ETV Bharat / bharat

Bikaner-Guwahati Express Accident : ইঞ্জিনের ত্রুটিতেই বেলাইন বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ? জানালেন রেলমন্ত্রী - হাসপাতালে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি থাকার ফলেই দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express Accident) ৷ প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ শুক্রবার দুর্ঘটনাস্থলে পৌঁছে একথা জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw comments on Maynaguri Train Accident) ৷

technical fault behind bikaner guwahati express accident, says rail minister ashwini vaishnaw
Maynaguri Train Accident : ইঞ্জিনের ত্রুটিতেই বেলাইন বিকানের-গৌহাটি এক্সপ্রেস ? জানালেন রেলমন্ত্রী
author img

By

Published : Jan 14, 2022, 2:30 PM IST

Updated : Jan 14, 2022, 2:53 PM IST

ময়নাগুড়ি, 14 জানুয়ারি : ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য কি বেলাইন হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express Accident) ? প্রাথমিক তদন্তে অন্তত এমনটাই অনুমান করা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw comments on Maynaguri Train Accident) ৷ শুক্রবার সাতসকালেই ময়নাগুড়ির দোমোহনী পৌঁছে যান তিনি (Ashwini Vaishnaw Maynaguri Visit) ৷ রেলের আধিকারিক ও উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে নিয়ে ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল ৷ বেশ কয়েকবার কথা বলেন সাংবাদিকদের সঙ্গে ৷

আরও পড়ুন : Guwahati Bikaner Express Derail : উদ্ধারকাজ শেষ, কেন দুর্ঘটনা ঘটল জানতে এসেছি, দোমোহনি পৌঁছে বললেন রেলমন্ত্রী

সাংবাদিকদের প্রশ্ন উত্তরে রেলমন্ত্রী জানান, দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটি অন্যতম কারণ হতে পারে ৷ প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, ইঞ্জিনের কিছু একটা সমস্যা তৈরি হয়েছিল ৷ তবে সেটা ঠিক কী এবং কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ তার জন্য আরও বিস্তারিত তদন্ত দরকার ৷ রেলমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিনের বিভিন্ন অংশ খুলে তা পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা ৷ তারপরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে ৷ রেলমন্ত্রীর আশা, দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট আগামী কয়েক দিনের মধ্যেই পেশ করবেন তদন্তকারীরা ৷ একইসঙ্গে, দুর্ঘটনাগ্রস্ত বিকানের-গৌহাটি এক্সপ্রেসে রেলের সমস্ত সুরক্ষাবিধি ঠিক মতো মানা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে ৷

শুক্রবার সাতসকালেই ময়নাগুড়ির দোমোহনী পৌঁছে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ৷

এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহতদের দেখতে স্থানীয় হাসপাতালেও যান রেলমন্ত্রী (Ashwini Vaishnaw Hospital Visit) ৷ সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি ৷ আহতদের আবেদন, নিবেদন শোনেন ৷ দেন পাশে থাকার আশ্বাস ৷ এদিক, শেষ পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় কমপক্ষে ন’জনের মৃত্যু হয়েছে ৷ শেষ হয়েছে উদ্ধারকাজ ৷ তাই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে আর কারও আটকে থাকার সম্ভাবনা নেই বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ হাসপাতালে যাঁদের চিকিৎসা চলছে, তাঁদেরও অধিকাংশেরই অবস্থা স্থিতিশীল ৷

আরও পড়ুন : Guwahati Bikaner Express Derail : দোমোহনির রেল দুর্ঘটনায় মৃত অন্তত 9, পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু

এছাড়া, দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চোট অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই ক্ষতিপূরণ দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী ৷ তবে তিনি সবথেকে বেশি জোর দিয়েছেন দুর্ঘটনার তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করার উপর ৷ যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় ৷

ময়নাগুড়ি, 14 জানুয়ারি : ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য কি বেলাইন হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express Accident) ? প্রাথমিক তদন্তে অন্তত এমনটাই অনুমান করা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw comments on Maynaguri Train Accident) ৷ শুক্রবার সাতসকালেই ময়নাগুড়ির দোমোহনী পৌঁছে যান তিনি (Ashwini Vaishnaw Maynaguri Visit) ৷ রেলের আধিকারিক ও উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে নিয়ে ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল ৷ বেশ কয়েকবার কথা বলেন সাংবাদিকদের সঙ্গে ৷

আরও পড়ুন : Guwahati Bikaner Express Derail : উদ্ধারকাজ শেষ, কেন দুর্ঘটনা ঘটল জানতে এসেছি, দোমোহনি পৌঁছে বললেন রেলমন্ত্রী

সাংবাদিকদের প্রশ্ন উত্তরে রেলমন্ত্রী জানান, দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটি অন্যতম কারণ হতে পারে ৷ প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, ইঞ্জিনের কিছু একটা সমস্যা তৈরি হয়েছিল ৷ তবে সেটা ঠিক কী এবং কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ তার জন্য আরও বিস্তারিত তদন্ত দরকার ৷ রেলমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিনের বিভিন্ন অংশ খুলে তা পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা ৷ তারপরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে ৷ রেলমন্ত্রীর আশা, দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট আগামী কয়েক দিনের মধ্যেই পেশ করবেন তদন্তকারীরা ৷ একইসঙ্গে, দুর্ঘটনাগ্রস্ত বিকানের-গৌহাটি এক্সপ্রেসে রেলের সমস্ত সুরক্ষাবিধি ঠিক মতো মানা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে ৷

শুক্রবার সাতসকালেই ময়নাগুড়ির দোমোহনী পৌঁছে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ৷

এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহতদের দেখতে স্থানীয় হাসপাতালেও যান রেলমন্ত্রী (Ashwini Vaishnaw Hospital Visit) ৷ সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি ৷ আহতদের আবেদন, নিবেদন শোনেন ৷ দেন পাশে থাকার আশ্বাস ৷ এদিক, শেষ পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় কমপক্ষে ন’জনের মৃত্যু হয়েছে ৷ শেষ হয়েছে উদ্ধারকাজ ৷ তাই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে আর কারও আটকে থাকার সম্ভাবনা নেই বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ হাসপাতালে যাঁদের চিকিৎসা চলছে, তাঁদেরও অধিকাংশেরই অবস্থা স্থিতিশীল ৷

আরও পড়ুন : Guwahati Bikaner Express Derail : দোমোহনির রেল দুর্ঘটনায় মৃত অন্তত 9, পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু

এছাড়া, দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চোট অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই ক্ষতিপূরণ দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী ৷ তবে তিনি সবথেকে বেশি জোর দিয়েছেন দুর্ঘটনার তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করার উপর ৷ যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় ৷

Last Updated : Jan 14, 2022, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.