ্যেই ফের একবার নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল সে রাজ্যে ৷

আরও পড়ুন : Uttarakhand Disaster: মৃত্যুমিছিল অব্যাহত উত্তরাখণ্ডে, 12 জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার

জানা গিয়েছে, নারহি গ্রামের 17 বছর বয়সী একটি মেয়েকে বারাণসীতে অপহরণ করা হয়েছিল ৷ এক যুবক নয় মাসেরও বেশি সময় ধরে তাকে ধর্ষণ করেছে বলে পুলিশ শনিবার জানিয়েছে ৷ শুক্রবারই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে, অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্যাতিতা কিশোরী পুলিশকে বিবৃতি দিয়ে জানিয়েছে, 16 জানুয়ারি অভিযুক্তরা তাকে বারাণসীতে অপহরণ করেছিল এবং যেখানে তাকে বেশ কয়েকবার ধর্ষণও করা হয় ।

ইতিমধ্যেই নির্যাতিতার বাবার তরফে নারহি থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে বলে নারহি থানার এসএইচও ( Station House Officer ) প্রবীণ সিং জানিয়েছেন । সংবাদসংস্থাকে তিনি বলেন, অভিযুক্তকে একই থানা এলাকার ভরৌলি ব্রিজের কাছে শুক্রবার গ্রেফতার করা হয় ৷ একইসঙ্গে মেয়েটিকেও উদ্ধার করা হয়েছে । ইতিমধ্যেই ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করেছে পুলিশ ৷

আরও পড়ুন : আরও পড়ুন: Raju Bista : বিধ্বস্ত দার্জিলিং-কালিম্পং, আর্থিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাজু বিস্তার

নির্যাতিতার বয়ানের ভিত্তিতে, পুলিশ ভারতীয় দণ্ডবিধির আরও প্রাসঙ্গিক কিছু ধারা মামলায় যুক্ত করেছে ৷ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনেও মামলা করা হয়েছে অভিযুক্তদের নামে ।

বালিয়া, 23 অক্টোবর : আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ 2017 সালে 312টি সিটে জিতে ক্ষমতায় আসা যোগীর এখন অন্যতম মাথাব্যথা 'নারী-সুরক্ষা' ৷ তারমধ্যেই ফের একবার নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল সে রাজ্যে ৷

আরও পড়ুন : Uttarakhand Disaster: মৃত্যুমিছিল অব্যাহত উত্তরাখণ্ডে, 12 জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার

জানা গিয়েছে, নারহি গ্রামের 17 বছর বয়সী একটি মেয়েকে বারাণসীতে অপহরণ করা হয়েছিল ৷ এক যুবক নয় মাসেরও বেশি সময় ধরে তাকে ধর্ষণ করেছে বলে পুলিশ শনিবার জানিয়েছে ৷ শুক্রবারই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে, অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্যাতিতা কিশোরী পুলিশকে বিবৃতি দিয়ে জানিয়েছে, 16 জানুয়ারি অভিযুক্তরা তাকে বারাণসীতে অপহরণ করেছিল এবং যেখানে তাকে বেশ কয়েকবার ধর্ষণও করা হয় ।

ইতিমধ্যেই নির্যাতিতার বাবার তরফে নারহি থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে বলে নারহি থানার এসএইচও ( Station House Officer ) প্রবীণ সিং জানিয়েছেন । সংবাদসংস্থাকে তিনি বলেন, অভিযুক্তকে একই থানা এলাকার ভরৌলি ব্রিজের কাছে শুক্রবার গ্রেফতার করা হয় ৷ একইসঙ্গে মেয়েটিকেও উদ্ধার করা হয়েছে । ইতিমধ্যেই ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করেছে পুলিশ ৷

আরও পড়ুন : আরও পড়ুন: Raju Bista : বিধ্বস্ত দার্জিলিং-কালিম্পং, আর্থিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাজু বিস্তার

নির্যাতিতার বয়ানের ভিত্তিতে, পুলিশ ভারতীয় দণ্ডবিধির আরও প্রাসঙ্গিক কিছু ধারা মামলায় যুক্ত করেছে ৷ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনেও মামলা করা হয়েছে অভিযুক্তদের নামে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.